এই যুগে এক টাকার কোন মূল্যই নেই। এমনকি ভিক্ষুকরাও এক টাকা নিতে চায় না। অথচ এই শিক্ষক এক টাকায় প্রাথমিক শিক্ষা দিয়ে যাচ্ছেন ৪০ বছর ধরে!

সিয়াম চৌধুরীঃ আপনাকে যদি প্রশ্ন করা হয়, এই ২০২০ সালে এক টাকার মূল্য কতটুকু? প্রশ্নটা শুনেই হয়ত অনেকে হেসে ফেলেছেন। সত্যি বলতে এই যুগে এক টাকার কোন মূল্যই নেই। এমনকি ভিক্ষুকরাও এক/দুই টাকার কয়েন নেয় না। মানে টাকার দাম শুরুই হয় ৫ টাকা থেকে।

মোঃ সিরাজুল ইসলাম

এখন আপনাদের সাথে একজন আলোকিত মানুষকে পরিচয় করিয়ে দেবো। ছবিতে যে লোকটিকে দেখছেন, উনার নাম মোঃ সিরাজুল ইসলাম। উনি পরিচিত "এক টাকার মাস্টার" নামে। কারণ উনি শিক্ষাদানের সম্মানী নেন মাত্র এক টাকা। এমন নয় যে, উনার অনেক টাকা। গত ৯ তারিখ 'কনসার্ট রসমঞ্জুরীর গাইবান্ধা' অনুষ্ঠানে হাজার হাজার দর্শকের সামনে স্টেজে যখন সম্বর্ধনা নিতে উঠেছেন, তখন তার শরীরে ছিল অনেক পুরোনো ছেঁড়া ফাটা সেকেন্ড হ্যান্ড কোট। রুগ্ন শরীর, ক্ষীণ দৃষ্টি আর ময়লা পাঞ্জাবি পড়ে যখন হাজার মানুষের সামনে সম্বর্ধনা নিচ্ছিলেন তখন তো তার মাঝে দাম্ভিকতা ছিলোই না, বরং বিনয়ে মাথাই তুলতে পারছিলেন না।

মোঃ সিরাজুল ইসলাম গাইবান্ধার প্রত্যন্ত চরাঞ্চলের শিশুদের প্রাথমিক শিক্ষা দিচ্ছেন প্রায় ৪০ বছর ধরে। টাকার দাম বেড়েছে, সময় বেড়েছে, কিন্তু তার সম্মানী বাড়েনি। তিনি এখনো পাঠদানের সম্মানী স্বরুপ এক টাকা করে নেন। উনাকে মানুষ বলে অসম্মান করলে পাপ হবে। ইনি মহামানুষ। পর্দার নেপথ্যের একজন উজ্জ্বল নক্ষত্র গড়ার কারিগর। তার জন্য বুক ভরা ভালোবাসা আর সম্মান রইলো। সালাম নেবেন গুরুজী!


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা