বিদ্যানন্দ- দ্যা ভলেন্টিয়ার অফ বাংলাদেশ, নত স্বীকার করবেন না। হাজার হাজার মেরুদণ্ড শক্তভাবে দাঁড়িয়েছে আপনাদের পাশে। তাদের হারতে দেবেন না...
লাস্ট ডিকেডে দেশে সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা। আবার অনেক বড় একটা সংখ্যার ভালোবাসা হারিয়েছেনও। তবুও মাশরাফি তার হাঁটুতে ভর করে মাঠে দাঁড়িয়ে থাকার মত করেই মানুষের পাশে দাঁড়িয়েছেন। রাজনীতিতে পজেটিভ এক্সাম্পল হচ্ছেন।
গত আড়াই মাসে দেশে সবচেয়ে বেশি ভালোবাসার সাথে উচ্চারিত হওয়া নামটা বিদ্যানন্দ। বিদ্যানন্দকে এখন দেশের ম্যাক্সিমাম মানুষ চেনে। নিজেদের সংগঠন মনে করে। আমি প্রায় সবাইকে দেখেছি বিদ্যানন্দের ফান্ডে ডোনেট করতে। তাদের প্রতিটা কাজের আপডেট রাখতে।
এইসব সোশাল বুলিং এর চেয়ে হিউজ এই ভালোবাসার ইমপ্যাক্ট অনেক বেশি। আপনারা থামাবেন না। নিজেদের জন্য বেটার ডিসিশনটাই নিয়েন।
আপনারা কাজের জন্য একটা গাড়ি চেয়ে স্ট্যাটাস দিলে যে শত শত মানুষ নিজের গাড়ি নিয়ে হাজির হয়ে যায় তারাই এই সমাজের জন্য গুরুত্বপূর্ণ। তারাই মানুষ। গাড়ি দেয়ার শর্ত হিসেবে তারা যখন বলে দেয়, 'একটাই শর্ত। আমাকে শুধু আপনাদের পাশে থাকতে দিবেন"। তখন আমরা একটা নতুন সমাজের স্বপ্ন দেখি। একদিন হয়ত আমরা সবাই মিলে এভাবেই মানুষ হতে পারবো।
বিদ্যানন্দ- দ্যা ভলেন্টিয়ার অফ বাংলাদেশ... নত স্বীকার করবেন না। হাজার হাজার মেরুদণ্ড শক্তভাবে দাঁড়িয়েছে আপনাদের পাশে। তাদের হারতে দেবেন না। ভালোবাসার শক্তি দিয়ে তারা প্রতিটা মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখে।