পুরাতন জিনিসের বিনিময়ে বই দিচ্ছে বিদ্যানন্দ। আর এই সংগ্রহ দিয়ে পার্বত্যঞ্চলে এতিমদের জন্য তৈরি করা হবে কম্পিউটার ল্যাব। উত্তরাঞ্চলের দুস্থ মানুষদের জন্য পরিচালিত হবে মেডিকেল ক্যাম্প। স্যালুট বিদ্যানন্দকে!

‘বিদ্যা সহজ, শিক্ষা কঠিন। বিদ্যা আবরণে, শিক্ষা আচরনে।’ রবীন্দ্রনাথের এই  বাণীকে বাস্তবরূপ দিচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। একের পর এক শিক্ষামূলক অভিনব উদ্যোগে নতুন করে ভাবতে বাধ্য করছে আমাদের।  ইতিমধ্যেই আবর্জনাকে উপহারে পরিণত করার দারুণ প্রজেক্ট চালিয়ে যাচ্ছে তারা। আর এতে নতুন সংযোজন পুরাতন জিনিসের বিনিময়ে বই বিতরণ। পুরাতন ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল বা মেয়াদ আছে এমন ঔষধের বিনিময়ে বিদ্যানন্দের স্টল থেকে বই কিনতে পারবেন সাধারণ পাঠকরা। এই অভিনব এবং কার্যকরী উদ্যোগ নিয়েই এবারের একুশে বইমেলায় একটি স্টল দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

বাংলা একাডেমী চত্বরে বিদ্যানন্দের ৭৭ নাম্বার স্টলটি সাজানো হয়েছে ডাস্টবিনে ফেলে দেওয়া পরিত্যক্ত বোতল, পুরাতন খবরের কাগজ, নির্বাচনী পোস্টার, অব্যবহৃত ইলেকট্রনিকসের যন্ত্রপাতি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে সাজানো হয়েছে এ স্টল। নিজেদের উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখেই বিদ্যানন্দের স্টলটিও সাজানো হয়েছে এই আঙ্গিকে। পেছনের ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়েছে মানুষ ও জলজ প্রাণীদের ওপর প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাবের চিত্র।

পুরাতন এসব জিনিস বিনিময়ের ক্ষেত্রে  ঠিকঠাক চলে এমন কন্ডিশনের কম্পিউটার বা ল্যাপটপে ৩ হাজার টাকা, চালু কিন্তু খারাপ কন্ডিশনে থাকলে দেড় হাজার টাকা ও চালু না হলে ৫০০ টাকা সমমানের বই দেওয়া হচ্ছে। অন্যদিকে মোবাইলের ক্ষেত্রে চালু ও ভালো কন্ডিশনের থাকলে এক হাজার, চালু না হলে ২০০ টাকা মূল্যমানের বই দেওয়া হচ্ছে। এছাড়া ওষুধের ক্ষেত্রে মূল্য নির্ধারণ হচ্ছে বাজার দামের অর্ধেক হিসেব করে। তবে ঔষধের মেয়াদ অবশ্যই থাকতে হবে।

অমর একুশে বইমেলায় বিদ্যানন্দের ৭৭ নাম্বার স্টল

ছিন্নমূল মানুষের মেডিক্যাল ক্যাম্প, এতিমখানার জন্য কম্পিউটার ল্যাব, বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষের জন্য মোবাইল হ্যান্ডসেট সংগ্রহের টার্গেট থেকেই মুলত এই উদ্যোগ নেয়া। এজন্য পাঠকরা চাইলে অর্থের পরিবর্তে ঘরের অব্যবহৃত ইলেক্ট্রনিক্স, ঔষধ দিয়ে বই কিনতে পারবে। বইমেলা শেষ হলে এসব জিনিস চলে যাবে কাঙ্ক্ষিত গন্তব্যে।

পার্বত্য এলাকায় গড়ে উঠবে এতিমদের জন্য একটি কম্পিউটার ল্যাব। আর উত্তবঙ্গে বিদ্যানন্দের মেডিকেল ক্যাম্পে দুস্থ মানুষদের জন্য পোঁছে যাবে দরকারি এই ঔষধগুলো। মোবাইল ফোনগুলো পাবে চরাঞ্জলের সুবিধাবঞ্চিত মানুষ। কি চমৎকার উদ্যোগ তাই না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বইমেলায়। বাংলা একাডেমী চত্বরে বিদ্যানন্দের ৭৭ নাম্বার স্টলটি অপেক্ষা করছে আপনারই জন্য!

বিদ্যানন্দ ফাউন্ডেশন সম্পর্কে আরো পড়ুনঃ  এতিমদের লেখাপড়ার খাতা বানানো হবে নির্বাচনী পোষ্টার দিয়ে!

নির্বাচনী ব্যানার দিয়ে এতিমদের স্কুলব্যাগ, অবিশ্বাস্য!


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা