দুই দফায় ৩০ হাজার লেখার খাতা তৈরি হচ্ছে। শুধুমাত্র খাতাই নয়, এখন নির্বাচনী ব্যানার দিয়ে বানানো হচ্ছে স্কুলব্যাগ। আর এগুলো ব্যবহার করবে সুবিধাবঞ্চিত এতিম শিশুরা।

আবারো সেই বিদ্যানন্দ এবং আরেকটি অভিনব উদ্যোগ। এবার নির্বাচনী ব্যানার দিয়ে বানানো হলো সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুলব্যাগ। যতোগুলো ব্যানার সংগ্রহ করা হয়েছে সেগুলো দিয়ে কয়েক হাজার ব্যাগ তৈরি হয়ে যাবে। নির্বাচনী পোষ্টার দিয়ে এতিমদের লেখার খাতা বানিয়ে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে তারা। একের পর এক বিদ্যানন্দ ফাউন্ডেশনের অভিনব উদ্যোগগুলোতে অভিভূত না হয়ে পারা যাচ্ছে না। আবর্জনাকে সম্পদে রুপান্তর করার দারুণ উদাহরন সৃষ্টি হয়েছে এই অভিনব উদ্যোগের মাধ্যমেই।  

বিদ্যানন্দ ফাউন্ডেশনের সফলতম প্রজেক্ট এক টাকার আহারের মাধ্যমে নেয়া উদ্যোগগুলোতে সচেতনতা বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। মেয়র, কমিশনার কিংবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ ত্থেকে এগিয়ে এসে পোস্টার দিয়ে সাহায্য করছেন। দুই দফায় ত্রিশ হাজারের মতো লেখার খাতা তৈরি হচ্ছে সুবিধাবঞ্চিত এতিম শিশুদের জন্য। শুধুমাত্র খাতাই নয়, পোষ্টার দিয়ে বানানো হচ্ছে বইমেলার জন্য হ্যান্ডব্যাগ। এখানেই শেষ নয়, বইমেলার একটি স্টলের আংশিক সজ্জাও করা হচ্ছে এই পোস্টার দিয়েই। এরই মাঝে নতুন সংযুক্তি হচ্ছে নির্বাচনী ব্যানার দিয়ে বানানো স্কুলব্যাগ, ইতিমধ্যেই এই অভিনব উদ্যোগের আলো ছড়িয়ে পড়তে শুরু করেছে। 

পোস্টার পুড়িয়ে ঢাকার বাতাস দূষিত না করে, উল্টো সেই বর্জ্য দিয়েই এতিমদের লেখার খাতা বানানো হচ্ছে। এই অভিনব পদ্ধতিতে রিসাইকেল করার মতো দুর্দান্ত উদ্যোগগুলো শেষ পর্যন্ত টিকে থাকে না আর্থিক সহযোগিতার অভাবে। শুধু হাতে পোষ্টার তুলে দিলেই তো হবে না। সাথে প্রয়োজন আর্থিক সাহায্য। নির্বাচনের পোস্টারগুলো সংগ্রহে গুনতে হয় মোটা অংকের ট্রাক ভাড়া। সাথে ভাড়া নিতে হচ্ছে গুদাম। সরকার, কোনো রাজনৈতিক দল কিংবা কোনো প্রতিষ্ঠানের অনুদান ছাড়া এই উদ্যোগ চালিয়ে নেয়া সম্ভব হচ্ছে না। কিছু সাদা মনের স্বেচ্ছাসেবী দিয়ে তো আর পুরো প্রজেক্ট চালানো সম্ভব নয়। প্রয়োজন সার্বিক সহযোগিতা। পোষ্টারের সংখ্যা এতোই বেশি হয়েছে যে স্বেচ্ছাসেবক দিয়ে সব খাতা সেলানো সম্ভব না।

নির্বাচনী ব্যানার দিয়ে বানানো বিদ্যানন্দের স্কুলব্যাগ 

আমায় তুমি আবর্জনা দাও, আমি তোমায় সুন্দর নগরী উপহার দিবো... এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে ১৬ ঘন্টার শিফট করছে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকরা। এদের অনেকের ঠিক সময়ে আহার হয় না, ট্রাকের উপর দিন গড়িয়ে বিকেল আসে, বিরতি নেয়া হয় না পাঁচ মিনিটের জন্য। সারাদিন মাস্ক পরে দমবন্ধ লাগে, গ্লোভসের পর গ্লোভস ছিঁড়ে, হাতের চামড়াও ক্ষতিগ্রস্থ হয়। মেয়েদেরও ভারী বোঝা টানতে হয় ট্রাক থেকে, শীতের মাঝেও ঘাম ঝড়ে কপাল বেয়ে। অর্থের বিনিময়ে নয়, পুরো কাজটি হয় স্বেচ্ছাশ্রমে। কাজ শেষে সার্টিফিকেটও দেয়া হয় না, পরনের বিদ্যানন্দের টিশার্টও ফিরিয়ে দিতে হয় পরবর্তী দিনের স্বেচ্ছাসেবীদের জন্য। তবুও তারা আসে, কাজ করে সমাজের জন্য, হাসি ফুটায় নগরীর আকাশে। 

যে ব্যানারে ড্রেনেজ সিস্টেম আটকে গিয়ে ঢাকাবাসীর বর্ষা কাটে জলাবদ্ধতায়, সে ব্যানারে এতিম শিশুর ব্যাগ হবে, বর্ষাতেও তাদের বইগুলো রক্ষা পাবে বৃষ্টি থেকে। আসুন, আবর্জনাকে সম্পদে রূপান্তর করি, দেশটাকে আরো সুন্দর করি। আর এভাবেই আবর্জনা থেকে সম্পদ খুঁজে নেয়ার এই যাত্রা বজায় থাকুক এই বাংলাদেশে।  

এই প্রজেক্টটি টিকিয়ে রাখতে দাতাদের সাহায্য দরকার। বিদ্যানন্দ কোনো লোক মারফত কিংবা ইভেন্ট করে অনুদান সংগ্রহ করে না। রাস্তায় ঘুরে লোক মারফৎ কিংবা রাস্তায় ইভেন্ট করেও অনুদান সংগ্রহ করে না। অনুগ্রহ করে সরাসরি বিদ্যানন্দ ফাউন্ডেশন ব্যাতিত অন্য কোথাও অনুদান দিয়ে প্রতারিত হওয়া থেকে বিরত থাকার অনুরোধ রইলো। আপনার কাছে জমানো পোস্টার থাকলে 01878116232 নাম্বারে যোগাযোগ করলে তারা নিজেরাই পোষ্টার সংগ্রহ করে নিয়ে আসবে। আপনারা যারা কমেন্টে সাহায্য করতে চান, তারা নিম্নে বর্ণিত তথ্য অনুযায়ী সাহায্য করতে পারেন বিদ্যানন্দকে। যে যার অবস্থান থেকে সাধ্যমত এগিয়ে এসে এই মহৎ উদ্যোগের সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন। 

১/ Acc Name: Bidyanondo Foundation, Acc No: 1545203874746001, Brac Bank (Swift: BRAKBDDH), Shantinagar Branch (Motijeel SME Servire centre), Dhaka, Routing No: 060274289.

২/ Acc Name: Bidyanondo Foundation, Acc No: 0221360001049, Social Islamic Bank Ltd (Swift: SOIVBDDH), Nawabpur Branch, Dhaka. Routing No: 195274754

৩/ পেপল একাউন্ট - info@onetakameal.org

৪/ বিকাশ মার্চেন্ট একাউন্ট: 01878116230 (Payment option এ টাকা পাঠাতে হবে; counter no: 1 টিপতে হবে)

৫/ ব্যক্তিগত বিকাশ একাউন্ট: 01824808052, 01708521955, 01708521956, 01708521957, 01708521958

৬/ DBBL Mobile Banking: 017666856869

৭/ নগদ মার্চেন্ট একাউন্টঃ 01878116231 (Payment option এ counter no: 1 টিপতে হবে)

বিদ্যানন্দ ফাউন্ডেশন সম্পর্কে আরো পড়ুনঃ এতিমদের লেখাপড়ার খাতা বানানো হবে নির্বাচনী পোষ্টার দিয়ে!

 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা