পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটির কাছ থেকে পাওয়া উপহার!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
'বাবা, কিছু মনে করো না। তোমাদের মুখ শুকায় গেছে। অনেকক্ষণ কিছু খাওনি হয়ত। এই কলা কয়টা খাও।' বলে জোর করে হাতে হাতে একটা করে কলা গুজে দিলেন।
এসকে সালাউদ্দিন দীপু: বাজার খালি করছিলাম। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান বাদে কোন দোকান খোলা, কে অপ্রয়োজনীয় কাজে বাইরে বের হয়েছে তদারকি করছিলাম। হাটতে হাটতে বাজারের কোণায় এই বৃদ্ধ লোক আর তার মেয়েটার দিকে চোখ পড়ল। হাতে দুই-তিনটা কাগজ নিয়ে ছোটাছুটি করছেন। ত্রাণের জন্য ফর্ম পূরণ করবেন, কাকে দিয়ে কিভাবে কি করাবেন বুঝে উঠতে পারছেন না। কাছে গেলাম।
-কি হয়েছে চাচা?
-কিছু না বাবা, এই কাগজটা লিখতি হবে। পাশের ছোট্ট চায়ের দোকানটা আমার। ওর মধ্যেই থাকি আমি। বন্ধ দোকান। কিছু নেই খাওয়ার। খাইনা। পেটে ক্ষুধা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই সময়ই তাকে উপহার খাদ্যসামগ্রী দেওয়া হলো। ঘটনাটা এখানে শেষ হতে পারত। হলো না। পাশে দাড়িয়ে ছিলাম। উনি নিজের দোকানের ভেতর থেকে ৭-৮ টা কলা নিয়ে এলেন। বললেন, 'বাবা, কিছু মনে করো না। তোমাদের মুখ শুকায় গেছে। অনেকক্ষণ কিছু খাওনি হয়ত। এই কলা কয়টা খাও।' বলে জোর করে হাতে হাতে একটা করে কলা গুজে দিলেন।
আমার সাথে থাকা এক কনস্টেবল এর চোখ দিয়ে পানি বের হয়ে গেলো দেখলাম। আমার চোখ লাল হয়ে গেলো। জড়ায় ধরতে মন চাইলো লোকটাকে। পারলাম না। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটাকে আজ উপহার দিলাম। আর পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটার কাছ থেকে আজ জীবনের সবচেয়ে বড় উপহারটা পেলাম আমি।
একটা কলা। হাজার কোটি টাকা দাম এর!
লেখক- সহকারী কমিশনার, গোপালগঞ্জ। লেখাটি তার ফেসবুক ওয়াল থেকে নেয়া।
আরও পড়ুন-