সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত চরিত্র 'বিনোদ' আসলে কে?
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
সোশ্যাল মিডিয়ায় 'বিনোদ' এর ছড়াছড়ি; কে এই বিনোদ? কোথা থেকে এই শব্দের উৎপত্তি?
সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব নতুন ট্রেন্ডে। আপাতদৃষ্টিতে উদ্ভট হালের এই ট্রেন্ডটি হলো 'বিনোদ'। ফেসবুক ট্রল এর প্রধান কন্টেন্ট কিংবা টুইটার ট্রেন্ডিং, চারিদিকে 'বিনোদ'। তবে নেটিজেনদের অনেকেই ঠাউর করতে পারছেন না, আসলে কে এই বিনোদ?
ঘটনা শুরু হয় Slayy Point নামক এক ইউটিউব চ্যানেলের একটি ভিডিও থেকে, যার টাইটেল ছিল 'Why Indian Comment Section is garbage? (Binod)' ভারতীয় দর্শকরা ইউটিউবের বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে সাধারনত যে সকল অমূলক কমেন্ট করে থাকে, ভিডিওটিতে মূলত সেগুলিই হাস্যরসাত্মক ভাবে তুলে ধরা হয়েছে।
সেখানে একটি কমেন্টে দেখা যায়, বিনোদ থারু নামের একজন, সকল ভিডিওর কমেন্ট বক্সে একটাই শব্দ লিখেন 'বিনোদ'। তার কমেন্টে ৭ টি লাইকও দেখা যায়। Slayy Point এর ভিডিওটি প্রকাশিত হতেই ভারতীয় দর্শকেরা লুফে নেন এটিকে হাস্যরসের খোরাক হিসেবে। টুইটারে ট্রেন্ডিংয়ে চলে আসে এই 'বিনোদ' শব্দ আর হ্যাশট্যাগ। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের কমেন্ট বক্স, মিম কন্টেন্ট সবখানেই যেন বিনোদের ছড়াছড়ি।
বড় ব্র্যান্ডগুলোও এই তালিকা থেকে বাদ যায়নি। ডিজনে+হটস্টার, নেটফ্লিক্স, এয়ারটেল, টিন্ডার, এমাজন প্রাইম সকলেই যোগ দিয়েছে এই ট্রেন্ডে। ভারতের জনপ্রিয় পেমেন্ট এপ পেটিএম আবার এক্ষেত্রে এক ধাপ এগিয়ে। তাদেরকে একজন টুইটার ব্যবহারকারী অনুরোধ করেছিলেন তাদের টুইটার একাউন্টের নাম বদলিয়ে 'বিনোদ' রাখতে। তারা সেই অনুরোধ রাখতে তাদের নাম বদলিয়ে তাদের টুইটার একাউন্টের নাম বিনোদ করে ফেলে এবং রিটুইট করে। ডেটিং এপ টিন্ডার টুইট করে জানায়, বিনোদের সাথে বিনোদিনীর ম্যাচ হয়েছে। এরপরেও তারা বিনোদ এবং বিনোদিনী কী কী কথোপকথন করছে, তার হালনাগাদ জানিয়ে টুইট করে। এয়ারটেল টুইট করে যে সব কল রিসিভ করেই 'হ্যাঁ বিনোদ, বল' বলতে, এবং ফোনের ওপাশের মানুষটির প্রতিক্রিয়া কমেন্টে ট্যাগ করে জানাতে। ভারতীয় জনগনের অভূতপূর্ব সাড়া মেলে সে সব টুইটে!
যদিও সব ব্র্যান্ডই তাদের প্রমোশন এবং মার্কেটিং এর জন্যই বিনোদ ট্রেন্ডটি ব্যবহার করছে, মুম্বাই পুলিশ এক্ষেত্রে ব্যতিক্রম। তারা বরং এটিকে সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির কাজে ব্যবহার করেছে। তারা বিনোদকে তার পাসওয়ার্ড হিসেবে 'বিনোদ' ব্যবহার না করার পরামর্শ দেয়।
বিনোদ ট্রেন্ডে যোগ দিয়েছেন ছোট বড় সকলেই। এমনকি পাশের দেশ হিসেবে আমাদের দেশেও দেখা গিয়েছে কমেন্ট বক্সে 'বিনোদ' লিখার ছড়াছড়ি। তবে এই ট্রেন্ডের সমালোচনাও করেছেন অনেকে। তাদের মতে এরকম অর্থহীন কথা নিয়ে মাতামাতি করা উচিত নয়। তবে সে সব বিতর্ক এড়িয়ে, বড় ব্র্যান্ডগুলো তাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং পুরোদমেই চালিয়ে যাচ্ছে 'বিনোদ' ট্রেন্ডকে ব্যবহার করে।
*
প্রিয় পাঠক, চাইলে এগিয়ে চলোতে লিখতে পারেন আপনিও! লেখা পাঠান এই লিংকে ক্লিক করে- আপনিও লিখুন