হোয়াটসঅ্যাপ সম্প্রতি গ্রাহকদের তথ্য নিজেদের মধ্যে শেয়ার করার এক সিদ্ধান্ত নিয়েছে। এরপর হোয়াটসঅ্যাপ ত্যাগ করে নতুন এক অ্যাপের দিকে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। এর নাম 'বিপ অ্যাপ'...
গত বছরে রিলিজ করা তুমুল জনপ্রিয় টিভি সিরিজ 'স্ক্যাম ১৯৯২ঃ দ্য হারশাদ মেহতা স্টোরি'তে একটা লাইন খুব পছন্দ হয়েছিলো। যে লাইনটা ছিলো অনেকটা এরকম-
পৃথিবীতে যে জিনিসটি সবচেয়ে বেশি দামী, সেটি হলো 'বিশ্বাস।' বিশ্বাস সবচেয়ে দামী হওয়ার কারণ, এটার চাহিদা সবসময়েই বেশি, কিন্তু যোগান সবসময়েই কম।
আমাদের সামাজিক মাধ্যমগুলো এই বিশ্বাসের দিক থেকে ইদানীং সময়ে পিছিয়ে পড়ছে ক্রমশ। ফেসবুক আর মেসেঞ্জারের কেলেঙ্কারি তো এখন সর্বজনবিদিত। নতুন করে বলার কিছু নেই। মানুষজন হোয়াটসঅ্যাপে ক্রমশ ঝুঁকছিলো। কারণ, হোয়াটসঅ্যাপে 'এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ডাটা' হওয়ায়, থার্ড পার্টি এখানে অযাচিতভাবে নাক গলাতে পারতো না। কিন্তু সাম্প্রতিক সময়ে তারাও ঘোষণা দিয়েছে, গ্রাহকের কিছু তথ্য তারাও এখন শেয়ার করবে তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোর সাথে। ফলশ্রুতিতে, সাধারণ মানুষ বর্জন করা শুরু করেছে হোয়াটসঅ্যাপ'কে।
এই ঘটনায় আখেরে লাভ হয়েছে তুরস্কের একটি অ্যাপের। অ্যাপটির নাম 'বিপ অ্যাপ।' ভিডিও কলিং ও মেসেজিং এর এই অ্যাপটি তৈরী করেছিলো তুরস্কের মোবাইল ফোন কোম্পানি, টার্কসেল। ২০১৩ সালে আত্মপ্রকাশ করে এই অ্যাপ। বর্তমানে বিশ্বের প্রায় ১৯২টি দেশ এই অ্যাপ ব্যবহার করে। এবং ব্যবহারকারীর সংখ্যা ইউরোপে ও মধ্যপ্রাচ্যে বেশি। তবে হোয়াটসঅ্যাপের পলিসি চেঞ্জ হওয়ার কারণে তৃতীয় বিশ্বের দেশগুলোতেও ক্রমশ ঢুকে পড়েছে বিপ অ্যাপ। বর্তমান সময়ে মানুষ যেন হুমড়ি খেয়ে পড়ছে এই অ্যাপ ব্যবহার করার জন্যে।
বিপ অ্যাপের বিজ্ঞাপনও বেশ চতুর। তারা জানাচ্ছে, তাদের অ্যাপে তথ্য চুরি হওয়ার ভয় নেই। 'এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ডাটা' হওয়ায় ডেভেলপাররাও জানতে পারবেন না, কে কী শেয়ার করছে। এ কারণেই মানুষ ক্রমশ আগ্রহী হচ্ছে এই অ্যাপ ব্যবহারে। প্রতিদিন প্রায় বিশ লাখ বার ডাউনলোড হচ্ছে এই অ্যাপ। গত এক সপ্তাহে প্রায় ৬৪ লক্ষ বার ডাউনলোড হয়েছে অ্যাপটি।
তবে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, বাংলাদেশের মানুষও ক্রমশ ঝুঁকে পড়েছে বিপ অ্যাপের দিকে। সাম্প্রতিক সময়ে গুগল প্লে স্টোর থেকে বাংলাদেশের ব্যবহারকারীদের শীর্ষ ডাউনলোডের অ্যাপে পরিণত হয়েছে বিট অ্যাপ। নিরাপত্তাজনিত কারণেই বাংলাদেশের মানুষজন বেছে নিচ্ছে এই অ্যাপটিকে, এটিই অনেকের ধারণা।
অনেকেই বলছেন৷ হোয়াটসঅ্যাপের বাজারে ধ্বস নামাবে বিট অ্যাপ। যেটির সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপ ডাউনলোড হয়েছে দুইশো কোটিরও বেশিবার। অন্যদিকে বিট অ্যাপের ডাউনলোড এখনো দশ কোটি হয় নি। হোয়াটসঅ্যাপের জন্যে হুমকিতে পরিণত হতে বিট অ্যাপের সময় লাগবে, বলাই বাহুল্য। তবে একটি জিনিস বেশ ইতিবাচক। নিরাপত্তাজনিত কারণে মানুষ যে হোয়াটসঅ্যাপ এর মতন তুমুল জনপ্রিয় ও কার্যকরী অ্যাপকেও প্রত্যাখান করতে দ্বিধা করেনি, এটা থেকে উপলব্ধি করা যাচ্ছে, মানুষের ক্রমশ বোধোদয় হচ্ছে। মানুষজন সচেতন হচ্ছেন তাদের তথ্যজনিত নিরাপত্তা নিয়েও। তথ্য চুরির এ যুগে যে সচেতনতা খুব জরুরিও।
*
প্রিয় পাঠক, চাইলে এগিয়ে চলোতে লিখতে পারেন আপনিও! লেখা পাঠান এই লিংকে ক্লিক করে- আপনিও লিখুন