এম এস ধোনি একটা মোবাইলে অপারেটর এর বিজ্ঞাপন করলে আমরা ভালোই বলি। কিন্তু আয়মান সাদিক মোবাইলে অপারেটর এর বিজ্ঞাপন করলে কেমন যেন একটা 'ধান্ধা-ধান্ধা' গন্ধ পাই আমরা! আগেই বলছিলাম না ভাই ''সব আসলে ভাঁওতাবাজি! এই সব কইরা, আয়মান গং যুব সমাজ ধ্বংস কইরা ফালাইতাছে! দেখছেন ভাই সামান্য কয়টা টাকার জন্য কত নিচে নামতে পারে এরা! এক হাসি দিয়া ছারখার কইরা ফালাইতাছে দেশ!'' 

সালমান খান একটা ফোন ব্র্যান্ড এর প্রচারণামূলক বিজ্ঞাপনে অংশ নিলে সমস্যা নাই। কিন্তু সেইম ব্র্যান্ড এর প্রচারণা মূলক বিজ্ঞাপনে প্রীত রেজা অংশ নিলে অনেক সমস্যা! দেশ জাতির যেই পরিমাণ ক্ষতি হল এই কাজে, স্বাস্থ্য খাতের দুর্নীতিতেও এত ক্ষতি দেশের হয় নাই! ''প্রীত রেজার মত একজন এর কাছে এই ধরণের সস্তা কাজ আশা করি নাই!''  "শুধুমাত্র পয়সার জন্য প্রীত রেজার করা এই সস্তা সেটের সস্তা বিজ্ঞাপন ঢাকার জলাবদ্ধতায় কি বাজে ভূমিকা রাখছে এটা জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন!"

শ্রদ্ধা কাপুর যে মোবাইল ব্র্যান্ড এর প্রচারনামূলক পোস্ট তার ব্যাক্তিগত অফিসিয়াল সোশ্যাল মিডিয়াতে দিলে বাহবা পায়, ঠিক সেইম ব্র্যান্ড এর প্রচারনামূলক পোস্ট দেয়ার 'অপরাধে' বাংলাদেশের সুপার মডেল পিয়া জান্নাতুলকে কি অশ্রাব্য ভাষায় আমরা গালিগালাজ করি! আপনি এখনও না লিখলে আফসোস করবেন না - এত গালি খেয়েও কমেন্ট সেকশান অফ করে নাই এখনো, যান, দুই দান মেরে আসেন! উচিত শিক্ষা পাওয়া দরকার! 

''পয়সার জন্য আর কত নিচে নামবেন?'' ছি ছি! পিয়া জান্নাতুল! 

আচ্ছা, নিজের দেশের লোকদের বেশী বেশী বাজে কথা বলার কারণ নিচের কোনটি বলে আপনি মনে করেন? 

১। আরাম লাগে, বাংলায় খারাপ কথা বলতে! সালমান-শ্রদ্ধা তো আর বাংলা বুঝে না, তাই লিখা আরাম পাই না! 

২। ঠিক জায়গায় ঠিক প্রতিবাদ করতে না পারার কারণে, মনের সব দুঃখ দেশীদের উপর ঝাড়তে আরাম লাগে! 

৩। আমার ফেসবুক, আমার পয়সায় কেনা ইন্টারনেট! যারে খুশি গালি দেব, তোর কি? দাড়া, তোর আইডি ব্লক করার ব্যবস্থা নিতাছি! 

৪। সাকিবের বউ, নাসিরের বোন, এমনকি জয়া-পূর্ণিমা, কাউরেই ছাড়ি নাই! আর তোমরা তো এলাকায় নতুন! 

৫। আয়মান-প্রীতদের উঠতে দেয়া যাবে না ভাই! এদের এমন কি আছে যেটা আমার-আপনার নাই বলেন তো? ব্র্যান্ডগুলি ওদের কাছে কি যে মধু পায়, আল্লাহই জানে! 

৬। তরুণ সমাজ যেন কোন ভাবেই বিপথে না যায় সেই দায়িত্ব আমাদের! তাই প্রতিবাদ চলবেই! প্রয়োজনে ঈদের পরে আন্দোলন! 

১/২/৩/৪/৫/৬- এদের মধ্যে কোনটি ? নাকি আপনার মনে অন্য কিছু উঁকি দিচ্ছে?

বিঃদ্রঃ- ''কয়দিন আগে দেখলাম ওই ব্র্যান্ড, এখন এই ব্র্যান্ড- কি একটা অবস্থা! এদের কোন বুক- পিঠ নাই ভাই! পয়সার জন্য সব করতে পারে।'' ভাই 'ব্র্যান্ড চেঞ্জ' আর 'বউ চেঞ্জ' এর মধ্য গুলিয়ে ফেলবেন না...

-

* প্রিয় পাঠক, চাইলে এগিয়ে চলোতে লিখতে পারেন আপনিও! লেখা পাঠান এই লিংকে ক্লিক করে- আপনিও লিখুন

* সমাজের নানান অসঙ্গতি নিয়ে আওয়াজ তুলুন। অংশ নিন আমাদের মিছিলে। যোগ দিন 'এগিয়ে চলো বাংলাদেশ' ফেসবুক গ্রুপে


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা