অর্জুন রেড্ডির বলিউড রিমেক ‘কবির সিং’ দেখে অনেকেই লিখেছে, “এই সিনেমা থেকে আমরা কী শিখলাম?” মেইনস্ট্রিম কমার্শিয়াল সিনেমা দেখে বাঙ্গালি কী শিখতে চায় আজও আমার মাথায় ঢুকলো না...

লায়েক আহমেদ পবন:

অর্জুন রেড্ডির বলিউড রিমেক 'কবির সিং' দেখে জনে জনে স্ক্রীনশট দিয়ে পোস্ট করছে, "এই সিনেমা থেকে আমরা কী শিখলাম?" মেইনস্ট্রিম কমার্শিয়াল সিনেমা দেখে বাঙ্গালি কী শিখতে চায় আজও আমার বুঝে আসলো না।  এরা এতটাই জ্ঞান পিপাসো জাতী যে বই থেকে শিখতে চায়না, ছুঁয়েও দেখতে চায়না। রবীন্দ্রনাথ হাতে নিয়ে ১০ পৃষ্ঠা পড়ে বলবে- হুর সব মাথার উপর দিয়ে যায়। নজরুল দুই লাইন পড়েই বলবে- এই বেটা তো মুসলমানদের কবি। হুমায়ূন আজাদ দুই লাইন পড়ে বলবে- এই শয়তানটাতো নাস্তিকদের কবি। 

এরাই আবার ফাস্ট এন্ড ফিউরিয়াস দেখে বলবে- এই আজগুবি সিনেমা দেখে কী শিখলাম? সুপারম্যান, স্পাইডারম্যান দেখে বলবে- কী শিখলাম? মার্ভেল, ডিসি, টি সিরিজ, জাজের চুলচেরা বিশ্লেষণ করবে। মোটামুটি সব বই শিক্ষার জন্য, কিন্তু সব সিনেমা শিক্ষার জন্য নয়। শুধু মাত্র মৌলিকতা আর বাস্তব নির্ভর গল্প দিয়ে সিনেমা শিল্প ঠিকে থাকতে পারেনা। সিনেমা পৃথিবীর সব থেকে ব্যয়বহুল শিল্পের একটি, তাই টাকার হিসাবটা আসে সবার আগে, তারপর অন্যসব।

পথের পাঁচালি বইটা লিখতে লেখকের হয়তো কিছুটা দিন ব্যয় হয়েছে শুধু, হাজার হাজার টাকা লাগেনি, বউয়ের সোনা গয়না বন্ধক রাখতে হয়নি, টাকার অভাবে এক পৃষ্ঠা জানুয়ারিতে আর আরেক পৃষ্ঠা মার্চে লিখতে হয়নি। কিন্তু পথের পাঁচালি সিনেমায় রুপ দিতে হাজার হাজার টাকা লেগেছে, টাকার অভাবে দিনের পর দিন শুটিং বন্ধ রাখতে হয়েছে। তাহলে সিনেমাওয়ালারা টাকার হিসাবটা কেন করবেনা? সবাইতো আর শিল্পকে ভালবেসে নিঃস্ব হতে চাইবেনা, চাওয়া উচিতও না। অন্য ধারার সিনেমার সাথে বানিজ্যিক সিনেমা হওয়াটাও খুবই জরুরি। 

একটা ইন্ডাস্ট্রি টিকে থাকে কমার্শিয়াল সিনেমার ব্যবসার ওপরেই

মূল আলোচনায় ফেরা যাক। 'কবির সিং'-  এই ছবির গল্প যাইহোক, যতই আজগুবি হোক, কমার্শিয়াল সিনেমা হিসেবে তা হতেই পারে। আপনি খেয়াল করে দেখেন এখানে অভিনয়ে দূর্বলতা নেই, ক্যামেরার কাজ সুন্দর, নির্মাণ ভালো। এগুলোও তো শিল্প, এগুলোকে সুন্দর করে উপস্থাপন করাটাও শিল্প। শুধু মাত্র গল্প দিয়ে একটা সিনেমা বিবেচনা করা যায় না। "এই সিনেমা থেকে কী শিখলাম" বলে জাতে উঠার আগে ১০ বার ভাবুন- সিনেমা বিনোদনেরও একটা মাধ্যম, শুধু শেখার বা শেখানোর নয়।

কৌশিক গাঙ্গুলি লাইভে এসে বলেন, কমার্শিয়াল ছবিতে দুই টাকা লাভ হয় বলেই প্রযোজকরা আমাদের ছবিতে এক টাকা খরচ করতে সাহস পান, লস হতে পারে জেনেও। জাজ ফারুকির ছবিতে এক টাকা ব্যয় করার সাহস পায় কমার্শিয়াল সিনেমা থেকে দুই টাকা আয় হয় বলেই। তাই অন্যধারার মৌলিক গল্পের সিনেমাকে ভালবেসে জ্ঞানী সাজবার আগে কমার্শিয়াল ছবিকে সম্মান করার জ্ঞানটুকু অর্জন করা জরুরি।

*

প্রিয় পাঠক, চাইলে এগিয়ে চলোতে লিখতে পারেন আপনিও! লেখা পাঠান এই লিংকে ক্লিক করে- আপনিও লিখুন


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা