নতুন করে ৬ জন আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন।

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছেই, সেই সঙ্গে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও। কিছুক্ষণ আগে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, কভিড-১৯ এ দেশে নতুন করে ৬ জন আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে। 

নতুন করে আক্রান্ত ছয়জনের মধ্যে দুইজন বিদেশ ফেরত (ভারত ও বাহরাইন), তিনজন স্বাস্থ্য কর্মী (একজন চিকিৎসক, দুইজন নার্স)। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন মোট ৫১জন। এই নিয়ে এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে। 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা