প্রেসক্রিপশন লিখতে লিখতে মহিলার হাজব্যান্ডের উপর মেজাজ খারাপ হলো। কেমন স্বামী এটা! এরকম খারাপ রোগীকে কোন আক্কেলে তিনি এক বাচ্চা ছেলের সাথে হাসপাতালে পাঠিয়ে দিলেন! আমি বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করলাম: তোমার বাবা কই?

জামান অ্যালেক্স: চেম্বারে রোগী দেখা শেষ, মাস্ক/গাউন খুলে ওয়াশ নিয়ে ব্যাগ গোছাচ্ছি। এমন সময় রুমে এক মহিলা প্রবেশ করলেন, সাথে ৭-৮ বছরের এক বাচ্চা। মহিলার বেশ শ্বাসকষ্ট হচ্ছে, বুক হাঁপরের মত উঠানামা করছে। 

সমস্যা কি জিজ্ঞেস করলাম। জানালো ১-২ দিনের গলা ব্যাথা, জ্বর আর শ্বাসকষ্ট। মেজাজটা খারাপ হলো, একটু আগেই মাত্র মাস্ক আর গাউনটা খুললাম... জিজ্ঞেস করলাম, রিসেন্টলি পরিবারের কেউ দেশের বাইরে থেকে এসেছে কিনা। মহিলা ডিনাই করলেন। প্রেসার চেক করলাম, লাংস চেক্ করলাম। অবস্থা সুবিধার না, ARDS এর প্রাথমিক অবস্থা মনে হলো। কোভিড-১৯ নয়তো!

যেহেতু দিনকাল সুবিধার না, কাজেই মহিলাকে রুমের বাইরে বসতে বললাম, জানালাম প্রেসক্রিপশন লিখে বাচ্চার হাতে দিয়ে দিবো। মহিলা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে গিয়ে টলে উঠলেন, আমি তাকে ধরার জন্য চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলাম। মহিলাটিকে রুমের বাইরে বসানো হলো। প্রেসক্রিপশন লিখতে লিখতে মহিলার হাজব্যান্ডের উপর মেজাজ খারাপ হলো। কেমন স্বামী এটা! এরকম খারাপ রোগীকে কোন আক্কেলে তিনি এক বাচ্চা ছেলের সাথে হাসপাতালে পাঠিয়ে দিলেন!

আমি বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করলামঃ তোমার বাবা কই? বাচ্চা ছেলেটি উত্তর দিলোঃ "বাবা তো বিদেশ থেকে আসছে।" আমার মাথা চক্কর দিয়ে উঠলো।

প্রিয় বাংলাদেশ, একটি ভয়াবহ ম্যাসাকারের জন্য তুমি প্রস্তুত?

রুম থেকে বের হয়ে মহিলা হাসপাতালের যেসব জায়গায় গিয়েছে, সেসব জায়গাকে ডিসইনফেক্ট করালাম। স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করলাম। 16263 নাম্বারে ফোন করে বিষয়টি জানানো হলো। মহিলাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেফার করলাম।

তো এই হলো আমাদের দেশের অবস্থা। স্পষ্ট করে দু'টো কথা বলি:

আমরা প্রথম ভুল করেছি এদেশে "দেদারসে" (এই "দেদারসে" কথাটার অর্থ ব্যাপক) প্রবাসীদের আসতে দিয়ে। মানুষ খাল কেটে কুমির আনে, আমরা খাল কেটে হাঙর আর অ্যানাকোন্ডা নিয়ে এসেছি।

আমরা এখন দ্বিতীয় ভুল করছি এই দেশকে সঠিক সময়ে লকডাউন না করে। আমরা মনে করেছি এই হাঙর এবং অ্যানাকোন্ডারা বেতের বাড়ি ছাড়াই কোয়ারেন্টাইনে থাকবে। এরা কোয়ারেন্টাইনে থাকে নাই। ম্যাস কম্যুনিটি ট্রান্সমিশন এখন সময়ের ব্যাপার মাত্র...

প্রিয় বাংলাদেশ, একটি ভয়াবহ ম্যাসাকার এর জন্য তুমি কতটুকু প্রস্তুত?


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা