করোনাভাইরাসে আক্রান্ত হবার পর থেকে অধিকাংশ দেশই এই ভাইরাসের মরণ ছোবল থেকে বাঁচতে পারেনি। অন্তত পরিসংখ্যান সেটাই বলছে।

করোনাভাইরাসে আক্রান্ত হবার পর থেকে অধিকাংশ দেশই এই ভাইরাসের মরণ ছোবল থেকে বাঁচতে পারেনি। অন্তত পরিসংখ্যান সেটাই বলছে। বাংলাদেশ কি পারবে এই সংকট থেকে নিজেকে উদ্ধার করতে? নাকি বাকী দেশগুলোর পরিণতি অপেক্ষা করছে আমাদের জন্য? 

নিম্নোক্ত দেশসমূহ যেভাবে আক্রান্ত হয়েছে সেটা নিচের “সংখ্যাগুলো” থেকে বোঝা যাবে! এই ”সংখ্যাগুলো” কিন্তু প্রতিটা একেকটা মানুষ! প্রত্যেকের পরিবার ছিল, প্রিয়জন ছিল, স্বপ্ন ছিল, বাঁচার আশা ছিল; আমাদের প্রত্যেকের মত! প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ার পর থেকে প্রতিদিন কিভাবে সনাক্তের আর মৃতের মোট সংখ্যা বেড়েছে-

আমেরিকা (২২ জানুয়ারি থেকে শুরু)

সনাক্ত- ১, ১, ১, ২, ২, ৫, ৫, ৫, ৫, ৬, ৭, ৮, ১১, ১১, ১১, ১২, ১২, ১২, ১২, ১২, ১৩, ১৩, ১৪, ১৫, ১৫, ১৫, ১৫, ১৫, ১৫, ১৫, ৩৫, ৩৫, ৩৫, ৫৩, ৫৭, ৬০, ৬০, ৬৩, ৬৮, ৭৫, ১০০, ১২৪, ১৫৮, ২২১, ৩১৯, ৪৩৫, ৫৪১, ৭০৪, ৯৯৪, ১৩০১, ১৬৯৭, ২২৪৭, ২৯৪৩, ৩৬৮০, ৪৬৬৩, ৬৪১১, ৯২৫৯, ১৩৭৮৯, ১৯৩৮৩

মৃতঃ ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ১, ১, ৬, ৯, ১১, ১২, ১৫, ১৯, ২২, ২৬, ৩০, ৩৮, ৪১, ৪৯, ৫৭, ৬৮, ৮৬, ১০৯, ১৫০, ২০৭, ২৫৬


ফ্রান্স (২৫ জানুয়ারি থেকে শুরু)

সনাক্ত- ৩, ৩, ৩, ৪, ৫, ৬, ৬, ৬, ৬, ৬, ৬, ৬, ৬, ৬, ১১, ১১, ১১, ১১, ১১, ১১, ১১, ১২, ১২, ১২, ১২, ১২, ১২, ১২, ১২, ১২, ১২, ১৪, ১৮, ৩৮, ৫৭, ১০০, ১৩০, ১৯১, ২১২, ২৮৫, ৪২৩, ৬৫৩, ৯৪৯, ১২০৯, ১৪১২, ১৭৮৪, ২২৮১, ২৮৭৬, ৩৬৬১, ৪৪৯৯, ৫৪২৩, ৬৬৩৩, ৭৭৩০, ৯১৩৪, ১০৯৯৫, ১২৬১২

মৃতঃ ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ১, ১, ১, ১, ১, ১, ১, ১, ১, ১, ১, ২, ২, ২, ২, ২, ৩, ৪, ৪, ৭, ৯, ১৬, ১৯, ৩০, ৩৩, ৪৮, ৬১, ৭৯, ৯১, ১২৭, ১৪৮, ১৭৫, ২৬৪, ৩৭২, ৪৫০

করোনাভাইরাসে আক্রান্ত বিশ্বম্যাপ


জার্মানি (২৭ জানুয়ারি থেকে শুরু)

সনাক্ত- ১, ৪, ৪, ৫, ৭, ৮, ১০, ১২, ১২, ১২, ১৩, ১৪, ১৪, ১৪, ১৪, ১৪, ১৬, ১৬, ১৬, ১৬, ১৬, ১৬, ১৬, ১৬, ১৬, ১৬, ১৬, ১৬, ১৬, ১৮, ২৬, ৪৮, ৭৪, ৭৯, ১৩০, ১৬৫, ২০৩, ২৬২, ৫৪৫, ৬৭০, ৮০০, ১০৪০, ১২২৪, ১৫৬৫, ১৯৬৬, ২৭৪৫, ৩৬৭৫, ৪৫৯৯, ৫৮১৩, ৭২৭২, ৯৩৬৭, ১২৩২৭, ১৫৩২০, ১৯৮৪৮

মৃতঃ ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ২, ২, ৩, ৬, ৮, ৯, ১৩, ১৭, ২৬, ২৮, ৪৪, ৬৮


ইটালি (১ ফেব্রুয়ারি থেকে শুরু)

সনাক্ত- ২, ২, ২, ২, ২, ২, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৪, ২১, ৭৯, ১৫৭, ২২৯, ৩২৩, ৪৭০, ৬৫৫, ৮৮৯, ১১২৮, ১৭০১, ২০৩৬, ২৫০২, ৩০৮৯, ৩৮৫৮, ৪৬৩৬, ৫৮৮৩, ৭৩৭৫, ৯১৭২, ১০১৪৯, ১২৪৬২, ১৫১১৩, ১৭৬৬০, ২১১৫৭, ২৪৭৪৭, ২৭৯৮০, ৩১৫০৬, ৩৫৭১৩, ৪১০৩৫, ৪৭০২১

মৃতঃ ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ১, ২, ৩, ৭, ১১, ১২, ১৭, ২১, ২৯, ৪১, ৫২, ৭৯, ১০৭, ১৪৮, ১৯৭, ২৩৩, ৩৬৬, ৪৬৩, ৬৩১, ৮২৭, ১০১৬, ১২৬৬, ১৪৪১, ১৮০৯, ২১৫৮, ২৫০৩, ২৯৭৮, ৩৪০৫, ৪০৩২


ইংল্যান্ড (১ ফেব্রুয়ারি থেকে শুরু)

সনাক্ত- ২, ২, ২, ২, ২, ২, ৩, ৩, ৩, ৪, ৮, ৮, ৯, ৯, ৯, ৯, ৯, ৯, ৯, ৯, ৯, ৯, ১৩, ১৩, ১৩, ১৩, ১৬, ২০, ২৩, ৩৬, ৩৯, ৫১, ৮৭, ১১৬, ১৬৪, ২০৯, ২৭৮, ৩২১, ৩৮৩, ৪৬০, ৫৯০, ৭৯৮, ১১৪০, ১৩৯১, ১৫৪৩, ১৯৫০, ২৬২৬, ৩২৬৯, ৩৯৮৩

মৃতঃ ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ১, ২, ২, ৩, ৫, ৬, ৮, ১০, ১১, ২১, ৩৫, ৫৫, ৭১, ১০৪, ১৪৪, ১৭৭

 

ইন্ডিয়া (৩০ জানুয়ারি থেকে শুরু)

সনাক্ত- ১, ১, ২, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৫, ৬, ২৮, ৩০, ৩১, ৩৪, ৩৯, ৪৪, ৫০, ৬০, ৭৩, ৮১, ৯৭, ১০৭, ১১৮, ১৩৭, ১৫১, ১৭৩, ২২৩, ২৮৩

মৃতঃ ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ১, ১, ২, ২, ২, ৩, ৩, ৪, ৪, ৪


বাংলাদেশ (৮ মার্চ থেকে শুরু)

সনাক্তঃ ৩, ৩, ৩, ৩, ৩, ৩, ৫, ৫, ৮, ১০, ১৪, ১৭, ২০, ২৪, ২৭

মৃতঃ ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ১, ১, ১, ১, ২, ২ 

প্রতিটা দেশের করোনা ভাইরাসে আক্রান্তে হয়ে মৃত্যু শুরু হয়েছিলো কমপক্ষে ৩ সপ্তাহ থেকে ১ মাস পরে, আমাদের দেশের মৃত্যু শুরু হয়েছে ১০ দিনের মাথায়। প্রতিটা দেশ প্রথমে হাঁটি-হাঁটি পা-পা করেই  এগিয়েছে। যে-ই মাসখানিক পর ১০০তে পৌঁছিয়েছে- বুউউউমমম! আর আমাদের শুরু কিন্তু হয়ে গেছে। যে ইতালির অবস্থা বর্তমানে একদম কাহিল, তাদের প্রথম ২০ দিন পর্যন্ত সনাক্ত রোগীর সংখ্যা ছিল ৪! মাত্র ৪! আর ৫০ দিন পর ৪৭ হাজার!

ইটালিতে প্রথম সনাক্ত হওয়ার ৩৭ দিন পর আমাদের এখানে প্রথম সনাক্ত হয়! আজ থেকে ৩৭ দিন পর আমাদের সংখ্যা কোথায় যাবে ভাবতে পারেন? ভাবুন! ভাবনা শেষে সতর্ক হবেন কি হবেন না, সেটা আপনার সিদ্ধান্ত! সতর্ক থাকুন তবে আতঙ্ক ছড়াবেন না। 

(সাইফ মিঠুর ফেসবুক পোষ্ট থেকে পরিমার্জত)


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা