ডোন্ট বি প্যানিকড। ডোন্ট বি প্যানিকড, ডোন্ট বি প্যানিকড। ডেঙ্গুর চেয়ে করোনা বেশি ভয়াবহ নয়, যদি না করোনাকে আমরা মেহমান বানিয়ে বাসায় বয়স্কদের কাছে না আনি।

১। কাছে আসবেন না। ১ মিটার দূরে থাকুন।

২। হ্যান্ডশেকিং, হাগিং, কিসিং বন্ধ।

৩। হালাল বডি-স্প্রে কয়েকদিন খুব ব্যবসা করছে। অ্যালকোহল নাই। এবার? সুপারশপে গেলে এমন স্যানিটাইজার কিনবেন যেখানে সবচেয়ে বেশি অ্যালকোহল আছে।

৪। ডোন্ট বি প্যানিকড। করোনা সনাক্ত হয়েছে. তো কি হয়েছে? আপনি আমি মরছি না।

৫। করোনার টার্গেট আপনি, আমি নই। যদি আমাদের বয়স পঞ্চাশের কম হয়। আমাদের মেজর রোগ (লাংস, লিভার, কিডনি, ডায়াবেটিস) না থাকে।

৬। করোনার টার্গেট আমাদের বাড়ির বয়স্ক মানুষজন। তাদের সেইফ রাখার সর্বোচ্চ চেষ্টা করবো।

৭। জেমস আসুক আর ইমাজিন ড্রাগন আসুক, কনসার্ট, সমাবেশে যাবো না। কারণ এখানে গেলে আক্রান্ত হবার চান্স বেশি। আক্রান্ত ভাইরাস নিয়ে বাসায় ফিরবো। আমাদের বাসায় ৫০ এর বেশি বয়স্ক মানুষ আছে। এদের মেজর ডিজিস আছে। করোনার টার্গেট এরা।

৮। পকেটে টাকা থাকলেই কেনাকাটা করার অভ্যাস বন্ধ করুন। টাকার মাধ্যমে রোগ সবচেয়ে বেশি ছড়ায়। একটি টাকা দিনে ১০ জন মানুষের হাতবদল হতে পারে। কেউ টাকাকে স্যানিটাইজারে ওয়াশ করে না। অটোক্লাভে নেয় না।

৯। করোনা মেহমানদারি খুব পছন্দ করে। কারণ আপনি আক্রান্ত হলে এরা ঘরে আসবে। ঘরের মা-বাবা-দাদা-দাদীর উপর ইমপ্যাক্ট ফেলবে। ঘরে না আনতে- বাইরে কম যাবেন। গেলে মাস্ক ব্যবহার করবেন।

ঢাকায় তিনজনের শরীরে পাওয়া গেছে করোনাভাইরাস

১০। বাইরে গেলে পাবলি ট্রান্সপোর্ট (বাস, ট্রেন) যথাসম্ভব পরিহার করবেন। উবার, পাঠাও বাইক বেটার।

১১। হাত দিয়ে মুখ-নাক স্পর্শ করা পরিহার করার চেষ্টা করুন। হাচি-কাশি আসলে হাতের কনুই দিয়ে নাক ঢাকুন।

১২। গরম জলে করোনা মরবে না। আইসক্রিমেও মরে না। রোদে থাকলে, কাপড় রোদে শুকালে ভাইরাসের কিছুই হয় না। এসব ভুয়া কথাবার্তা। ঠান্ডা জল হোক আর গরম জল হোক, হাত ধুলে লাভ হবে না। যদি সেটা বালতির পানি হয়। ট্যাপের প্রবাহমান জলে অথবা টিউবলের পড়ন্ত জলে হাত ধুয়ে ফেলুন। মিনিমাম ২০ সেকেন্ড। হ্যান্ড ওয়াশ ব্যবহার করবেন।

১৩। ফেসবুকের সব স্ট্যাটাস পড়ার দরকার নাই। বিবিসি, প্রথম আলো, বিডিনিউজ টাইপের অথেনটিক সোর্সের নিউজ ছাড়া বাকীগুলো স্কোল করে অমিট যান। ভাইরাস সম্পর্কে জানা না থাকলে কোনো স্ট্যাটাস শেয়ার দিবেন না। কয়েকদিন ইউনিসেফের নামে একটা পোস্ট টাইমলাইন, ইনবক্সে ভাইরাল করে ফেলেছে পাবলিক। এই পোস্ট ভুয়া। এতে মানুষজন প্যানিকড হবে। 

১৪। মিছিল, মিটিং করবেন না। পলিটিক্যাল হলেও।

১৫। বঙ্গবন্ধু শতবার্ষিকী উদাযাপন নিয়ে সরকারের দীর্ঘদিনের প্ল্যান। এতে দোষ নাই। তবে সরকার এমনদিনে চরম দৃষ্টান্ত স্থাপন করতে পারে। সৌদি হজ্ব বাতিল করলে, ইরান জুম্মার নামাজ বাতিল করলে, চায়না-কোরিয়া-ইতালি যদি স্কুল কলেজ সমাবেশ বাতিল করতে পারে, তাহলে গণসমাবেশ স্থগিত রাখা দোষের কিছু নয়।

১৬। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের কিছু প্রথা আছে। একসাথে জমায়েত হয়ে বৃষ্টির জন্য, দেশের মঙ্গলের জন্য, ইরাক-আফগানিস্থান-সিরিয়ায় যুদ্ধ থামানোর জন্য গণ-প্রার্থণা করে। করোনা থামানোর জন্য এই প্রথায় না যাওয়াই ভালো।

১৭। ডোন্ট বি প্যানিকড। ডোন্ট বি প্যানিকড, ডোন্ট বি প্যানিকড। ডেঙ্গুর চেয়ে করোনা বেশি ভয়াবহ নয়, যদিনা করোনাকে আমরা মেহমান বানিয়ে বাসায় বয়স্কদের কাছে না আনি।

গুড লাক বাংলাদেশ!


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা