এইতো কদিন আগেই ভিডিওতে দেখা গেল আমাদের সাগরতীরে ডলফিনরা খেলছে আপন মনে। এরপর দুদিন ধরে নিউজফিডে ঘুরছে সমুদ্র পাড়ে ডলফিনদের পড়ে থাকা নিথর দেহ। এর পেছনে আসল কারণ কী?
আমি জানি এই পোষ্টটা মন দিয়ে পড়বে ও শেয়ার করবে শুধু দায়িত্বশীল মানুষরাই! কারণ শুধু গালাগালি দিয়ে দায়িত্ব সারলে কনজারভেশন হয়না!
অল্প দুয়েকজন দায়িত্ব ও মাত্রাজ্ঞানহীন মানুষের অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করে গত দুইটা দিন ডলফিনময় কাটলো। শেষ পর্যন্ত এখন তারা নমনীয় হয়েছেন এবং যা বুঝা উচিত তা বুঝতে পেরেছেন। তারা একটু হিটপ্রত্যাশী কিন্তু তারা বা আমরা সবাইই ডলফিন তথা একুয়ালাইফ ও ওয়াইল্ডলাইফের ভালো চাই। যারা গত দুদিন বুঝে-না বুঝে জেলেদের যাচ্ছেতাই গালাগালি করেছেন তারাও প্রকৃতিকে ভালোবাসেন বলেই করেছেন। ডলফিনের মৃত্যুর খবরে দুঃখ পেয়েছেন বলেই করেছেন। কিন্তু ওয়েটা ঠিক ছিলোনা। এরকম ব্লেম বা গালাগালি করে কি কনজারভেশন হয়? ডলফিন বা বন্যপ্রাণী রক্ষা পায়? পায় না! সেজন্য সবার প্রথম আপনাকে বেসিক কিছু জিনিস জানতে হবে৷
প্রকৃতির প্রতিটি প্রাণই মূল্যবান। নানা দূর্ঘটনা ও জীবন-জীবিকার এনকাউন্টারে প্রায়শই নানা রকমের জলজ প্রাণীর মৃত্যু হয় ও তারা সাগরতীতে ভেসে আসে৷ এটা একটা নিয়মিত ঘটনা। এখন শুধু ডলফিন সুন্দর ও রেয়ার বলেই কি আপনার ডলফিনের প্রতি এরকম রেসিষ্ট একপাক্ষিক আকর্ষণ? কোন জেলে কিন্তু ডলফিন শিকার করেনা কারণ এর বানিজ্যিক মূল্য নেই। কিন্তু শিকার নিষিদ্ধ হাঙর যে নিয়মিত শিকার হচ্ছে উপকূলে সে ব্যাপারে আপনি নীরব কেন? জানি আপনাদের অনেকে বলবেন আপনারা জানতেন না৷ আচ্ছা আমরাই যেহেতু এত পড়ালেখা করার পরও অনেক কিছু জানিনা তাহলে আমাদের পড়ালেখা না জানা জেলে ভাইরা কিভাবে জানবেন এত কিছু? তাই দরকার নলেজ স্প্রিডিং ও সকল লেভেলের স্টেকহোল্ডারের সমন্বিত প্রয়াস।
আপনি-আমি কিন্তু সাগরে যাই না৷ যায় জেলে ভাইরা। ডলফিনের সাথে নেক্সট এনকাউন্টার আপনার বা আমার হবেনা। হবে তাদেরই ৷ তাই তাদেরকে কেন গালাগালি করে ক্ষেপিয়ে তুলছেন? শূণ্য সাগরে তারা যা ইচ্ছা তা করতে পারে৷ সেখানে দেখার কেউ নাই। এখন থেকে যদি তারা বিগড়ে যায়? না তারা বিগড়াবেন না! কারণ আপনাদের গালাগালি তাদের কাছে পৌঁছুচ্ছেই না। আমার মত আপনিও নিশ্চিত থাকেন অল্পকিছু ব্যতিক্রম বাদে সমুদ্রগামী জেলেরা ইচ্ছা করে ডলফিন মারেন না৷ জালের ফাঁসে আটকে, প্রপেলারের আঘাতে বা নৌকার ধাক্কায় মারা যেতে পারে৷ তাছাড়া তাদের অনুমোদিত যে জাল তার ফাঁসে ডলফিন পড়ারও কথা না।
ডলফিন কোন মাছ নয়, এটি আপনার আমার মত ম্যাম্যাল। আমাদের মত ডলফিনেরও তাই ঘন ঘন অক্সিজেন নিঃশ্বাস নেয়া লাগে আর একারণেই ডলফিনের এত লাফঝাপ। তাই একবার জালে আটকে গেলে দম আটকে ডলফিনের মৃত্যু নিশ্চিত। জেলেদের সেক্ষেত্রে পিটিয়ে মারতে হয়না বরং জেলেরা গুতা দিয়ে বের করে দিতে চায় মূলত জাল বাঁচাতে! আমরা তাদের বুঝাবো, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী এশিউর করবে তারা সঠিক জাল ব্যবহার করছে কিনা৷ সে জন্য যা করা লাগে যেমন জনসচেতনতা তৈরী তা আমাদেরই করতে হবে৷ দিনশেষে আমাদের জেলে ভাইরা অশিক্ষিত হলেও সাহসী৷ ন্যুনতম সেফটি ইকুইপমেন্ট ছাড়া পলকা কাঠের ট্রলার বা নৌকা নিয়ে যারা সমুদ্রজয় করে ঘুরে বেড়ায় তাদের হৃদয় এত ছোট না। তাদের বুঝালে তারা বুঝবে অবশ্যই৷
এবার একটা বাজে নিউজ দেই আপনাদের। আপনারা গত দুইদিনের দুইটা ডলফিনের মৃত্যুর ঘটনা জেনে অস্থির হয়ে আছেন এবং ধরেই নিয়েছেন এগুলো কক্সবাজার উপকূলে রিসেন্টলি দেখা যাওয়া ঝাঁকের ডলফিনগুলোই৷ নারে ভাই, গভীর সাগরে অনেক অনেক ডলফিন আছে। গত এক মাসে কিছু আন ইজ্যুয়াল ঘটনা ঘটছে আমাদের উপকূলে৷ নিউজ হয়নি বলে যে ঘটনা জানেন না তা হচ্ছে কিছুদিন আগে একসাথে ৭টি ডলফিন ও একটি তিমির মৃতদেহ ভাসতে দেখা গেছে সেন্ট মার্টিনসের কাছে। এবং সেটা করোনা কালের আগেই৷ সুতরাং বলা যায় গত এক মাসে ১১ টি ডলফিনের মৃতদেহ পাওয়া গেলো৷ আরো হয়তো মরেছে, বার্মা উপকূলে চলে গেলে সে হিসাব তো আমরা পাই না৷
এটা অস্বাভাবিক ডেথরেট৷ এর পিছনে অনেক কারণ থাকতে পারে৷ যার একটি সম্ভাব্য কারণ ক্লাসিফায়েড ও জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট দেখে পাবলিকলি বলতে পারছিনা। (হিন্টঃ শকওয়েভ) বাকি কারণ গুলোর মধ্যে কোন কমার্শিয়াল ফিশিং, মাস সুইসাইড, অজানা সংক্রমণ, মড়ক, কারেন্ট জালের ব্যবহার, উপকূলে নানারকম ফাঁদের ব্যবহার, ক্লাইমেট চেঞ্জ, এল নিনো-লা নিনার প্রভাব ইত্যাদি নানাকিছুই হতে পারে৷ আমরা নিশ্চিত নই! তাই আপাতত কাউকে দোষারোপ না করি৷ কনজারভেশন অনেক জটিল একটা টার্ম। সোশাল, রিলিজিয়াস, ইকোনমিক নানান প্যারামিটারের প্রপার সমন্বয় করা না গেলে কনজারভেশন করা যাবেনা৷ কোন একদিন মিরাকল হবে! আমরাও পারবো! হোপ ফর দ্যা বেষ্ট!
"শামলাপুর সৈকতে জেলেরা ডলফিন পিটিয়ে মেরেছে" বলে প্রথম নিউজ করেছিলো সময় টিভি৷ শেষ পর্যন্ত নানান তর্ক বিতর্কের পর সময় টিভির সেই রিপোর্টার স্বীকার করে নিয়েছেন যে তিনিও নিশ্চিত নন। অভিযোগটি প্রমাণিত নয়, মনগড়া। ডলফিন মৃত্যুর কারণ এখনো অজ্ঞাত!
ডলফিন মৃত্যুর নিশ্চিত কারণ আমরাও জানিনা। কিন্তু কত ইন্টারেষ্টিং হতে পারে কারণ সে বিষয়ে একটি ভিডিও দেখতে পারেন এই লিংকে ক্লিক করে।