জনগনরে এখন কি করতে হবে? চোখ বন্ধ কান বন্ধ মুখ বন্ধ করে গান্ধীজির বানর হইয়া যাইতে হবে? নাকি সারাদিন সুর করে গাইবে- 'যায় যদি যাক প্রাণ হীরক রাজা ভগবান'! ...
এক জনপ্রতিনিধি কয়দিন আগে ধানকাটার ফটোসেশানে গেছেন। বেশ পোজটোজ দিয়া ধান কাটলেন। সবাই দেখলো এই লোক আসলে কাচা ধান কাটতেছে! এই ভিডিওটা ফেসবুকে ভাইরাল হলো। আর সেটা শেয়ার দিয়ে গ্রেফতার হইতে হইছে এক তরুণরে। অভিযোগ সে সরকারবিরোধী প্রচারণা চালাইতেছে। ডিজিটাল নিরাপত্তা আইনে তারে গ্রেফতার করা হইছে। বোকা** সাংসদ হাস্যকর একটা আকাম করলো সেইটা দোষের না, দোষ সেইটা নিয়া বলা, চোখে আঙুল দিয়া দেখায়া দেয়ায়!
চলমান করোনা ক্রাইসিসে সবচেয়ে বড় ঘটনা এন-৯৫ মাস্ক কেলেংকারি। সরকারের বড় বড় রাঘব বোয়াল এই আকামে জড়িত। তাদের দূর্নীতির কারণে প্রচুর জায়গায় প্রচুর ডাক্তার-নার্স এবং স্বাস্থ্যকর্মী আক্রান্ত হইছে। অনেক জায়গায় স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে গেছে। মন্ত্রনালয় বলে দিলো কেউ মাস্ক নিয়া সংবাদ মাধ্যমে কথা বলতে পারবে না। কোনো বিষয় নিয়াই অনুমতি ছাড়া কথা বলতে পারবে না। বললে শাস্তিমূলক ব্যবস্থা হবে। ফেসবুকে লিখলে ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে! তাইলে এই আইন কারে নিরাপত্তা দিতেছে? সরকাররে?
সমালোচনা মানেই সবসময় পুটুতে আঙুল দেয়া না। আপনার নিয়ত যদি ঠিক থাকে, সৎ থাকে, তাইলে সমালোচনা আপনারে ঋদ্ধ করবে। আপনে আপনার ভুলত্রুটিগুলা ঠিক করতে পারবেন। ঘাটতিগুলা ঠিক করতে পারবেন, অযোগ্য লোকগুলা সরাইয়া যোগ্য মানুষরে দায়িত্বে আনতে পারবেন। সেইটা না কইরা ডিজিটাল নিরাপত্তা আইনের সুরক্ষা নিয়া যা খুশী তাই কইরা বেড়ানোর ফায়দা সাময়িক হইলেও আখেরে বিপজ্জনক। অবস্থা এমন দাড়াইছে ব্রাহ্মণবাড়িয়ার সাংসদ মিডিয়ায় হুমকি দিছে তার জেলারে সমালোচনা কইরা কেউ কিছু কইলে মামলা খাবে। কেউ চুরি করলে সেটাও বলা যাবে না, উল্টা মামলা খাইয়া জেলে যাইতে হবে।
এইসব দিয়া কি প্রমাণ করতে চাইতেছেন বুঝলাম না। উল্টাপথে হাটতেছেন ক্যান? কিশোরের কার্টুনে এমন কি ছিলো যা আপনাদের সরকারবিরোধী মনে হইছে? বিডিনিউজের রিলেটেড ছবিতে দেখলাম এক লোক একটা থালা হাতে দাড়ায়া আছে, সেখানে মাস্ক পরা করোনা ভাইরাস তার দিকে ভ্রুকুটি দিতেছে! ফলাফল ডিজিটাল নিরাপত্তা আইনে তারে গ্রেফতার। আরো গ্রেফতার করা হইছে মোশতাক আহমেদকে।
তো জনগনরে কি করতে হবে? চোখ বন্ধ কান বন্ধ মুখ বন্ধ করে গান্ধীজির বানর হইয়া যাইতে হবে? নাকি সারাদিন সুর করে গাইবে- 'যায় যদি যাক প্রাণ হীরক রাজা ভগবান'! ...