এই বিজয় দিবসে আমরা হাজির হয়েছি নতুন কিছু ঘোষণা নিয়ে। চলুন, জেনে আসা যাক।

প্রিয় পাঠক, মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আপনি সেই দুই কোটি পাঠকের একজন, যাদের জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকুন দিয়ে বিগত সাড়ে তিন বছর ধরে প্রায় সাত হাজার কন্টেন্ট তৈরি করেছি। সময়ের পরিক্রমায় কখনো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছি, কখনো পারিনি। তবে একটি কথা ধ্রুব সত্য, এগিয়ে চলো'র এক দল উদ্যমী তরুণের আন্তরিকতায় কখনো ঘাটতি ছিল না। 

এই বিজয় দিবসে আমরা হাজির হয়েছি নতুন কিছু ঘোষণা নিয়ে। চলুন, জেনে আসা যাক।

নতুন ওয়েবসাইট

অবশেষে দীর্ঘদিনের লালিত স্বপ্নের নতুন ওয়েবসাইটে নতুন রূপে সেজেছি আমরা। সাইটের ইন্টারফেস যতটা সম্ভব পরিচ্ছন্ন রাখতে চেয়েছি, বিশেষ করে মোবাইল ইউজারদের কথা ভেবেই ডিজাইন করা হয়েছে সাইট। পাঠক যেন লেখা পড়ে চোখের আরাম পায়, সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। লেখাগুলো আরও সুবিন্যস্তভাবে সাজানো হয়েছে। যারা এগিয়ে চলো'তে লিখতে চান, তারা এখন থেকে 'আপনিও লিখুন' ট্যাবে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিয়মিত লেখা পাঠাতে পারবেন। কিছু দিন পর থেকে ফেসবুক কিংবা গুগল দিয়ে লগইন করে নিজের পছন্দের লেখাগুলো বুকমার্ক করে রাখতে পারবেন। এছাড়া আরও কিছু চমক খুব শীঘ্রই যোগ হচ্ছে পাইপলাইনে। আজ কেবল বেটা ভার্শন শুরু হলো, আরও অনেক কাজ বাকি। তবু শুরু তো হলো! 

সাইটের চেহারা বদলেছে। পাশাপাশি কাঠামোগত একটি সুবিশাল পার্থক্য কি ধরতে পেরেছেন প্রিয় পাঠক? 

পরিবর্তন

এখন থেকে এগিয়ে চলো'তে থাকছে না খেলাধুলা! হাজার হাজার কন্টেন্টসমৃদ্ধ এই বিভাগ এগিয়ে চলো থেকে মুছে ফেলার সিদ্ধান্ত নিতে আমাদের অজস্রবার ভাবতে হয়েছে। আমরা আবেগাক্রান্ত হয়েছি, নস্টালজিয়ায় ভুগেছি। বিশেষ করে এই বিভাগ থেকে আমরা প্রচুর প্রচুর 'এঙ্গেজমেন্ট' পেয়েছি, পাঠকনন্দিত হয়েছে অজস্র লেখা। অনেক ব্র্যান্ডের সাথে কোলাবোরেশনে যাওয়ার সুযোগও মিলেছে এখান থেকেই। তবু সুদূরপ্রসারী ভাবনা থেকেই এগিয়ে চলো'র এই সিদ্ধান্ত।

এই বিভাগ নিয়ে নিশ্চয়ই দেখা হবে অন্তর্জালের বিশাল দুনিয়ার অন্য কোনো এক প্রান্তে, নতুন ঠিকানায়! হয়তো সেটি শীঘ্রই!

তাহলে এখন?

এগিয়ে চলো এগিয়ে যাচ্ছে নবউদ্যমে

নতুন যা থাকছে 

এখন থেকে এগিয়ে চলো বলবে এগিয়ে চলার গল্প। গাইবে সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এগিয়ে চলা নারীর জয়গান। আওয়াজ তুলবে অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে। জানাবে লক্ষ্যের পানে একাগ্রচিত্তে ছুটে চলার গল্প। মেন্টাল হেলথ নিয়ে কথা বলবে, ব্রেস্ট ক্যান্সার নিয়ে বলবে, অ্যান্টিবায়োটিক নিয়ে বলবে। বলবে বায়ু দূষণের ক্ষতিকর দিক নিয়ে, পলিথিনের বিধ্বংসী রূপ নিয়ে। সর্বতভাবে জারি থাকবে সিটিজেন জার্নালিজমের চর্চা। এগিয়ে চলো তুলে ধরবে মুক্তিযুদ্ধের ইতিহাস। কখনো ডুব দেবে নস্টালজিয়ায়, বলবে জীবনের গল্প। এগিয়ে চলো আপনাকে হাসাবে, কাঁদাবে, ভাবাবে। বলবে অপ্রিয় সত্য। 

এগিয়ে চলো শুরুর পেছনে মূল উদ্দেশ্য ছিল সিটিজেন জার্নালিজম। ব্রেকিং নিউজ ধরানোর মিছিলে শামিল না হয়ে আমরা ঘটনার আদ্যোপান্ত খুঁজতে চেষ্টা করেছি। এক্সপার্ট অপিনিয়নের চাইতেও কোনো স্পেসিফিক বিষয়ে তরুণরা কী ভাবছে, সেটি বলতে চেয়েছি। র নিউজ না; আমরা চেয়েছি ফিচার করতে, অপ-এড করতে। শত শত পোর্টালের ভিড়ে আমরা পাঠকের বিশ্বস্ত হতে চেয়েছি। গুজব না ছড়িয়ে সত্যিটা জানাতে চেয়েছি। 

সীমিত রিসোর্স নিয়ে শুরু করা এগিয়ে চলো কখনো ইনভেস্টরের পেছনে ছুটেনি। এডিটোরিয়াল পলিসিতে কেউ হানা দিক- তা চায়নি বলে কারো কাছে মাথা নত করেনি। সাদাকে সাদা, কালোকে কালো বলার যে মূলমন্ত্র এগিয়ে চলো'র- সেখান থেকে এক চুলও নড়েনি এগিয়ে চলো। বহু অর্থের প্রলোভনেও নিজেদের বিবেকের কাছে অটল থেকেছি আমরা। শত বাধায় ক্রমাগত হোঁচট খেয়েছি, কিন্তু প্রতিবারই নতুন মন্ত্রে উজ্জীবিত হয়ে ফিরে এসেছি। বিশ্বের ১৮০টিরও বেশি দেশ থেকে পড়া হয়েছে এগিয়ে চলো। এগিয়ে চলো ভিজিট করা হয়েছে চার কোটি বারেরও বেশি! এই পরিসংখ্যান আমাদের এগিয়ে চলার পথচলায় যোগায় অফুরান অনুপ্রেরণা।  

আমরা বিশ্বাস করি, আমাদের এই নতুন যাত্রায় আপনাকে সর্বতভাবে পাশে পাব আমরা। এগিয়ে চলো'র নতুন এই পথচলায় আপনাকে স্বাগতম। 

মুক্তার ইবনে রফিক
সম্পাদক, এগিয়ে চলো

(ঘুরে আসুন আমাদের ওয়েবসাইট থেকে এই লিংকে ক্লিক করে)


ট্যাগঃ

শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা