ঈদে প্রচারিত নাটক, টেলিফিল্ম ও শর্টফিল্মগুলোর মধ্য দিয়ে দর্শকদের মধ্যে আলোচনায় এসেছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। সেইখান থেকে সেরা পাঁচ আলোচিত নির্মাতা ও অভিনয়শিল্পীদের নিয়ে এই বিশেষ আয়োজন।

ঈদ বাংলাদেশে সবচেয়ে বড় উৎসব। ঈদ মানে ঈদের আনন্দে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার একাত্ব হয়ে যাওয়া। তবে বাংলাদেশে ঈদের আনন্দ আরো বাড়িয়ে দেন টিভি চ্যানেলে চ্যানেলে ঈদের নাটক প্রচার, প্রযুক্তির ছোঁয়ায় সেটা হয়তো ইউটিউব পর্যন্ত পৌঁছে গিয়েছে, তবে আবেদন কমেনি একটুও। দর্শকদের ব্যাপক আগ্রহে  নির্মাতাদের নাটক বানানোর ধুম পড়ে, ব্যস্ততা বেড়ে যায় অভিনয়শিল্পীদের, সজাগ থাকে টিভি চ্যানেলও। 

তবে এই বছর একটু ভিন্নরকম। করোনার প্রভাবে রোজার ঈদে সেইভাবে নাটক নির্মাণ হয়নি, কোরবানির ঈদে স্বাস্থ্যবিধি মেনে নাটক নির্মাণ চলছে। আগের মতো প্রচুর সংখ্যক নির্মাণ না হলেও নতুন নাটকের প্রচারের সংখ্যা সন্তোষজনক। 

ঈদে প্রচারিত নাটক, টেলিফিল্ম ও শর্টফিল্মগুলোর মধ্য দিয়ে দর্শকদের মধ্যে আলোচনায় এসেছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। সেইখান থেকে সেরা পাঁচ আলোচিত নির্মাতা ও অভিনয়শিল্পীদের নিয়ে এই বিশেষ আয়োজন।

সেরা পাঁচ আলোচিত নির্মাতা

১. আশফাক নিপুণ: প্রতি ঈদের মতো এইবারও তিনি নিজেকে ছাপিয়ে গেছেন। এই ঈদে মোট তিনটি নাটক প্রচারিত হয়েছে তাঁর, তিনটিই দর্শকরা খুব পছন্দ করেছেন। শতভাগ সফল এই নির্মাতার তিনটাতেই ছিল বৈচিত্র‍্য। সবচেয়ে আলোচিত 'ইতি,মা' তে যেমন দেখিয়েছেন মধ্যবিত্ত সমাজের চিত্র তেমনি 'ভিকটিম' এ দেখিয়েছেন আধুনিক সমাজের কঠিন রুপ। 'অযান্ত্রিক' এ দেখিয়েছেন করোনাকালীন এক শিক্ষকের গল্প। 

আধুনিক সমাজের কঠিন রূপ দেখানো হয়েছে ভিকটিমে

২. শাফায়েত মনসুর রানা: নির্মাতা হিসেবে  এই সময়ে যে কয়েকজনের নাটক দেখার জন্য দর্শকরা মুখিয়ে থাকেন, তিনি তাদের একজন। এই ঈদে তিনি করোনালালীন ঘরবন্দী সময়ের তিন গল্পের সৃষ্টির কারিগর ছিলেন। সবচেয়ে বেশি মেধার প্রমাণ দিয়েছেন 'দ্য লাস্ট অর্ডার' এ, দারুণ চিত্রনাট্য ও নির্মাণ করেছিলেন। ঘরবন্দী সময়ের দাম্পত্যের গল্প বলেছেন  'প্রেশার কুকার' এ, এটিও দারুণ। 'মশাল' এর গল্প গড়ে উঠেছে করোনাকালীন এক স্বেচ্ছাসেবকের জীবনকাহিনী। তিনটিই বেশ প্রশংসিত ও আলোচিত হয়েছে। 

৩. মিজানুর রহমান আরিয়ান: নাট্যঙ্গনের সবচেয়ে জনপ্রিয় এই নির্মাতার নাটক নিয়ে দর্শকেরা সব সময়েই আগ্রহে থাকেন। প্রতিবারের মতো এই ঈদেও বেশ কয়েকটি নাটক নিয়ে হাজির হয়েছিলেন। এরমধ্যে সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে 'জানবে না কোনোদিনও স্বার্থপর'। 'শহর ছেড়ে পরানপুর' টেলিফিল্মটি অনেক দর্শকদেরই ভালো লেগেছে। প্রানপ্রিয় ও একাই একশো বেশ আলোচনার সৃষ্টি করলেও সেই তুলনায় দর্শক আনুকূল্য কম পেয়েছে।

৪. রাফাত মজুমদার রিংকু: সংখ্যার দিক থেকে এই ঈদে বেশ কয়েকটি নাটকই বানিয়েছেন এই উঠতি নির্মাতা। তবে ব্যতিক্রমধর্মী 'বোধ' নাটকের জন্য তিনি সর্বমহলে আলোচিত হয়েছেন, সবার কাছ থেকে বাহবা আদায় করে নিয়েছেন। তবে বাকি নাটকগুলো একেবারেই গড়পড়তা বানিয়েছেন তিনি। 

৫. সঞ্জয় সমাদ্দার: এই সময়ের নবীন প্রতিভাবান নির্মাতা হিসেবে পরিচিত। এই ঈদে দর্শকদের কাছে আলোচিত হওয়ার সুযোগ পেয়েছেন বেশি। প্রচার হওয়া চারটি নাটক-টেলিফিল্মই দর্শকদের মধ্যে কম বেশি আলোচিত হয়েছে, চারটিই ভিন্ন ভিন্ন গল্পের। তার নির্মিত তিনটি টেলিফিল্ম-যে শহরে টাকা উড়ে, অপরুপা, পলিটিক্স' বেশি আলোচনার সৃষ্টি করেছে, অন্য নাটকটি হল 'আপনার ছেলে কি করে?'। তবে নবীন এই নির্মাতার গল্প ভাবনার সবাই প্রশংসা করলেও চিত্রনাট্য ও নির্মাণে আরো মনোযোগী হওয়া প্রয়োজন।

বিশেষ: ভিকি জাহেদ: শর্টফিল্ম নির্মাতা হিসেবে খ্যাত এই জনপ্রিয় নির্মাতা এই ঈদে বানিয়েছেন একটি নাটক 'নির্বাসন'। নিষ্ঠুর শহরের নির্মমতা নিয়ে বানানো এই নাটক বেশ দর্শকালোচিত হয়েছে। 

জনপ্রিয় নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ এই করোনাকালীন সময়ের মধ্যে সর্বোচ্চ ১৪টি নাটক বানিয়ে আলোচিত হয়েছেন, এর মধ্যে ভিন্নধর্মী 'আমার অপরাধ কি? ও 'ব্যাঞ্জনবর্ণ' বেশ আলোচনায় এসেছে। অন্যগুলির মধ্যে মা ,আই মিস ইউ, অ্যা বিটার লাভ স্টোরি, দায়িত্ব- অন্যতম। 

এই সময়ের আরেক আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমির 'মাস্ক' ইউটিউবের ভিউ অনুযায়ী এগিয়ে থাকলেও সমালোচিত হয়েছে। তবে 'হোয়াই' নাটক দেখে দর্শকেরা চমকপ্রদ হয়েছেন, আলোচনায় এসেছে 'সিঙ্গেল' নাটকটিও। প্রচারের আগে বেশ আলোচনায় আসা 'কেন' টেলিফিল্মটি বানিয়ে দর্শকদের পছন্দের তালিকায় এসেছেন মাহমুদুর রহমান হিমি, তার আরেকটি আলোচিত নির্মাণ 'ভুলটা এই শহরের মধ্যবিত্তদেরই ছিল'। 

এছাড়া অন্যান্য নির্মাতাদের মধ্যে  রায়হান রাফি (অক্সিজেন), দীপঙ্কর দীপন (ছায়া), নুরুল আলম আতিক (পতঙ্গ শিকারী ফুল), বিশ্বজিত দত্ত (উদোর পিন্ডি বুদোর ঘাড়ে), অনিমেষ আইচ (টু- লেট), রায়হান খান (গিরগিটি, উইশ), শামীম জামান (টাম কার্ড), জনাব তানভীর আহমেদ (আমার একটাই বউ), সেরাবিনাত শাওন (সিটি অব এরর), মীর ইশতিয়াক (২৩শে শ্রাবণ), গৌতম কৈরি (করোনাকাল) অন্যতম।

সেরা পাঁচ আলোচিত অভিনেতা

১. আফরান নিশো: এই ঈদে বিভিন্ন নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে প্রমাণ দিয়েছেন তিনি কেন এই সময়ের সেরা অভিনেতা, পাশাপাশি নাটকগুলোও পেয়েছে জনপ্রিয়তা ও প্রশংসা। ইতি, মা ও ভিকটিম দর্শকমহলে সাড়া জাগানো টেলিফিল্ম দুইটির সুবাদে প্রচুর সমাদৃত হয়েছেন তিনি, সঙ্গে আরো যুক্ত হয়েছে নির্বাসনের মতো নাটক। 'কেন' তে ক্ষণিক সময়ের জন্য এলেও ছিল উজ্জ্বল উপস্থিতি। 'একাই একশো' তেও আলোচিত হয়েছেন। 

'ইতি, মা' নাটকে হয়েছেন সমাদৃত 

২. মোশাররফ করিম: অভিনেতা হিসেবে অন্যতম সেরা ঈদ কাটালেন এই জনপ্রিয় তারকা। দর্শকালোচিত ও প্রশংসিত 'বোধ' কিংবা যে শহরে টাকা উড়ে, দুইটাতেই তিনি অভিনয়ে নিজেকে সঁপে দিয়েছেন। দর্শকরা মুগ্ধ হয়েছেন তার অভিনয়ে। 'ব্যাঞ্জনবর্ণ'তেও সমাদৃত হয়েছেন। অন্যান্য নাটকের মধ্যে গিরগিটি, উইশ অন্যতম। স্বস্তির বিষয় ছিল এই ঈদে উনার 'যমজ' সিরিজ আসেনি!

৩. অপূর্ব: এই ঈদে নিজেকে ভাঙার চেষ্টায় ছিলেন এই জনপ্রিয় অভিনেতা। কোনোটাতে সফল হয়েছেন বা কোনোটাতেই গড়পড়তা। তবে নির্মাতা নির্বাচনে সচেতন না হলে তার প্রতি দর্শকদের আস্থা কমে যাবে অনেকখানি। এই ঈদে তিনি সমাদৃত হয়েছেন জানবে না কোনোদিনও স্বার্থপর নাটকের জন্য, এছাড়া ছিল প্রানপ্রিয়, অপরুপা, পলিটিক্স, মিস্টার এন্ড মিস চাপাবাজ সহ বেশ কয়েকটি নাটক। 

৪. ইয়াশ রোহান: এই সময়ের উঠতি অভিনেতাদের মধ্যে দর্শকদের কাছে সবচেয়ে সম্ভাবনাময় অভিনেতা তিনি, নাটক নির্বাচন চমৎকার। সময়ের স্রোতে নিজেকে ভাসিয়ে দেননি এখনো, এই ঈদে অভিনীত নাটকের মধ্যে 'মশাল' এ করোনাকালীন স্বেচ্ছাসেবকের চরিত্রে দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ করেছেন, একই কথা 'করোনাকাল' এর ক্ষেত্রেও। আরেকটি আলোচিত কাজ হল 'শহর ছেড়ে পরানপুর'। 

৫. তৌসিফ মাহবুব: এই ঈদে অভিনেতার নাটক সংখ্যার দিক থেকে বেশ এগিয়ে আছে এই আলোচিত অভিনেতা, অবশ্য এই বছরের শুরু থেকেই তার অতীতের তুলনায় অভিনয়ের ব্যস্ততা বেড়েছে। আলোচিত 'কেন' টেলিফিল্মে আশির দশকের স্কুল ছাত্রের ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছেন দর্শকদের, 'হোয়াই' ও 'নীরা' নাটকেও তিনি আলোচিত হয়েছেন। অন্যান্য নাটকের মধ্যে তোমায় নিয়ে অন্যতম।

বিশেষ: অ্যালেন শুভ্র: দর্শকদের কাছে এই অভিনেতাকে নিয়ে আফসোসের শেষ নেই। মেধাবী হয়েও কেন অনিয়মিত এই কথা প্রায় সবাই বলেন। তবে এই ঈদে ছিল তার সরব উপস্থিতি। 'দ্য লাস্ট অর্ডার' ও 'আমার অপরাধ কি?' তে তার অভিনয় দর্শকেরা বেশি পছন্দ করেছেন। আরো আছে শূন্য পাতার চিঠির মতো নাটক।

'সোলাইমান খোকা', প্রবীন এই অভিনেতা এই বয়সে এসে নিজেকে যেন উন্মোচন করেছেন 'অযান্ত্রিক' শর্টফিল্মে, একই কথা মাসুম আজিজের বেলাতেও, নিজের চিরাচরিত ধারা থেকে বেরিয়ে এসে অভিনয় করেছেন 'করোনা বলে কিছু নেই'তে, মামুনুর রশীদ অভিনয় করেছেন 'মানুষগুলো অন্যরকম' নাটকে। স্বস্তির বিষয় ঘরবন্দীর নাটকগুলোতে বাবা-মায়েরা বিশেষ গুরুত্ব পেয়েছেন। মূল চরিত্র না হলেও 'বোধ' ও 'ছায়া' নাটকের জন্য প্রশংসিত হয়েছেন আশীষ খন্দকার। সংখ্যার দিক থেকে বেশ কয়েকটি নাটক করলেও হতাশ করেছেন জাহিদ হাসান, সম্ভবত তিনি নিজের আভিজাত্য, এতদিনের অর্জন ভুলতে বসেছেন। নতুন দিনের আলোচিত অভিনেতা জোভান অনেক নাটক করলেও কোনোটাই প্রত্যাশামাফিক সাড়া পায়নি, তার আরও সচেতন হওয়া উচিত। 

এছাড়া অন্যান্য অভিনেতাদের মধ্যে ইরফান সাজ্জাদ (প্রেসার কুকার), তাহসান (মা,আই মিস ইউ), আজাদ আবুল কালাম (ছায়া), চঞ্চল চৌধুরী (চরিত্র: প্রেমিক), রিয়াজ (উদোর পিন্ডি বুদোর ঘাড়ে), রওনক হাসান (মা) অন্যতম।

সেরা পাঁচ আলোচিত অভিনেত্রী

১. ঈশিতা: নিজের ক্যারিয়ারের আবারো সুবর্ণ সময় ফিরে পেলেন এক সময়কার এই নন্দিত অভিনেত্রী। সঠিক চরিত্র আর চিত্রনাট্য নির্বাচনে তিনি আবারো দর্শকদের কাছ থেকে ভালোবাসা আদায় করে নিয়েছেন। 'ইতি, মা...' টেলিফিল্মে বড় বোনের চরিত্রে অভিনয় করে সবাইকে  মুগ্ধ করে অশ্রুসজল করেছেন, আরেক আলোচিত টেলিফিল্ম 'কেন' তেও স্বল্প সময়ের উজ্জ্বল উপস্থিতিতে তিনি প্রমাণ দিয়েছেন আজও তিনি সেরাদের একজন। 

২. অপি করিম: নাট্যজগতের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রীকে বর্তমান সময়ে শুধু উৎসবেই দেখা মিলে। অবশ্য তিনি সব সময়ই ধীরে সুস্থে কাজ করতেন, কোন তাড়াহুড়ো ছিল না। এই ঈদে তাঁর একটিই টেলিফিল্ম প্রচার হয়েছে, 'ভিকটিম' নামক এই গল্পে তিনি একজন চাকুরিজীবী, তবে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ এসেছে যৌন হয়রানির। এই ব্যাপারটাকে তিনি কীভাবে সামাল দেন, তার রহস্যময় হাসি আর নীরব কান্নার দৃশ্যতে তাই ফুটে উঠেছিল। দারুণ অভিনয়ের সুবাদে দর্শকদের কাছ থেকে পেয়েছেন অনেক ভালোবাসা। 

৩. তাসনিয়া ফারিন: বর্তমান সময়ের একজন সুপরিচিত অভিনেত্রী, ধীরে ধীরে তার ব্যস্ততা বাড়ছে অভিনয় জগতে। এই ঈদে যেন নিজেকে আরো মেলে ধরেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে জানবে না কোনোদিন, যে শহরে টাকা উড়ে, শহর ছেড়ে পরানপুর বেশি প্রশংসিত ও আলোচিত হয়েছে। অন্যদিকে ইউটিউব ভিউতে এগিয়ে থাকা 'মাস্ক' তেও একমাত্র অভিনেত্রী তিনি। অন্যান্য নাটকের মধ্যে আমার একটাই বউ, বিগ প্রবলেম অন্যতম। তবে নিজের এই অবস্থান ধরে রাখতে হলে নাটক নির্বাচনে সচেতন হতে হবে।

যে শহরে টাকা ওড়ে টেলিফিল্মও বেশ আলোচিত হয়

৪. মেহজাবীন চৌধুরী: নাট্যঙ্গনের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। এই ঈদে তিনি দেখা দিয়েছেন বেশ সংখ্যক নাটকে। এর মধ্যে নির্বাসন ও কেন নাটকে তিনি অভিনয়ের মুগ্ধতা ছড়িয়েছেন, শর্টফিল্ম '২৩শে শ্রাবণ'ও দর্শকদের ভালো লেগেছে। ইউটিউব ভিউয়ে সবচেয়ে এগিয়ে আছে একাই একশো ও প্রানপ্রিয়। 

৫. তাসনুভা তিশা: বেশ কয়েক বছর ধরে অভিনয় করলেও এই বছর নিজেকে মেলে ধরেছেন অতীতের চেয়েও অনেক বেশি। 'বোধ' নাটকে গ্রামের প্রতিবাদী বধূ থেকে 'করোনা বলে কিছু নেই' তে শহরের সচেতন মেয়ের চরিত্রে অভিনয় করে সমাদৃত হয়েছেন। অন্যান্য নাটকের মধ্যে 'সাহেব, বিবি ও চোর', 'সিটি অব এরর' অন্যতম। 

বিশেষ: অপর্ণা ঘোষ: করোনাকালীনকে কেন্দ্র করে দুই ভিন্নধর্মী গল্পে উপস্থাপন করেছেন এই অভিনেত্রী। প্রেসারকুকারে তিনি একজন চাকুরিজীবী, ঘরবন্দী কালীন স্বামীর সঙ্গে চলছে মনোমালিন্য। অন্যদিকে মানুষগুলো অন্যরকমে তিনি একজন পেশায় ডাক্তার। বাবার করোনা পজেটিভ ধরা পড়ায় সেবা দিয়ে সুস্থ করেন, পরে নিজেই আক্রান্ত হন। দুইটি চরিত্রে তার সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করেছেন। 

চিত্রনায়িকা মাহিয়া মাহি 'অক্সিজেন' শর্টফিল্মে নিজের ক্যারিয়ারের সেরা অভিনয় করেছেন, সাবিলা নূর দ্যুতি ছড়িয়েছেন হোয়াই!, অযান্ত্রিক, ধাঁধার চেয়েও জটিল তুমি নাটকগুলোতে। এছাড়া অন্যান্য অভিনেত্রীদের মধ্যে শায়লা সাবি (সিঙ্গেল), সাফা কবির (অ্যা বিটার লাভ স্টোরি, ভিকটিম), তানজিন তিশা (ভুলটা এই শহরের মধ্যবিত্তদেরই ছিল), তারিন (মনের মতি মনের গতি), দীপা খন্দকার (কোয়েরন্টাইন ২), মিথিলা (ক্রিস্টালের রাজহাঁস), নাদিয়া মীম (করোনাকাল) অন্যতম।

সাম্প্রতিক কালের ঈদ উৎসবের মধ্যে এই ঈদে নাটকের মান সন্তোষজনক, বিশেষ করে নাট্য নির্মাতাদের বানানো করোনাকে কেন্দ্র করে শর্টফিল্মগুলো মানের দিক থেকে এগিয়ে ছিল। এই ধারা অব্যাহত থাকুক।

-

* প্রিয় পাঠক, চাইলে এগিয়ে চলোতে লিখতে পারেন আপনিও! লেখা পাঠান এই লিংকে ক্লিক করে- আপনিও লিখুন

* সমাজের নানান অসঙ্গতি নিয়ে আওয়াজ তুলুন। অংশ নিন আমাদের মিছিলে। যোগ দিন 'এগিয়ে চলো বাংলাদেশ' ফেসবুক গ্রুপে


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা