হ্যারি পটার সিনেমার কাস্টিং নিয়ে জানা-অজানা কিছু নস্টালজিয়া...
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

হ্যারি পটার দেখে বড় হওয়া, এর চরিত্রগুলোর সাথে বেড়ে ওঠা একটা প্রজন্মের কথা বলে যাই। এতো এতো মুভি/সিরিজ এর ভিড়ে এই হ্যারি পটার মুভি ফ্রেঞ্চাইজি ‘পটারহেডস’-দের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। থ্যাংক ইউ হ্যারি পটার, থ্যাংক ইউ জে.কে.রোওলিং- ফর দিস অওসাম ‘ওয়াক ইন দ্যা মেমরি লেইন’
অভিনেতা ওয়ারউইক ডেভিস একাই গ্রিনগটসের দুই গবলিন ব্যাংকার এবং হগওয়ার্টসের দুই ম্যাজিক টিচারের চরিত্রে অভিনয় করেছিলেন হ্যারি পটার মুভি ফ্রেঞ্চাইজে। হ্যারি পটারের লেখিকা জে.কে.রোওলিং-কে প্রস্তাব দেয়া হয়েছিলো হ্যারির মা লিলি পটারের ভূমিকায় অভিনয় করবার জন্য। অভিনয় করতে চান না বলে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
হ্যারি পটার বইয়ের ভক্ত ছিলেন প্রয়াত অভিনেতা রবিন উইলিয়ামস। হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন তিনি। কিন্তু জে.কে.রোওলিং চেয়েছিলেন হ্যারি পটার মুভিতে যেন শুধু ব্রিটিশ অভিনেতারাই অভিনয় করেন। প্রাথমিকভাবে হ্যারি পটারের প্রথম মুভিটা পরিচালনা করার কথা ছিলো স্টিভেন স্পিলবার্গের। প্রি-প্রোডাকশনে কয়েক মাস কাজও করেছিলেন। তবে পরবর্তীতে পরিচালকের আসন থেকে অব্যাহতি নেন তিনি। ফলে হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন পরিচালনা করেন ক্রিস কলাম্বাস।
হ্যারি পটারের নাম ভুমিকায় অভিনয় করা ড্যানিয়েল র্যাডক্লিফের অডিশন চলেছিলো দীর্ঘ ৮ মাস ধরে। তাকে সিলেক্ট করার পর, জে.কে.রোওলিং বলেছিলেন- এর চাইতে নিখুঁত হ্যারি পটার খুঁজে পাওয়া সম্ভব ছিলো না। অভিনয়ের পূর্ব অভিজ্ঞতা না থাকায় এমা ওয়াটসন খুব নার্ভাস ছিলেন তার চরিত্র হারমায়োনি গ্রেঞ্জারকে নিয়ে। যাদের সঙ্গে তাকে অডিশন দিতে হয়েছিলো, তাদের অধিকাংশই ছিলো অভিনয়ে পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন। রন উইজলি চরিত্রে অভিনয় করা রুপার্ট গ্রিন্টের সিলেকশন ছিলো বেশ মজার। সে নিজেকেই নিজেকে সিলেক্ট করেছে। অর্থাৎ, নিজেই একটা অডিশনের ভিডিও বানিয়ে নির্মাতাদের কাছে দিয়েছিলেন তিনি। পরবর্তীতে ডাকও পেয়ে যান অভিনয়ের জন্য।
প্রফেসর স্নেইপ চরিত্রে প্রয়াত অ্যালেন রিকম্যানকে কোন প্রকার অডিশন ছাড়াই সরাসরি কাস্ট করা হয়েছিলো। হ্যারি পটারের কাস্টিং এ লেখিকা জে.কে.রোওলিং এর ভূমিকা ছিলো সবচেয়ে বেশি। তিনি চেয়েছিলেন অ্যালেন রিকম্যান প্রফেসর স্নেইপের চরিত্রে অভিনয় করুক। গুজব রয়েছে, তার কথা মাথায় রেখেই নাকি স্ক্রিপ্ট লেখা হয়েছিলো। এক ইটারভিউতে জে.কে.রোওলিং বলেছিলেন, তিনি অ্যালেন রিকম্যানকে হ্যারি পটার গল্পের একটা ক্রুশ্যাল সিক্রেট জানিয়েছিলেন। ২০১৬ সালে অ্যালেন রিকম্যানের মৃত্যুর পর টুইটারে জে.কে.রোওলিং-কে প্রশ্ন করা হয়েছিলো, অ্যালেন রিকম্যানের সাথে শেয়ার করা সেই সিক্রেটটা কি কেউ কখনো জানতে পারবে? জবাবে জে.কে.রোওলিং বলেছিলেন- I told Alan what lies behind the word 'always'.

দুইজন অভিনেতা অভিনয় করেছিলেন ডাম্বলডোর চরিত্রে। হ্যারি পটার ফ্রেঞ্চাইজের প্রথম দুইটা মুভিতে ডাম্বলডোর চরিত্রে অভিনয় করেছিলেন রিচার্ড হ্যারিস। হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস মুভিটা মুক্তির পর রিচার্ড হ্যারিস মৃত্যুবরণ করেন। তার পরিবর্তে বাকি মুভিগুলোতে অভিনয় করেন মাইকেল গ্যাম্বন। It takes a great deal of bravery to stand up to our enemies, but just as much to stand up to our friends… নেভিল লংবটমকে উদ্দেশ্য করে ডাম্বলডোরের বলা এই লাইনটা প্রিয় উক্তির তালিকায় স্থান করে নিয়েছিলো।
ড্র্যাকো মালফয় চরিত্রে অভিনয় করা টম ফেল্টন প্রথমে অডিশন দিয়েছিলো হ্যারি পটার, এবং পরে রন উইজলি চরিত্রের জন্য। তবে সিলেক্ট হয়েছিলেন ড্র্যাকো মালফয় চরিত্রে অডিশন দেবার পরেই। এই চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা শেয়ার করে তিনি জানিয়েছিলেন, হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস মুভির শুটিং এর সময় এক দৃশ্যে হ্যারি পটার পলিজুস পোশন পান করে মালফয়ের সহযোগী গয়েলে রুপান্তরিত হয়। কিন্তু হ্যারি তার চশমাটা লুকাতে ভুলে যায়। ফলে মালফয় তাকে জিজ্ঞেস করে, এই চশমা কিসের জন্য। সে উত্তর দেয় পড়ার জন্য। জবাবে মালফয় বলে, আমি জানতাম না তুই পড়তে জানিস- এই লাইনটা স্ক্রিপ্টেই ছিলো না। অভিনেতা টম ফেল্টন লাইনটা তাৎক্ষণিক বানিয়ে বলেছিলেন, কারণ তার স্ক্রিপ্টের ডায়লগ মনে ছিলো না। তবে এই ইম্প্রোভাইজেশনটা বেটার হওয়ায় নির্মাতারা এটাকেই ফাইনাল কাটে রেখে দেন। উল্লেখ্য, হ্যারি পটার চরিত্রে অভিনয়ের জন্য ড্যানিয়াল র্যাডক্লিফ সর্বমোট ১৬০ জোড়া চশমা ব্যবহার করেছিলেন। এই মুভি ফেঞ্চাইজের শেষ পার্টে ড্র্যাকো মালফয়ের সাথে লর্ড ভল্ডেমর্টের একটা অকওয়ার্ড হাগ হয়েছে। সেটাও স্ক্রিপ্টে ছিলো না।
লর্ড ভল্ডেমর্ট চরিত্রে অভিনয় করা রেফ ফাইন্স অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তিনি এই মুভিতে অভিনয়ের জন্যে একদমই আগ্রহী ছিলেন না। পরবর্তীতে তার বোন তাকে জোর করে ভল্ডেমর্ট চরিত্রে অভিনয়ের জন্য রাজী করান। মজার ব্যাপার হচ্ছে, ভল্ডেমর্ট অর্থাৎ টম রিডলের শিশু চরিত্র যে বাচ্চাটা অভিনয় করেছে সে সম্পর্কে রেফ ফাইন্সের ভাগ্নে হয়।
প্রফেসর ম্যকগোনাগাল চরিত্রে অভিনয় করা মার্গারেট ন্যাটালি স্মিথ ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ ব্লাড প্রিন্স মুভির শুটিং চলাকালীন সময়ে। তিনি শুধু অভিনয় চালিয়েই যাননি, ক্যান্সারের সাথে যুদ্ধে জয়ীও হয়েছিলেন।
হ্যারি পটারের প্রিকুয়েল ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম এর প্রোটাগনিস্ট চরিত্রে অভিনয় করা এডি রেডমাইন হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস মুভিতে তরুণ টম রিডেল (লর্ড ভল্ডেমর্ট) চরিত্রে অডিশন দিয়েছলেন। কিন্তু সিলেক্টেড হননি। তার এই আক্ষেপ ঘুচেছিলো প্রিকুয়েলে অভিনয় করে।
পটার ফ্রেঞ্চাইজে বাথরুম ভূত টিনেজ গার্ল মোনিং মার্টেলের ভুমিকায় অভিনয় করা শার্লে হেন্ডারসনের তৎকালীন বয়স ছিলো ৩৬। ডবি দ্য হাউজ এলফের সাথে ভ্লাদিমির পুতিনের চেহারায় মিল থাকায় কিছু রাশিয়ান লইয়ার মিলে হ্যারি পটার মুভিটাকে স্যু করতে চেয়েছিলো। তাদের দাবী ছিলো, এই চরিত্রটাকে ইচ্ছে করেই পুতিনকে কটাক্ষ করার জন্য এমন মুখাবয়বের বানানো হয়েছে।
এমনকি পটার ফ্রেঞ্চাইজে পারফর্ম করার জন্য পেঁচাগুলোকেও অভিনয় শিখতে হয়েছিলো। কিসের অভিনয়? চিঠি আদান-প্রদানের। প্রত্যেকটা পেঁচাকে চিঠি পৌঁছে দেয়ার ট্রেইন করা হয়েছিলো যাতে মুভির দৃশ্যগুলো রিয়ালিস্টিক হয়।
আরো অনেক কিছু লিখতে ইচ্ছে করছিলো, লেখা এমনিতেই অপন্যাস হয়ে গেছে। তাই আজকের মতো এখানেই থামি। তবে থামার আগে, হ্যারি পটার দেখে বড় হওয়া, এর চরিত্রগুলোর সাথে বেড়ে ওঠা একটা প্রজন্মের কথা বলে যাই। এতো এতো মুভি/সিরিজ এর ভিড়ে এই হ্যারি পটার মুভি ফ্রেঞ্চাইজি ‘পটারহেডস’-দের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। থ্যাংক ইউ হ্যারি পটার, থ্যাংক ইউ জে.কে.রোওলিং- ফর দিস অওসাম ‘ওয়াক ইন দ্যা মেমরি লেইন’