এই মৃত্যুপুরীতে কীভাবে বেঁচে আছি আমি এখনও...

উহানে আমি কিভাবে এখনও সুস্থ আছি?

১। শহর লকডাউন হবার পর থেকে একবারও কারো সাথে মিশিনি।
২। ভিটামিন সি সাপ্লিমেন্ট নিয়েছি প্রতিদিন।
৩। ইনডোর এক্সারসাইজ করেছি প্রতিদিন।
৪। নেগেটিভ তাপমাত্রাতেও প্রতিদিন গোসল করে পরিচ্ছন্ন থেকেছি।
৫। দিনে ৭-১০ বার হ্যান্ডওয়াস দিয়ে হাত ধুয়েছি।
৬। হাঁচি দেওয়ার সময়, সবসময় টিস্যু ব্যাবহার করেছি।
৭। রুম এর বাহিরে গেলে মাস্ক ব্যাবহার করছি যদিও ২/১ বার বাহিরে গেছি।
৮। মনকে ভালো রাখার জন্য মাঝে মাঝে কমেডি শো দেখেছি।
৯। নামাজে আল্লাহর কাছে দোয়া করেছি।

জোবায়ের হক জিসান,
মাস্টার্স ইন ভেহিকল ইঞ্জিনিয়ারিং,
উহান ইউনিভার্সিটি অব টেকনোলজি,
উহান, চায়না।


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা