পরষ্পরের প্রতি ভালোবাসা আর মমতা দেখানোর এমন সময় পৃথিবীতে খুব কম এসেছে।

পাঁচ দিন ধরে ক্যারিবিয়ান সাগরে ভাসছিল ব্রিটিশ জাহাজটি। ৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগীসহ মোট ৬০০ যাত্রী নিয়ে পাগলের মতো জাহাজটিকে নোঙর করার জন্য আশ্রয় খুঁজছিলেন ক্যাপ্টেন। অন্য কেউ নয়, যুক্তরাজ্য সারাজীবন যাদের চিরশত্রু ভেবেছে, সেই কিউবা নোঙরের অনুমতি দিলো জাহাজটিকে। কারণ হিসেবে কিউবা বলছে- বিচ্ছিন্ন চিন্তা নয়, এখন প্রয়োজন সম্মিলিত সহযোগিতা। 

আপনারা নিশ্চয়ই কয়েকদিন আগের জাহাজের এই খবরটি দেখেছেন। এর নামই আসলে মানবিকতা। ভেবে দেখুন, চীনা ডাক্তাররা জীবনের ঝুঁকি জেনেও যাচ্ছেন ইতালিতে। যাচ্ছেন কিউবার ডাক্তাররাও। বাংলাদেশসহ অনেক দেশেও করোনা মোকাবেলার সরঞ্জাম দিচ্ছে চীন। কানাডার প্রধানমন্ত্রী কান্নাজড়িত কন্ঠে বলেছেন, আপনারা ঘরে থাকুন। আপনাদের বাড়িতে খাবার পৌঁছে যাবে। তুরুস্কে দেখছি ওরা সড়কের বিভিন্নস্থানে খাবার রেখে দিচ্ছে গরিব মানুষের জন্য। এসবই মানবিকতা। মানুষের জন্য মানুষের ভালোবাসা। 

সবাইকে বলবো, চরম দুর্যোগের এই সময়ে ঘৃণা না ছড়িয়ে চলুন আমরা ভালোবাসা ছড়াই, মানবিকতা দেখাই। যেমন- বাংলাদেশে দেখলাম এক বাড়িওয়ালা ভাড়াটের ভাড়া মওকুফ করে দিয়েছেন। বুয়েটের ছেলেরা কাজ করছে, কাজ করছে পে ইট ফরোয়ার্ড, বিদ্যানন্দ ফাউন্ডেশন। 

আমি জানি আরও অনেকেই কিছু না কিছু করছে। এই যে ছোট ছোট উদ্যোগ, সেগুলোই মানবতা। এসব কারণেই পৃথিবী সুন্দর। আসুন যতো বিপদই আসুক, প্রবাসী বা কারও প্রতি ঘৃণা না ছড়িয়ে আমরা ভালোবাসা ছড়াই। যে যেভাবে পারি মানুষের পাশে দাঁড়াই। আপনি ব্যবসায়ী, দুই টাকা কম রাখুন। আপনি ক্রেতা, একটু কম কিনুন। আপনি প্রবাসী, সচেতন হোন। আপনি মসজিদের ইমাম, লোকজনকে সঠিক পথ দেখান। 

আসুন যেভাবে পারি মানুষের পাশে দাঁড়াই।  আমি বিশ্বাস করি আমাদের ছোট ছোট উদ্যোগ আর ভালোবাসার চেয়ে বড় শক্তি আর কিছু নেই। হ্যাঁ, আমরা সামাজিক দূরত্ব বজায় রাখবো। ঘরে থাকবো। কিন্তু মনটা থাকুক মানুষের জন্য। আসুন যে যেভাবে পারি, মানুষের পাশে দাঁড়াই। মানুষ না বাঁচলে টাকা পয়সা ক্ষমতা এসব দিয়ে কী হবে? কাজেই আসুন এই সংকটে মানবতা দেখাই‌।

এখন মার্চ মাস। ভেবে দেখুন, আমাদের মুক্তিযুদ্ধে বিজয়ের সবচেয়ে বড় কারণ ছিল আমরা যে যেভাবে পেরেছি মানুষের পাশে থেকেছি। আসুন আমরা এখনও সবাই সবার পাশে থাকি। ভালোবাসা দেখাই। মমতা দেখাই। পরষ্পরের প্রতি ভালোবাসা আর মমতা দেখানোর এমন সময় পৃথিবীতে খুব কম এসেছে। 

মনে রাখবেন, মানুষ মরতে পারে কিন্তু মানবতা যেন না মরে। আসুন আমরা মানবিক হই। আমি চেষ্টা করবো যে কারও প্রয়োজনে থাকতে। আপনারাও থাকুন। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আমার ভীষণ কান্না পাচ্ছে। পৃথিবীর জন্য, মানুষের জন্য। আসুন ভালোবাসা আর মানবতা নিয়ে বাঁচি। বাঁচাই পৃথিবীকে। আল্লাহ ভরসা‌।


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা