আপনি কি জানেন, পৃথিবীতে এমন একটি ধর্ম আছে, যে ধর্মের ঈশ্বর ম্যারাডোনা?
এই ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় ২ লাখ! ধর্মের নাম হলো- Iglesia Maradoniana. এই ধর্মের দশটি মূলনীতি আছে। সেগুলো তাদের অবশ্যই মেনে চলতে হবে। সেগুলো হলো-
১। ম্যারাডোনার বলে কখনও ময়লা লাগেনি। এটি ঐশ্বরিক।
২। ফুটবলকে সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে।
৩। দিয়াগো ম্যারাডোনা এবং ফুটবলের সৌন্দর্যের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা (হোয়াট ইজ লাভ) থাকতে হবে।
৪। আর্জেন্টিনার জার্সিকে রক্ষার জন্যে সচেষ্ট থাকতে হবে।
৫। দিয়াগো ম্যারাডোনার অলৌকিক দক্ষতার কথা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে।
৬। তার জার্সি এবং খেলার মাঠকে সম্মান করতে হবে উপাসনালয়ের মতো।
৭। দিয়াগো ম্যারাডোনাকে কোনো নির্দিষ্ট দলের সদস্য হিসেবে গণ্য করা যাবে না।
৮। এই ধর্মের মূলনীতি সবখানে ছড়িয়ে দিতে সচেষ্ট থাকতে হবে।
৯। আপনার মিডল নেমে অবশ্যই 'দিয়াগো' থাকতে হবে।
১০। আপনার প্রথম পুত্র সন্তানের নাম দিয়াগো রাখতে হবে।
এই ধর্মের একটি প্রার্থনা সঙ্গীতও আছে "আওয়ার দিয়াগো" নামে। সেটির ভাবানুবাদ এখানে দেয়া হলো-
"হে আমাদের দিয়াগো, সকল মাঠের ত্রানকর্তা
আপনার পবিত্র বাঁ পায়ের জাদুতে আমাদের রক্ষা করুন
স্বর্গ এবং পৃথিবীতে আপনার গোলের নিদর্শন চির অম্লান
প্রতিদিন আপনার জাদু দিয়ে আমাদের বাঁচিয়ে রাখুন
ক্ষমা করুন পাপীষ্ঠ ইংলিশ ফুটবল দলকে
যেমন করে আমরা ক্ষমা করেছিলাম নেপোলিয়ানের মাফিয়াকে
অফসাইডের ফাঁদ থেকে আপনি নির্বাণ লাভ করুন
হ্যাভেলাঞ্জ আর পেলের অপশক্তি থেকে রক্ষা করুন আমাদের"
ধর্মটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালের ত্রিশে অক্টোবর ম্যারাডোনার ৩৮তম জন্মদিনে।
*
প্রিয় পাঠক, চাইলে এগিয়ে চলোতে লিখতে পারেন আপনিও! লেখা পাঠান এই লিংকে ক্লিক করে- আপনিও লিখুন