ফিরে দেখা চার বছর - অনুপ্রেরণার গল্পগুচ্ছের সেরা পাঁচ
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
দেখতে দেখতে কেটে গেল চারটি বছর। পথচলার এই দিনগুলোতে প্রায় ১০ হাজার কন্টেন্ট তৈরি করেছি আমরা। স্মৃতির ডানায় চড়ে পেছনে তাকিয়ে দেখতে চাইছি ফেলে আসা সময়টাকে, আর তাই এগিয়ে চলোর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ এই আয়োজন- 'ফিরে দেখা চার বছর'। এই পর্বে থাকছে এগিয়ে চলোতে প্রকাশিত অনুপ্রেরণার গল্পগুচ্ছের সেরা পাঁচটি লেখা।
স্বার্থপর এই পৃথিবীতে একজন ফজলে হাসান আবেদের গল্প বলে যাই
জীবনের লক্ষ্য যদি কেউ খুঁজে পেতে চায়, শুধু এই একটি মানুষের জীবনই তার জন্যে পাথেয় হতে পারে। 'পরের কারণে স্বার্থ দিয়া বলি'- প্রবাদ যদি কেউ বুঝতে না পারে এই অস্থির স্বার্থপর যুগে, তাকে কেউ বলে দিও একজন স্যার ফজলে হাসান আবেদের গল্প।
লেখাটি পড়ুন এই লিংকে ক্লিক করে
থাকুন নিজের টাইমজোনে, সময় আসবেই!
নিউইয়র্ক তো ক্যালিফোর্নিয়া থেকে তিন ঘন্টা এগিয়ে। ক্যালিফোর্নিয়াতে যখন ভোর হয়, নিউইয়র্কে তখন সকাল। তার মানে এই নয় ক্যালিফোর্নিয়া স্লো কিংবা নিউইয়র্ক ফাস্ট! তারা তাদের নিজস্ব সময়ে কাজ করছে। কারণ, এটাই তাদের টাইমজোন!
লেখাটি পড়ুন এই লিংকে ক্লিক করে
গুগলের চাকরী ছেড়ে সমুচা বিক্রি!
লাখ টাকা বেতনের চাকরী করেন আপনি, তাও বিশ্বের সেরা আইটি প্রতিষ্ঠানে। সেটা ছেড়ে যদি আপনি সমুচা ব্যবসায় নামার কথা ভাবেন, আপনার নামের পাশে হদ্দবোকা, রামগাধা বা গরু-ছাগল টাইপের বিশেষণ যোগ করা না হলেই ব্যাপারটা অস্বাভাবিক মনে হবে। এমন একটা কাজই করেছিলেন ভারতের মুনাফ কাপাডিয়া!
লেখাটি পড়ুন এই লিংকে ক্লিক করে
জিন্দেগি না মিলেগি দোবারা সিনেমা থেকে পাওয়া ৭টি অনুপ্রেরণা!
এই সিনেমা থেকে আমি যে ৭টি অনুপ্রেরণামূলক শিক্ষা পেয়েছি, সেসব শেয়ার করার চেষ্টা করি। যারা সিনেমা দেখেছেন, তারা স্মরণ করুন আরেকবার। যারা দেখেননি, তারা চাইলে দেখতে পারেন অসাধারণ এই গল্প, যে গল্পে বেঁচে থাকার সুর আছে।
লেখাটি পড়ুন এই লিংকে ক্লিক করে
'মেথরের বাচ্চা' বলে যাকে প্রতিদিন গালি শুনতে হতো, তিনিই সুইপার কলোনির প্রথম গ্র্যাজুয়েট!
সুইপাররা যদি কাজ না করে, দেশ পরিষ্কার রাখার কাজটি কে করবে? দেশ পরিষ্কার থাকুক, পরিষ্কার হোক মানুষের মনও..
লেখাটি পড়ুন এই লিংকে ক্লিক করে
(বিঃদ্রঃ সেরার মানদণ্ড হিসেবে আমরা বিবেচনা করেছি দুটি ফ্যাক্টর- পাঠকপ্রিয়তা এবং লেখার মান। এর বাইরেও দুর্দান্ত অনেক লেখা প্রকাশিত হয়েছে এগিয়ে চলোতে। কিন্ত স্থান সংকুলানের অভাবে সেগুলোকে এই তালিকায় জায়গা দেয়া সম্ভব হয়নি)
আরও পড়ুন-