ক্যান্সারকে হারিয়ে ক্যামেরার সামনে ফেরার যে অবিশ্বাস্য গল্পটা ইরফান লিখেছেন, তার সিনেমাটা হলে গিয়ে না দেখলে ইরফানের সেই প্যাশন আর সংগ্রামটাকেই ছোট করা হবে।

'ভাই ও বোনেরা, আমি ইরফান। আমি আজ আপনাদের সাথে আছি, আবার নেইও। ইংরেজী মিডিয়াম নামের এই সিনেমাটা আমার জন্যে খুব স্পেশাল। বিশ্বাস করুন, আমাদের খুব ইচ্ছে ছিল, এই সিনেমাটা আমরা যতোটা যত্ন করে বানিয়েছি, ঠিক ততোটাই যত্নের সাথে এটার প্রচারণা চালাই। কিন্ত আমার শরীরের ভেতরে কিছু অনাকাঙ্ক্ষিত অতিথি বসে আছে, তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে, দেখা যাক কে কাকে কনভিন্স করতে পারে। ফলাফল যাই হোক, আপনাদের জানানো হবে।'

'বলা হয়, জীবন যখন লেবুর মতো টক হয়ে যাবে, বুদ্ধি করে সেটাকে লেবুর শরবতে পরিণত করতে পারলেই কেল্লা ফতে! এসব কথা তো বলতে আর শুনতে মজাই লাগে, কিন্ত বাস্তবতা অনেক কঠিন। কিন্ত আসল ব্যাপার হচ্ছে, পজিটিভ থাকা ছাড়া আপনার হাতে আর কোন অপশনও নেই।'

'এই সিনেমাটা আপনাকে লেমোনেডের স্বাদ দেবে কিনা আমরা জানিনা, কিন্ত বাজী ধরে বলতে পারি, ভীষণ পজিটিভ ভাবনা থেকেই সিনেমাটা আমরা বানিয়েছি। ইংরেজী মিডিয়াম আপনাকে হাসাবে, শেখাবে, কাঁদাবে, তারপর আবার হয়তো শেখাবে। ট্রেলারটা উপভোগ করুন, সিনেমাটা দেখুন, সদয় হোন একে অন্যের প্রতি। আর হ্যাঁ, অপেক্ষা করুন, আমার জন্যে...' 

প্রতিটা শব্দ মনকে ছুঁয়ে গেছে ভীষণভাবে। কথাগুলো ইরফান খানের। বলিউড অভিনেতা ইরফান খান, মরণ ব্যাধি ক্যান্সারের সঙ্গে লম্বা একটা লড়াই শেষে যিনি ক্যামেরার সামনে ফিরেছেন আবার, অদম্য শক্তিতে নিজেকে ঠিক রেখে শেষ করেছেন ইংলিশ মিডিয়াম সিনেমার শুটিং। আগামীকাল সিনেমাটার ট্রেলার রিলিজ হবে, তার ঠিক আগে একটা ভিডিওর মাধ্যমে ভক্তদের এমন বার্তাই দিলেন ইরফান। 

হিন্দি মিডিয়াম সিনেমায় ইরফান খান ও সাবা কামার

এই সিনেমাটাকে নিয়ে প্রচণ্ড উচ্ছ্বসিত ইরফান, কারণ এই সিরিজের আগের সিনেমা হিন্দি মিডিয়াম একশো কোটি রূপির বেশি ব্যবসা করেছিল, ইরফান পেয়েছিলেন ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার। একই ফ্র‍্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমাটা নিয়ে ইরফানের এমন উচ্ছ্বাসের কারণ বেমানান নয় মোটেও। 

তবে সবচেয়ে বড় কারণটা অবশ্যই ইরফানের দুর্দান্ত কামব্যাক। একাদশে বৃহস্পতি গনগন করার কথা ছিল তার। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতার পরে একের পর এক সিনেমার অফার এসেছে তার কাছে, আসন্ন সিনেমাগুলোও ছিল দারুণ প্রতিশ্রুতিশীল। কিন্ত হুট করেই হলো ছন্দপতন, হাই-গ্রেড নিউরোএন্ডোক্রাইন ক্যানসার নামের এক জটিল রোগে আক্রান্ত হলেন ইরফান খান, চিকিৎসার জন্যে উড়ে গেলেন বিলেতে। ২০১৮ সালের মার্চ মাসের কথা এটা।  

লম্বা সময় ধরে চিকিৎসার মধ্যে ছিলেন ইরফান। একটা পর্যায়ে হতাশ হয়ে এই অভিনেতা তো জানিয়েছিলেন। লড়াই করার শক্তি ফুরিয়ে আসছে তার" ইরফানকে আর কখনও ক্যামেরার সামনে দেখা যাবে কিনা, সেটা নিয়েই শঙ্কা জেগেছিল ভক্তদের মধ্যে। সবশেষ অভিনীত 'কারওয়ান' সিনেমাটাই তার জীবনের সর্বশেষ সিনেমা হয়ে থাকে কিনা, জেগেছিল এমন শঙ্কাও! 

তবে রাত কেটে গেলে যেমন ভোরের সূর্য ওঠে, মেঘ সরে গেলে যেমন রোদ হাসে, তেমনই খুশীর সংবাদটাও এসেছে দুশ্চিন্তার অনেকগুলো প্রহর কাটানোর পরে। শারীরিক অবস্থা একটু স্বাভাবিক হতেই ইরফান ছুট লাগিয়েছেন। দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। ইরফান জলের মাছ, অভিনয়টা তার কাছে পানির মতো, সেটা না থাকলে তার দম বন্ধ হয়ে আসে। ক্যান্সারকে হারিয়ে ক্যামেরার সামনে ফেরার যে অবিশ্বাস্য গল্পটা ইরফান লিখেছেন, তার সিনেমাটা হলে গিয়ে না দেখলে ইরফানের সেই প্যাশন আর সংগ্রামটাকেই ছোট করা হবে। 

ইংলিশ মিডিয়াম সিনেমায় ইরফানের সহ-শিল্পী হিসেবে অভিনয় করেছেন কারিনা কাপুর এবং রাধিকা মদন। সিরিজের প্রথম সিনেমার মতো এটাও বিনোদনের ফুলপ্রুফ একটা প্যাকেজ হবে নিশ্চিত। সবকিছু ছাপিয়ে সিনেমাটায় ইরফান খানই যে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবেন, তাতে কোন সন্দেহ নেই...


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা