আরেকজনকে বড় বড় কথা বলে নিজে অসৎ পথে চলাকে ইসলাম বলে না। ইসলাম মানে নিজের আখলাককে ঠিক করা‌। আরেকজনের কল্লা কাটাকে জিহাদ বা ইসলাম বলে না বরং নিজের নফসকে নিয়ন্ত্রণ করাকে জিহাদ বলে...

'বিধর্মী' জাকারবার্গের তৈরি ফেসবুকে এসে টাকনুর ওপর কাপড় পরার কমেন্ট করাকে ইসলাম বলে না। ইসলাম মানলে আগে নিজে টাকনুর ওপর কাপড় পরুন। যত লোক ফেসবুক বিপ্লব করছেন, তার মধ্যে কতজন টাকনুর উপরে কাপড় পরেন বুকে হাত দিয়ে বলুন তো? কেন পরেন না বলেন তো?

আরও বলি। ঘুষ দুর্নীতি করে হারাম খেয়ে মুরগি হালালভাবে জবাই হয়েছে কিনা জিজ্ঞাসা করাকে ইসলাম বলে না। ইসলাম মানলে আগে হারাম খাওয়া বন্ধ করুন। আমি কখনো হারাম খাই না। কোনদিন এক পয়সাও অসৎভাবে অর্জন করিনি। কারণ আমার কাছে এটাই ইসলাম।

পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে জিহাদ করতে যাওয়াকে ইসলাম বলে না। ইসলাম মানলে আগে নামাজ পড়ুন। আমি তাই করি। আপনি ভাবছেন একটা সরকারি নোটিশ দিলে সবাই টাকনুর উপর কাপড় পড়বে। কোনদিনও না। রোজ আল্লাহ পাঁচবার নামাজের জন্য ডাকছে, যান না কেন?

শোনেন, সারাক্ষণ পর্ণ ছবি দেখে নারীর পর্দা করার কথা বলা আর ধর্ষণের জন্য পোশাককে দায়ী করতে বলাকে ইসলাম বলে না। ইসলাম মানলে পর্ণ সাইট দেখতেন না। নারী নিপীড়ন করতেন না। আগে সেটা বন্ধ করূন। নারীদের শ্রদ্ধা করুন।‌ আমি তাই করি।‌

মনে রাখবেন, মানুষের বিপদ দেখে পালিয়ে যাওয়াকে ইসলাম বলে না। ইসলাম মানলে সবসময় মানুষের বিপদে থাকতেন। আমি তাই করি। কিন্তু আমি আমার চারপাশে এমন লোক খুব বেশি দেখি না। বলেন তো কেন? মনে রাখবেন হিন্দুদের প্রতিমা ভাঙচুরকে ইসলাম বলে না‌‌। বরং সবাইকে তার ধর্ম পালন করতে দেয়াকে ইসলাম বলে। আমি তাই সব ধর্মকে সম্মান করি।

আরেকজনকে বড় বড় কথা বলে নিজে অসৎ পথে চলাকে ইসলাম বলে না। ইসলাম মানে নিজের আখলাককে ঠিক করা‌। চলুন সেটা ঠিক করি। আমি তাই করছি। আরেকজনের কল্লাকাটাকে জিহাদ বা ইসলাম বলে না বরং নিজের নফসকে নিয়ন্ত্রণ করাকে জিহাদ বলে। আমি তাই করি।

মনে রাখবেন ঘৃণা ছড়ানোর নাম ইসলাম নয়, বরং মায়া ছড়ানোর নাম ইসলাম। মানবিকতার নাম ইসলাম। সৎ ও আদর্শের পথে চলা ইসলাম। মানবাধিকতার নাম ইসলাম। মানুষকে সম্মান করার নাম ইসলাম। মানুষকে ক্ষমা করার নাম ইসলাম। আমি এগুলো মানার চেষ্টা করি।

আফসোস আমরা এগুলো বুঝি না। তাই ঘুষ দুর্নীতি করে লুটপাট করে হারাম খেয়ে নারীকে অসম্মান করে শুধুমাত্র ফেসবুকে বিপ্লব করে ইসলাম প্রতিষ্ঠার কথা ভাবি। বাংলাদেশ তাই ঘুষ-দুর্নীতি-লুটপাট-ধর্ষণ-বলাৎকার এগুলোর শীর্ষে। একইভাবে মুসলিম দেশগুলোর দিকে তাকান। দেখেন কোরআন-হাদিস কোথায় আর তারা কোথায়‌।

ফেসবুক বিপ্লবীদের কাছে অনুরোধ, আগে ইসলাম বুঝুন। রসুল (সা.) এর জীবন দেখুন। এরপর ইসলামের কথা বলুন। আর পারলে আমাকে সত্যিকারের কিছু সাচ্চা মানুষ দেখান। আমি তাকে অনুসরণ করব। আর যদি না পারেন, তাহলে বলব আমাকে অনুসরণ করুন। তাতে অন্ততপক্ষে মানুষ হওয়ার পথে থাকবেন।

না, বড় গলায় কথাটা বলছি না। বলছি খুব বিনয়ের সাথে। কারণ আমি রসুল (সা.) এর দেখানো পথে হাঁটার চেষ্টা করি। সত্যিকারের মানুষ হওয়ার চেষ্টা করি। সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। আল্লাহ তা'আলা আমাদের সবাইকে সত্যিকারের মানুষ হবার তৌফিক দিক। আমিন। সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।

*

প্রিয় পাঠক, চাইলে এগিয়ে চলোতে লিখতে পারেন আপনিও! লেখা পাঠান এই লিংকে ক্লিক করে- আপনিও লিখুন


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা