ফেসবুকে ইদানিং টাইপোগ্রাফির বেশ কিছু পেজ দেখা যায়, যাদের অনেকেই এই অ্যাপ ব্যবহার করে এস্থেটিক ছবি আপলোড দেয়- গানের লাইন, কবিতার লাইন, সুন্দর উক্তি ব্যবহার করে।
বাংলা ভাষায় সবচেয়ে সুন্দর অ্যাপ কোনটি? অনেক নাম আপনার মাথায় চলে আসতে পারে। কিন্তু, যদি বলি বাংলা ফন্টের সবচেয়ে দারুণ অ্যাপ কোনটি? আপনি সম্ভবত উত্তরটা দিতে পারবেন না, যদি এই অ্যাপটি ব্যবহার করে না থাকেন। বলছি, "লিখন" নামক একটি অ্যাপের কথা।
ছবি এডিট করতে কিংবা ছবির উপর টুকটাক মনের কথা লিখতে গিয়ে বাংলা ফন্ট ব্যবহার করতে ইচ্ছে হলে আটকে যেতাম। ফোনে বাংলা ফন্টের ভ্যারিয়েশন আছে এমন কোনো অ্যাপ সম্পর্কে জানা ছিলো না। তাই ছোট খাটো কাজ করতে হলেও কম্পিউটারে বসতে হতো, সেটা অনেকক্ষেত্রেই সময় সাপেক্ষ ব্যাপার।
মুঠোফোনে বাংলা ফন্টের সহজলভ্যতার অভাবটা খুব বিরক্তিকর লাগতো। কারণ, ইংরেজি ফন্টের অভাব নেই, চাইলে মন খুশি মতো যেকোনো ইংরেজি ফন্টের ব্যবহার করার সুযোগ আছে সব অ্যাপেই। কিন্তু, ভাষা বদলিয়ে বাংলায় এলেই এই সুবিধাটা আমি পাচ্ছি না। সেই জায়গা থেকে "লিখন" অ্যাপের সন্ধ্যান পাওয়াটা আমার জন্যে দারুণ অভিজ্ঞতা।
গুগল প্লেস্টোরে একদিন সব ফন্ট অ্যাপস একের পর এক নামিয়ে চেক করতে গিয়েই খুঁজে পেয়েছিলাম "লিখন" অ্যাপ। তারপর থেকেই এই অ্যাপটি ফোনে রয়ে গেছে। মাঝে মধ্যেই ছোটখাটো কাজে ছবিতে বাংলা লিখতে গিয়ে অ্যাপটা বেশ কাজে দেয়। ফেসবুকে ইদানিং টাইপোগ্রাফির বেশ কিছু পেজ দেখা যায়, যাদের অনেকেই এই অ্যাপ ব্যবহার করে এস্থেটিক ছবি আপলোড দেয়- গানের লাইন, কবিতার লাইন, সুন্দর উক্তি ব্যবহার করে।
সম্প্রতি এই অ্যাপটির এক আপডেট আসে, যা আরো বেশি দারুণ লেগেছে। এতোটাই ভাল লেগেছে যে আস্ত একটা লেখা লিখতে বসে গেছি অ্যাপটি নিয়ে। মনে হলো এমন একটি বাংলা ফন্টের অ্যাপ বাংলাদেশে আছে, তা জানানো উচিত সবাইকেই।
বর্তমানে লিখন অ্যাপটিতে আছে ৫০টির অধিক বাংলা ফন্ট, যা অনেক বৈচিত্র্য তৈরি করেছে। এছাড়া স্টক ফটোর একটা বড় কালেকশন আছে এখানে, কেউ যদি নিজের ছবির উপর না লিখতে চায় সে টেম্পলেট বা স্টক ছবি ব্যবহার করেও টাইপোগ্রাফি করতে পারবে।
অ্যাপটির ডেভেলপারদের ধন্যবাদ দিতে চাই। অভ্র কি-বোর্ডের কারণে বাংলা ভাষায় লেখালেখির এক বিপ্লব দেখেছে অনলাইন কমিউনিটি। "লিখন" অ্যাপ সেই বাংলাপ্রীতিকে একধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে বলেই মনে করি।
যেভাবে এখন সুন্দর সুন্দর বাক্য দিয়ে টাইপোগ্রাফির চর্চা হয় নানান ফন্ট ব্যবহার করে, মানে ভাবনা লিখে কিংবা যেভাবে কবি সাহিত্যিকদের বিখ্যাত লাইনের ব্যবহার দেখি তা ভীষণ চমৎকার এক চর্চা। এই চর্চায় সহায়ক ভূমিকা পালনকারী "লিখন" অ্যাপের ডেভেলপারকে ধন্যবাদ, বাংলায় প্রাণ বাঁচুক, বাংলা অক্ষরে ভাসুক মনের অন্দরমহল।