রাষ্ট্রও যদি মনে করে 'মানুষ মারাই ঠেকাইতে পারি না আর উনি আসছেন বানর মারার আলাপ নিয়া' তাহলে প্রাণিহত্যা বন্ধ হবে না। বরং আজ যারা বানর, কুকুর, বিড়াল মেরে হাত পাকাচ্ছে, তারা একদিন মানুষ মারা শুরু করবে...

জাহিদ হোসাইন: রাজস্থানের এক মন্দিরে লাঙ্গুর বানরদের জীবনযাপন রেকর্ড করার জন্যে বিবিসি আর্থ একটা রোবট বসিয়ে দেয় ওদের  মধ্যে। একটা নকল বানরের বাচ্চা। আসল বানরদের সাথেই গাছের উপর বসানো রোবট-বাচ্চাটি চোখের ক্যামেরা দিয়ে ছবি তোলে। দেখে মনে হয় আসল বাচ্চা বসে আছে। 

একদিন এক মা বানর এই নকল বাচ্চাটাকে আদর করতে গেলে সে গাছ থেকে পড়ে যায়। এবং যেহেতু পুতুল তাই আর উঠে বসতে পারে না। কিন্তু মা বানর সহ অন্য বানররা মনে করে বাচ্চাটা মরে গেছে। শুরু হয় সকলের আহাজারি। সবাই বাচ্চাটাকে ঘিরে কাঁদতে থাকে। বানরদের এই মানবিক আচরণের ভিডিও ইউটিউবে পাওয়া যায়।  

মাদারিপুর পৌরসভা তো শহর। সেখানে অপেক্ষাকৃত শিক্ষিত আর আধুনিক মানুষের বাস। সেখানে কিছু বানর মানুষের কাছে এসে খাবার চাইতো। কিছু নাগরিক তাদের খাবার দিয়েছে বটে তবে সাথে  বিষ মিশিয়ে দিয়েছে। ফলে মারা গেছে ১৫টি বানর। প্রথম আলো এই ভিডিও ফেসবুকে দিয়েছে। 

খাবার তো সন্তানও খোঁজে। জ্বালাতন তো সন্তানও করে। কবে মানুষ সন্তানের খাবারে বিষ মেশানো শুরু করবে? 

মাটিতে পড়ে আছে মৃত বানর

(এ পর্যন্ত পড়েই স্ক্রোল করে চলে যেতে পারেন। আর যদি মনে হয় এসব বন্ধে কী করা দরকার তাহলে নিচের অংশটুকুও পড়তে পারেন)  

জানি সবাই এই অমানবিক কাজের জন্যে ধিক্কার দেবেন। কিন্তু সবার মতো রাষ্ট্রও যদি কেবল ধিক্কার জানিয়েই বসে থাকে তাহলে এই সমাজ কখনোই মানবিক হবে না। মানুষ তো জন্মেই এমন নিষ্ঠুর হয়ে ওঠে না। সমাজ আর রাষ্ট্র মিলে তাঁকে মানবিক অথবা অমানবিক করে তোলে। 

সুতরাং রাষ্ট্রের কর্তব্য হবে আইন প্রয়োগ করা। প্রাণিকল্যান আইন ২০১৯ অনুসারে হত্যাকারিদের শাস্তির ব্যবস্থা করা।  বাংলাদেশে আইনের শাসন আছে কি না, বাংলাদেশ  মানবিক নাগরিক সমাজ গঠন করতে চায় কি না,  তার একটা টেস্ট এখানেই হয়ে যাবে। রাষ্ট্র যদি সত্যি মানবিক নাগরিক চায় তাহলে এই বানরহত্যার বিচার করবে। তারপর সেই বিচারের কথা প্রচার করবে। যাতে দেশের আনাচে কানাচে সবাই বুঝতে পারে, হ্যা, প্রাণিহত্যা করলে শাস্তি হয়। মানুষ জেলের ভাত খায়, জরিমানা গোণে। 

অন্যদিকে, আমার আপনার মতো,  রাষ্ট্রও যদি মনে করে 'মানুষ মারাই ঠেকাইতে পারি না আর উনি আসছেন বানর মারার আলাপ নিয়া' তাহলে প্রাণিহত্যা বন্ধ হবে না। মানবিক নাগরিক সমাজও তৈরী হবে না। বরং আজ যারা বানর, কুকুর, বিড়াল মেরে হাত পাকাচ্ছে, তারা একদিন মানুষ মারা শুরু করবে।


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা