আসলাম সাহেব রাস্তায় মাইক লাগালেন, তার সাথে ক্যামেরাও লাগিয়ে দিলেন। খালি লাঠি না , ক্যামেরা দিয়েও কাজ হয়। রাস্তায় অহেতুক জটলা বন্ধ। ক্যামেরা দিয়ে দেখে তিনি নিজে দিনের বিভিন্ন সময় মাইকে কথা বলেন। সাথে সাথে রাস্তা সাফ।

আব্দুন নূর তুষার: আমাদের এম পি আসলামুল হক। তাকে প্রশংসা না করে উপায় নাই। তিনি করোনা আক্রমন এর সাথে সাথে সব বড় রাস্তায় মাইক লাগালেন। সমালোচনা শুরু হলো। এমপি কি বক্তৃতা দেবে নাকি? ওয়াজ হবে নাকি? এসব বলাবলি করলো কিছু লোক। আমিও উৎকন্ঠিত হয়েছিলাম। সত্যি যদি বক্তৃতা শুরু করে?

আসলাম সাহেব তার সাথে ক্যামেরাও লাগিয়ে দিলেন। হা হা হা, খালি লাঠি না, ক্যামেরা দিয়েও কাজ হয়। রাস্তায় অহেতুক জটলা বন্ধ। ক্যামেরা দিয়ে দেখে তিনি নিজে দিনের বিভিন্ন সময় মাইকে কথা বলেন। লালকুঠির মোড়ে চারজন, কি কাজ? কল্যানপুরে কি করেন। মোটরসাইকেলওয়ালা?

সাথে সাথে রাস্তা সাফ। ১ নম্বর সেকশনের বাজারে সামাজিক দূরত্ব রেখে বাজার গুছিয়ে দেয়া হয়েছে। সন্ধ্যা ৬ টায় দোকানপাট বন্ধ। শুধু প্রতি ওয়াক্তে মসজিদে মানুষের যাতায়াত বন্ধ করার জন্য তিনি বারবার অনুরোধ করলেও কিছু লোক শোনে না। তারপরেও তার চেষ্টায় মানুষের যাতায়াত কমেছে।

এলাকাতে ত্রান নেয়ার জটলা নাই। কোথাও ভীড় নাই। করোনার সময় সবচেয়ে ভালো ব্যবস্থাপনার একটা এলাকা এটা। এটাই এমপির কাজ। বই পড়ে সব শেখা হয় না। বাংলাদেশে কিছু কাজ আমাদের মতো করেই করতে হবে। মাইক লাগানো, ক্যামেরা দিয়ে দেখে রাস্তা সাফ, এসব বইতে নাই।

আমাদের চোখের সামনেই তার রাজনৈতিক জীবনের শুরু। তৃণমূল থেকে এমপি হয়েছেন। একসময় আমাদের বাড়ীর নিচতলায় সভা করে এলাকা পরিষ্কার করার আন্দোলন শুরু করেছিলাম আমরা সবাই। বাড়ী বাড়ী গিয়ে ময়লা নিয়ে নেয়া আর এলাকা পরিচ্ছন্ন রাখার শুরু আমাদের ওয়ার্ড থেকেই। তখন তিনি ওয়ার্ড কমিশনার ছিলেন।

আমার ওয়ার্ড কমিশনার তাহের ভাইও ভালো। মানুষজনকে খাবার দিচ্ছেন। আমি বললাম টিভিতে দেখানোর ব্যবস্থা করি? আমাকে বললেন , না ভাই। যাকে দেবো তারও নাম আমার জানার দরকার নাই। শুধু লোক পাঠিয়ে দেন। আমাদের এলাকার পুলিশও দারুন। নতুন থানা। আচরনও ভিন্ন। সব কি আর একসাথে বদলায়? তবে ধীরে হলেও বদল হয়। রাজনীতিবিদ এরকম হলে এলাকার বিরোধীরাও খুশী থাকেন।

ছবি : সংগৃহিত

(ভাল কাজে প্রশংসা না করলে মানুষ ভালো কাজ করতে উৎসাহ পাবে না। ভুলের যদি নিন্দা করি, ভালোর প্রশংসাও করতে হবে।)


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা