মুত্তিয়া মুরালিধরনের ক্রিকেট বায়োপিক ও একজন অসাধারণ বিজয় সেথুপতি
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
সিনেমার মেকিং যদি ভালো হয়, আর সেথুপতি যদি মুরালির বোলিং স্টাইলের আধাআধিও আয়ত্ব করতে পারেন; তাহলে এই বায়োপিক যে একটা মাস্টারপিস হতে যাচ্ছে, সেটা বলার অপেক্ষা রাখে না...
দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় সেথুপতি বাংলাদেশী দর্শকদের মধ্যে বেশ পরিচিত। বিশেষ করে '৯৬' সিনেমাটা মুক্তির পরে তার জনপ্রিয়তা প্রায় আকাশ ছুঁয়েছে। এর আগে-পরেও দারুণ কিছু সিনেমা তিনি করেছেন। ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি তিনি। প্রথম জীবনে দোকানের কর্মচারী, সুপার শপের ক্যাশিয়ার বা ফোন বুথের ম্যানেজার হিসেবে কাজ করা সেথুপতি মেধা আর পরিশ্রমে নিজেকে আজকের অবস্থানে তুলে এনেছেন। ব্যাকগ্রাউন্ড এক্টর হিসেবে ক্যামেরার সামনে কাজ শুরু করা এই অভিনেতাকে তাই সেলফ মেইড সুপারস্টার বললে ভুল হবে না একটুও।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক উইকেটের মালিক মুত্তিয়া মুরালিধরনের বায়োপিক সিনেমা বানানো হচ্ছে ভারতে, এটা অনেকেই জানেন। শ্রীলঙ্কান দর্শকদের কথা মাথায় রেখে মূলত তামিল ভাষায় নির্মিত হবে সিনেমাটি, যার নাম রাখা হয়েছে '৮০০'। মুরালিধরনের ক্যারিয়ারে মোট টেস্ট উইকেট আটশোটি, একারনেই সিনেমার এমন নাম। তামিলের পাশাপাশি তেলুগু, হিন্দি, বাংলা সহ প্রায় আটটি ভাষায় মুক্তি দেয়া হবে এই সিনেমা।
'৮০০' শিরোনামের এই সিনেমায় মুরালিধরনের চরিত্রে অভিনয় করছেন বিজয় সেথুপতি। নির্মাতারা দীর্ঘদিন ধরে এই চরিত্রের জন্য পারফেক্ট একজনকে খুঁজছিলেন, কিন্ত মিলছিল না কোথাও। বোলার মুরালির চরিত্রের যে অ্যাগ্রেশন, একই সাথে মানুষ মুরালিধরনের সরলতা- দুটোর মিশ্রণ পাওয়া যাচ্ছিল না খুঁজে। সাউথ ইন্ডিয়ান নায়কেরা বিখ্যাত অ্যাকশন এবং রোমান্সের কারনে, কিন্ত এই সিনেমায় দুটোর কোনটিরই জায়গা নেই। মাচোম্যানের পরিবর্তে দরকার ছিল একজন ক্যারেক্টার আর্টিস্টের।
শেষমেশ নির্মাতারা দ্বারস্থ হয়েছেন বিজয় সেথুপতির। কয়েক দফা অডিশন আর স্ক্রিন টেস্ট দেয়ার পর তাকে এই সিনেমার জন্য ফাইনাল করা হয়েছে। স্বয়ং মুত্তিয়া মুরালিধরনও উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তার চরিত্রে বিজয় সেথুপতি অভিনয় করবেন শুনে। করোনার অতিমারী আচমকা হানা না দিলে এবছরের মাঝামাঝিতে শুটিং শুরু হবার কথা ছিল সিনেমাটার। এখন সেটা পিছিয়েছে, আগামী বছরের জানুয়ারী বা ফেব্রুয়ারি নাগাদ শুরু হবে '৮০০' সিনেমাটির শুটিং। মুক্তি পাবে বছরের শেষ নাগাদ। বড়দিনের ছুটিটাকেই টার্গেট করছেন নির্মাতারা।
এই সিনেমার ফার্স্ট লুক এবং মোশন পোস্টার মুক্তি পেয়েছে। এবং মুক্তির পরেই সেটা অনলাইনে ঝড় তুলেছে মোটামুটি। পোস্টারে বিজয় সেথুপতিকে দেখে মুরালিধরনের সঙ্গে পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না খুব একটা- এত পারফেক্টভাবে উপস্থাপন করা হয়েছে তাকে! মুরালিধরনের বিশেষত্ব হচ্ছে ভয়ংকর দৃষ্টি, পোস্টারে সেথুপতিও নিজের চোখে সেই ভয়ানক সৌন্দর্যকে তুলে এনেছেন, মুরালিধরনে পরিণত হবার জন্য তার ডেডিকেশনটা বোঝা যাচ্ছে এই একটা ছবিতেই।
সিনেমার মেকিং যদি ভালো হয়, আর সেথুপতি যদি মুরালির বোলিং স্টাইলটা আধাআধিও আয়ত্ব করতে পারেন; তাহলে এই বায়োপিক যে একটা মাস্টারপিস হতে যাচ্ছে, সেটা বলার অপেক্ষা রাখে না। শোনা যাচ্ছে, মুরালিধরন নিজেই নাকি ভারতে এসে সেথুপতির সঙ্গে বোলিং অ্যাকশন নিয়ে কাজ করবেন কিছুদিন। মুরালিধরন নিজে বিজয় সেথুপতির অভিনয়ের মুগ্ধ দর্শক, তার পুরোপুরি বিশ্বাস আছে, সেথুপতি এই বায়োপিকে তার চরিত্রটাকে দুর্দান্তভাবে উপস্থাপনা করবেন। শ্রীলঙ্কা ও ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডেও হবে সিনেমাটির শুটিং, কারন মুরালিধরন তার বোলিং কীর্তির অনেকগুলোই এসব দেশে গড়েছেন।
ফরেস্ট গাম্পের হিন্দি রিমেক 'লাল সিং চাড্ডা'-তে আমির খানের বন্ধুর চরিত্রে অভিনয় করছেন বিজয় সেথুপতি, এই সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হবে তার। তবে তাকে সর্বভারতীয় অঙ্গনে তুমুল জনপ্রিয়তা এনে দেয়ার কাজটা করতে পারে '৮০০' সিনেমাটাই। রিজিওনাল স্টার থেকে অল ইন্ডিয়ান সুপারস্টারে তিনি নিজেকে পরিণত করতে পারেন কিনা- সেটাই এখন দেখার বিষয়...
*
প্রিয় পাঠক, চাইলে এগিয়ে চলোতে লিখতে পারেন আপনিও! লেখা পাঠান এই লিংকে ক্লিক করে- আপনিও লিখুন