ভারতে মুসলিম বলে হাসপাতালে ঠাঁই হয়নি অন্তঃসত্ত্বা নারীর, দায় কার?
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
ভারতে মুসলিম বিদ্বেষ আগেও ছিল। নরেন্দ্র মোদী এবং তার সমর্থিত সরকার এই বিদ্বেষে ঘি ঢেলে তাতিয়ে দিয়েছে কয়েক হাজার-গুন।
আজকের পরিস্থিতি কতটা ভয়ংকর রূপ ধারণ করেছে, তার একটা চিত্র হলো, শুধুমাত্র মুসলিম বলে হাসপাতালে ঠাঁই হয়নি একজন অন্তঃসত্ত্বা নারীর। এখানেই ঐ মেয়েটির দুঃখ শেষ নয়, মেয়েটি বাচ্চা প্রসব করে হসপিটালের সামনে এবং বাচ্চাটা ওখানেই মারা যায়।
যারা মিনমিন করে বলছেন, তাবলীগ পন্থীদের দোষ। আপনাদের সাথে ঐ হসপিটালের ইতরগুলোর কোনো পার্থক্য নাই। একই খোয়ারের বরাহ আপনারা। তারপরও যদি চিন্তা করি , এই বিদ্বেষের জন্য কারা কারা দায়ী? কীভাবে আজকের এই পরিস্থিতি তৈরী হলো? তাহলে একটা বিশেষ বিষয়ের দিকে দৃষ্টি দেয়া জরুরি,
ভারতের সব চেয়ে প্রগতিশীল এবং প্রভাবশালী বলা হয় তাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, টেলি মিডিয়াকে। তারা সোশ্যাল ইস্যু নিয়ে চমৎকার সব সিনেমা এবং সিরিয়াল বানায়। তারা ´মূলক´ এর মতো সিনেমা বানিয়েছে, যেখানে একজন জঙ্গির বাবা তার সন্তানের অপরাধের জন্য দায়ী নন, এমন মানবিক গল্প দেখানো হয়েছে। অবশ্যই এপ্রেশিয়েট করছি, কিন্তু একটা বিষয় আমি মানব না- জঙ্গিবাদের বিরুদ্ধে যখনই কোনো সিনেমা কিংবা সিরিয়াল দেখতে বসি, সেখানে সেই জঙ্গি থাকে একজন মুসলিম। তার দাড়ি থাকে, সে টুপি পরে, নামাজ পড়ে এবং সে খুবই ধার্মিক হয়! আর যে হিরো থাকে, সে বেশিরভাগ সময় হিন্দু ধর্মের অথবা সে মুসলিম হলেও কখনো দাড়ি থাকে না।
সিনেমার হিরো যদি হিন্দু ধর্মের হয়, তবে পুরো সিনেমায় সান্ত্বনা পুরস্কার হিসেবে একজন পুলিশ কনস্টেবল থাকে, যে মুসলমান এবং ঐ সিনেমায় মিনিট পাঁচেকের জন্য এসে বলে যে, সব মুসলমান টেরোরিস্ট না!
আমার প্রশ্ন হলো সব মুসলমান যেহেতু জঙ্গি না, তাহলে কেন সিনেমায় সব সময় জঙ্গিগুলা মুসলিম হয়? সন্দীপ শর্মার মতো জঙ্গি কি ভারতে নাই? হিন্দু ধর্মের নামে কোন জঙ্গিবাদ কি হয় না ভারতে? হিন্দু জঙ্গি সংগঠন কি ভারতে নাই ? তারা যখন ধর্মের নামে মানুষ মারে সেটা কি জঙ্গিবাদ না? তাহলে শুধু মুসলমান করলে সেটা জঙ্গিবাদ এর নামই কেন শুধু দেয়া হয়? জঙ্গিবাদ বিষয়ক সিনেমার, জঙ্গি ভিলেনগুলা মুসলমানই কেন হবে?
প্রিয় ভারতীয় বন্ধুরা, আমাকে বলেন, এই সব সিনেমা দেখে বড় হওয়া বাচ্চাটার কাছ থেকে আপনি কীভাবে মুসলিমদের প্রতি সম্মান আশা করেন? কীভাবে ভাবেন তারা মানুষকে ধর্ম না, তার কর্ম দিয়ে বিচার করতে শিখবে? দাড়ি টুপিকে শুধুমাত্র ধর্মীয় পোশাক হিসেবে জানবে?
এক দাউদ ইব্রাহিমের জন্য সমস্ত মুসলমানদের জঙ্গি বানিয়ে দেয়া, দাড়ি টুপিকে জঙ্গিবাদের চিহ্ন হিসেবে প্রতিষ্ঠা করা, জঙ্গি মানেই বিন লাদেন অথচ জঙ্গি মানে সন্দীপ শর্মা না, এই ধারণা কৌশলে প্রতিষ্ঠা করে দেয়া, সন্দীপ করলে সেটা গুরুতর অন্যায় না, কিন্তু দাউদ কিংবা মুস্তফারা করলে সেটা ভয়ংকর, এই বক্তব্য প্রচার করে যে মুসলিম বিদ্বেষ তৈরি করেছে ভারতীয় মিডিয়া, তার দায় কি করে এড়াবেন?
আজকে যে মেয়েটির সন্তানকে খুন করা হল, সে জন্য দায়ী আপনাদের ধর্ম, ধর্মজীবী আর ধর্মের নামে জঙ্গিবাদ। আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই বলুক, হিন্দু জঙ্গী হতে পারে না কথা সত্যি না। এই আলাপ প্রত্যাখ্যান করুন। জঙ্গী মানেই শুধু মুসলিম, এই কথা না বলে আপনার ধর্মের জঙ্গীদের জঙ্গি বলুন। হিন্দু ধর্মের দ্বারা যে জঙ্গী হয়, সেটাও বলেন। ধুতি পৈতা আর টুপির পার্থক্য করা বাদ দিন। আপনাদের এই ধর্ম, ধর্মজীবি আর এই ঘৃণার চাষাবাদের দায় না এড়িয়ে প্রতিবাদ করুন। আপনাদের মিডিয়ার এক চোখা দৃষ্টি বদলাতে বলুন। নইলে যে আগুন জ্বালাচ্ছেন, তাতে আপনাদের দেবালয় রক্ষা পাবে না।