তুমি আমির আজিজের কবিতা শেয়ার দাও ফেসবুকে- 'সব ইয়াদ রাখা যায়েগা', তুমি ভুলে যাও, প্রকৃতি সব 'ইয়াদ' রেখে দেয়, সহ্যের সীমা পেরিয়ে গেলে প্রকৃতি প্রতিশোধ নেয়, চরম প্রতিশোধ, তার জিঘাংসা থেকে কারো নিস্তার নেই, ওহে মানব, তোমারও নেই।
প্রকৃতির প্রতিশোধ খুব ভয়ানক জিনিস। প্রকৃতি কাউকে ছাড়ে না, যে যতো বড় ক্ষমতাবানই হোক না কেন। মানুষ, তুমি প্রকৃতির সন্তান হয়ে তার বুকের ওপর চালিয়েছ অত্যাচারের স্টিম রোলার, বাকী সন্তানদের নিঃশেষ করেছো একে একে, ধরিত্রীকে বানিয়ে ফেলেছো নিজের ব্যক্তিগত সম্পত্তি, বাকীদের করেছো বঞ্চিত- প্রকৃতি তোমাকে ক্ষমা করবে কেন?
ভূমিকম্পে বারবার কেঁপে উঠেছে পৃথিবী, তুমি সেই অশণি সংকেত বোঝোনি। এসেছে জরা-প্লাবন, সুনামি-হারিকেন, বিপদ কেটে যাওয়ার পর তুমি মনে রাখোনি। তুমি নিউক্লিয়ার বোমায় লাখো প্রাণের স্পন্দনকে থামিয়েছো মুহুর্তের ব্যবধানে, তুমি চেরনোবিল ঘটিয়েছো, ভোপাল ট্র্যাজেডি তৈরী করেছো, আজও সাগরতলে খুঁজে পাওয়া যায় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত মাইন- তোমার কারণে পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে কতশত প্রাণী প্রজাতি, সংখ্যাগুলোও তুমি মনে রাখোনি, কারণ দিন শেষে তুমি নিজের বিলাসী জীবনটাকে প্রাধাণ্য দিয়েছো বরাবর।
প্রকৃতির কান্না তুমি শুনেও না শোনার ভান করেছো, তার আহাজারি তুমি কানে তোলোনি। প্রকৃতি কেঁদেছে আমাজানে, পুড়েছে অস্ট্রেলিয়ায়, প্রকৃতি মরেছে ইট-পাথরের শহুরে অট্টালিকায়, বরফ গলেছে দুই মেরুতে- তুমি ভেবেছো, তাতে আমার কি? আমি তো নিরাপদে আছি! তুমি মধ্যপ্রাচ্যে ঘৃণার আগুন জ্বেলেছো, এশিয়ার বুকে হত্যাযজ্ঞে মেতেছো, আফ্রিকায় রক্তের হোলি খেলেছো। তুমি আমির আজিজের কবিতা শেয়ার দাও ফেসবুকে- 'সব ইয়াদ রাখা যায়েগা', তুমি ভুলে যাও, প্রকৃতি সব 'ইয়াদ' রেখে দেয়, সহ্যের সীমা পেরিয়ে গেলে প্রকৃতি প্রতিশোধ নেয়, চরম প্রতিশোধ, তার জিঘাংসা থেকে কারো নিস্তার নেই, ওহে মানব, তোমারও নেই।
ঢাকার বাতাসে দূষণ কমেছে, দিল্লি অথবা নিউইয়র্কেও একই দশা। ইতালি এখন শ্মশানের ন্যায়, তবে সেটা মানুষের জন্যে, শূন্য পথঘাটে দেখা মিলছে বন্য প্রাণীর। প্রকৃতির যে সন্তানদের তুমি এতকাল বঞ্চিত করেছো, মা হয়ে প্রকৃতি তাদেরই ফিরিয়ে আনছে, আর তুমি গৃহবন্দী জীবন কাটাচ্ছো অদৃশ্য এক ভাইরাসের ভয়ে! আঠারো কোটি বছর রাজত্ব করার পর হাওয়ায় মিলিয়ে গিয়েছিল বিশালাকারের ডাইনোসর, সেটাও প্রায় সাড়ে ছয় কোটি বছর আগের কথা- আর মানুষ তুমি ভাবো, তোমার সময় শেষ হবে না? প্রকৃতির সামনে কত ক্ষুদ্র, কত অসহায় তুমি, অথচ দু'দিন আগেও অহংকারে তোমার পা পড়তো না মাটিতে! অহংকার, গর্ব- এসব যদি কারো করা সাজে, সেটা প্রকৃতিই করতে পারে।
মানুষ, তুমি এখন নিঃশেষ হয়ে যাওয়ার অপেক্ষায়, তুমি ভীত, আতঙ্কিত, তোমার হৃদয় জুড়ে বেঁচে থাকার প্রবল আকাঙ্ক্ষা! একটু মনে করে দেখো, যাদের তুমি মেরেছো, যারা তোমার হাতে বিলুপ্ত হয়েছে, তাদেরও তো বেঁচে থাকার ইচ্ছে ছিল, আকুতি ছিল। তুমি তাদের বাঁচতে দাওনি, প্রকৃতিও তোমাকে সুযোগ দেবে না। প্রকৃতি শোধবোধের খেলায় মেতেছে, এই খেলার ফলাফল একটাই- প্রকৃতির জয়। তুমি হারবে মানুষ, হয়তো হারিয়েও যাবে, প্রকৃতি এই বিশ্বব্রহ্মাণ্ড গড়বে নতুন করে, সেই ধরণীর অংশ হিসেবে তুমি না থাকলেই ভালো। তুমি তো গড়তে শেখোনি, শিখেছো কেবল ধ্বংসযজ্ঞে মেতে উঠতে! নতুন পৃথিবীর বুকে তুমি না থাকলেই বরং পৃথিবীটা সুন্দর হয়, বসবাসের যোগ্য হয়, প্রকৃতির মুখে হাসিটা লেগে থাকে...