ঘটনার সূত্রপাত সেনোরার এক বিজ্ঞাপনকে ঘিরে। বেশ কয়েকদিন ধরেই দেখছি নানান নেতিবাচক সব কথাবার্তা। তাই একপ্রকার বিরক্ত হয়েই লিখতে বসলাম। যারা এই বিজ্ঞাপনের বিরোধিতা করছেন, তাদের বক্তব্য- পিরিয়ড নিয়ে কেন এভাবে ওপেন প্ল্যাটফর্মে কথা হবে? ভাই কেন বোনকে প্যাড কিনে দেবে? খুবই হাস্যকর দুটো পয়েন্ট।
২০২০ সালেও এসে যখন শুনতে হয়, পিরিয়ড নিয়ে পাবলিকলি কথা বলা যাবে না, তখন জ্ঞান-বিজ্ঞানের এত সব উন্নতিকে অপ্রয়োজনীয় মনে হয়।
ঘটনার সূত্রপাত সেনোরার এক বিজ্ঞাপনকে ঘিরে। বেশ কয়েকদিন ধরেই দেখছি নানান নেতিবাচক সব কথাবার্তা। তাই একপ্রকার বিরক্ত হয়েই লিখতে বসলাম। যারা এই বিজ্ঞাপনের বিরোধিতা করছেন, তাদের বক্তব্য- পিরিয়ড নিয়ে কেন এভাবে ওপেন প্ল্যাটফর্মে কথা হবে? ভাই কেন বোনকে প্যাড কিনে দেবে? খুবই হাস্যকর দুটো পয়েন্ট।
প্রথমত, পিরিয়ড কোন গোপন রোগ নয়, এটা একজন নারীর জন্য বরং স্বাভাবিক বিষয়। দ্বিতীয়ত, বোনের জন্যে পরিবারে ভাইয়ের মমতা থাকে সবচেয়ে বেশি। একজন ভাই যদি তার বোনকে জ্বরের ঔষধ এনে দিতে পারে, স্যানিটারি ন্যাপকিন কেন নয়?
আমাদের একটা বড়সড় সমস্যা হচ্ছে, অপ্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আমরা প্রচুর কথা বলি, কিন্ত যেসব বিষয়ে কথা বলা দরকার, সচেতনতা তৈরি করা দরকার, সেগুলো নিয়ে আমরা চুপ থাকি, 'নিষিদ্ধ বস্তু' নামের র্যাপিং পেপারে মুড়ে রেখে দেই।
বছরের পর বছর ধরে আমাদের সোশ্যাল মিডিয়া যে একদল বানরের নিয়ন্ত্রণে চলে গেছে, সেই খবরটা কি আমরা রেখেছি? নিজেদের মতের বিরুদ্ধে গেলেই কিছু লোক এসে দলেবলে আক্রমণ করে, মিথ্যে যুক্তি দিয়ে তারা ধর্মকেও ঢাল বানানোর একটা বাজে চেষ্টা করে।
এই যে নোংরা কমেন্ট, বা দলবেঁধে আক্রমণ- এই ব্যাপারগুলোকে আমরা আসলে গুরুত্ব না দিতে দিতে এদের সাহস আরও বাড়িয়ে দিয়েছি। এরা এখন জানে, যতো যাই করুক, এদের কেউ আইনের আওতায় আনবে না। অথচ ব্যাপারটা কিন্ত সাইবার বুলিংয়ের আওতায় পড়ে।
আমরা সবসময় বাকস্বাধীনতা নিয়ে অনেক কথা বলি। কিন্ত যা খুশি তা লিখে গালাগালি দেয়াটা যে বাকস্বাধীনতা নয়, সেটা আমরা অনেকেই ভুলে যাই। আমাদের মিডিয়ার মানুষদের, ব্র্যান্ডদের ফেসবুক আইডি-পেজ থেকে এসব এটেনশন সিকারদের অবশ্যই ব্যান করতে হবে। আমি তো এছাড়া আর কোনো উপায় দেখি না!
আমার শুধু এটাই মনে হয়, পিরিয়ডের মতো স্বাভাবিক একটা ব্যাপার নিয়ে যারা নোংরামিতে মেতে উঠতে পারে, তারা কি আদৌ জানে যে, এই মাসিকচক্রটা সম্পন্ন না হলে তারা কখনও পৃথিবীর মুখটাই দেখতে পেতো না?
আরো পড়ুন-