মন্ত্রণালয়ের প্রধান হিসেবে দায় তো মন্ত্রীর বটেই, তবে এই তালিকা প্রণয়নের দলে কোন কোন গাণ্ডুরা ছিল, তাদের তালিকাটা প্রকাশিত হওয়া দরকার। জাতি তার মূর্খশ্রেষ্ঠদের চিনে রাখুক।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একের পর এক অপরাধ করে চলছে। প্রথমত, এরকম একটা মারাত্মক ভুলে ভরা তথাকথিত রাজাকার তালিকা তৈরি করে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করা হল। দ্বিতীয়ত, এই ভুলটা স্বীকার করে ক্ষমা প্রার্থনা ও মন্ত্রীমশায়ের পদত্যাগ যেখানে একমাত্র ক্ষতিপূরণ হতে পারতো, সেখানে তারা এটা অস্বীকার করে নানা রকম স্টুপিড লজিক দেয়ার চেষ্টা করলো। এবং সর্বশেষ, এই অথর্বরা ঘোষণা দিল 'কেউ অভিযোগ করলে তারা যাচাই বাছাই করে দেখবে'! অথচ উচিত ছিল এই পুরো তালিকাটিকে বাতিল করে, মুক্তিযোদ্ধা ও জাতির কাছে ক্ষমা চেয়ে পুরো প্রক্রিয়াটি সতর্কতার সাথে নতুনভাবে শুরু করা।

এই তালিকায় সব থেকে বেশি খুশি হয়েছে রাজাকার আর তাদের দলবল। যেখানে চিহ্নিত তারকা রাজাকারগুলোর ক্ষেত্রেই 'এই অমুক সেই অমুক না' বলে এরা হামলে পরে, সেখানে এরকম একটা ভুলে ভরা তালিকা, যেখানে কিনা আছে মুক্তিযোদ্ধাদের নাম- এদের জন্য ঈদ উপহারের মত ব্যাপার। মন্ত্রণালয়ের প্রধান হিসেবে দায় তো মন্ত্রীর বটেই, তবে এই তালিকা প্রণয়নের দলে কোন কোন গাণ্ডুরা ছিল, তাদের তালিকাটা প্রকাশিত হওয়া দরকার। জাতি তার মূর্খশ্রেষ্ঠদের চিনে রাখুক।

একজন মুক্তিযোদ্ধা তাঁর স্বীকৃতি না পেলেও হয়তো একটা অভিমান নিয়ে টিকে থাকেন কিন্তু একজন মুক্তিযোদ্ধাকে যখন রাষ্ট্র কর্তৃক তৈরিকৃত তালিকায় রাজাকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়- এর থেকে বড় অপমান আর কিছুই হতে পারে না, তাঁর সমস্ত অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হয়ে যায়। জাতির সাথে এই মারাত্মক ফাজলামিটা যারা করেছে তাদের প্রতি ধিক্কার। দেশের প্রতিটি মুক্তিযোদ্ধা, তাদের সন্তান এবং পরিবারকে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে।

একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদত্যাগ দাবী করছি। এই তালিকা বাতিল করে সর্বোচ্চ সতর্কতা ও গুরুত্বের সাথে সঠিক তালিকা প্রণয়নের দাবী করছি এবং যেসকল মুক্তিযোদ্ধাদের নাম এই তালিকায় এসেছে তাদের কাছে এবং দেশের মানুষের কাছে এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে এর পিছনে কারা আছে, তাদের চিহ্নিত করে শাস্তি প্রদানের দাবী করছি। মুক্তিযুদ্ধের ফিল্টার অনেক কড়া ফিল্টার, আপনি যেই হন না কেন, এই ফিল্টারে আটকে গেলে- আপনার জন্য ঘৃণা ব্যতীত আর কিছু অবশিষ্ট থাকবে না।


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা