ড্রেনে ময়লা ভাসতে নিশ্চয়ই আপনি দেখেছেন। মাঝেমধ্যে হয়তো দুয়েকটা দলছুট মাছকেও দেখেছেন ড্রানের তরলে ভাসতে। কিন্তু কখনো কী হাজার টাকার নোটকে ভাসতে দেখেছেন ড্রানে!
বাংলার এই বিখ্যাত ছড়াটি হয়তো সবারই জানা-
যেখানে দেখিবে ছাই
উড়াইয়া দেখো তাই
পাইলেও পাইতে পারো অমূল্য রতন।
এই লাইনগুলো পরিবর্তন করে এখন বলা যেতেই পারে-
যেখানে দেখিবে ময়লা পানি
মারিও ডুব, পাইবে মানি (টাকা)
না, এমনি এমনি লাইনগুলো বলা না৷ ড্রেনের পানিতে মাছ ভেসে যাওয়ার বিষয় তো প্রায় সবার কাছেই এক সাধারণ ঘটনা। অনেকে শুনেছেন বা অনেকে দেখেছেনও। আবার মাঝেমধ্যে খুঁজলে একটা দুইটা আধুলিও হয়তো ড্রেনের পানিতে পাওয়া যাবে। কিন্তু ড্রেনের পানিতে টাকা ভেসে যাওয়ার গল্প শুনেছেন কখনো? নিশ্চয়ই না। আজকে বলবো সেই দামী ড্রেনের গল্প, যে ড্রেনে ময়লা ভাসে না, ভাসে এক হাজার, পাঁচশো, একশো টাকার নোট।
ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে রাজশাহী রেলওয়ে অফিসার্স রেস্ট হাউসের সামনের একটি ড্রেনে। জানা যায়- রেলওয়ের অফিসার্স রেস্ট হাউসের সামনের ওই ড্রেনে অফিসের কিছু পুরোনো কাগজপত্র ফেলে দিয়েছিলো রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ। এই পুরোনো কাগজপত্রের ভেতরে ছিলো একগাদা টাকা। খেয়াল না করেই তারা এই টাকাসহ কাগজপত্র ফেলে দেয় ড্রেনে। এবং এরপর বিষয়টি যখন প্রকাশ পায়, ভাইরাল হয়ে যায়।
মানুষজনের যা স্বভাব, ড্রেনের মধ্যে রীতিমতো উৎসবমুখর পরিবেশে নেমে পড়ে আপামর জনসাধারণ। কেউ পাঁচশো, তো কেউ এক হাজার...হরিলুটের বাতাসার মতন টাকা নিয়ে হুটোপুটি, কাড়াকাড়ি, ধস্তাধস্তি চলতে থাকে।
যদিও এ নিয়ে সড়ক পরিবহন গ্রুপের কর্তৃপক্ষ মহল অস্বস্তিতে পড়েছে। তারা আন্দাজও করতে পারেনি, দশ বছরেরও বেশি পুরোনো, প্রায় পঁচে যাওয়া ফাইলপত্রের নীচে এরকম কড়কড়ে নোট থাকতে পারে। তবে অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা যায়, টাকার ব্যাপারে জানার পরেও এ টাকা উদ্ধারের জন্যেও কর্তৃপক্ষের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। যে যেভাবে পেরেছে, যতটুকু পেরেছে, টাকাপয়সা নিয়ে চলে গিয়েছে। কর্তৃপক্ষ রয়ে গিয়েছে উদাসীন। এছাড়া পুলিশের কাছেও তারা কোনো অভিযোগ জানায়নি। যেটা অবাক করেছে পুলিশকেও।
তবে স্থানীয় অনেকেরই সন্দেহ, হয়তো ঘুষের টাকা ছিলো ওগুলো। যিনি টাকাগুলো নিয়েছিলেন, তিনি হয়তো কাগজপত্রের মধ্যে ঢেকে রেখেছিলেন, সময়মতো সরিয়ে নেবেন বলে। কিন্তু কোনো কারণে হয়তো আর নিতে পারেননি। এবং পাপের টাকার সলিল সমাধি হয়ে গিয়েছে, অনেকদিন পরে হলেও। জনগন তাই বেশ খুশিও এ ঘটনাটিতে।
তবে ঘটনা যেটাই হোক, ড্রেনের মধ্যে টাকাপয়সার ছড়াছড়ি এক অন্য দৃষ্টান্তই স্থাপন করেছে। বিমান থেকে টাকাপয়সা উড়িয়ে দিতে আমরা অনেকেই দেখেছি, বিভিন্ন সিনেমায়। তাও গল্পের প্রয়োজনে। কিন্তু এরকম রিয়েল লাইফ ড্রামা কেই বা কবে দেখেছে? তাছাড়া, 'টাকা হাতের ময়লা' এই প্রবাদটির এক অন্যরকম সামঞ্জস্যও পাওয়া গেলো যেন। ময়লার সাথে মিশে, টাকা যেন নিজের সমার্থক নামের সার্থকতাতেই ঠিকঠাকভাবে বুঝিয়ে দিলো।
*
প্রিয় পাঠক, চাইলে এগিয়ে চলোতে লিখতে পারেন আপনিও! লেখা পাঠান এই লিংকে ক্লিক করে- আপনিও লিখুন