চীন আর ভারতের বাজারে তাণ্ডব চালিয়ে রিয়েলমি প্রবেশ করেছে বাংলাদেশেও। অফিসিয়ালি বাংলাদেশে রিলিজ পেয়েছে রিয়েলমির নতুন মোবাইল, যেটির মডেল নম্বর হচ্ছে রিয়েলমি সিক্স আই (Realme 6i)।

মোবাইল ফোনের জগতে 'বাজেট কিং' খেতাবটা দীর্ঘদিন ধরে একচেটিয়াভাবে দখল করে রেখেছিল চীনা মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। অল্প দামে ভালো স্পেসিফিকেশনের মোবাইল বাজারে এনে মোটামুটি ঝড় তুলে দিয়েছিল তারা, অনেক নামীদামী ব্র‍্যান্ড ছেড়ে ভোক্তারা ঝুঁকে পড়েছিল শাওমির দিকে। তারপর বাজারে এলো রিয়েলমি, ওপ্পো'র সাবব্র‍্যান্ড হিসেবে মার্কেটে প্রবেশ করলেও, খুব অল্প সময়েই শাওমির 'বাজেট কিং' খেতাবটাকে হুমকির মুখে ফেলে দিয়েছে প্রতিষ্ঠানটি। সবচেয়ে কম দামে সেরা ফোন বাজারে আনার ব্যপারে জুড়ি নেই তাদের। মাত্র দুই বছর বয়েসী একটা ব্র‍্যান্ডের জন্য এমন অর্জন নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। 

চীন আর ভারতের বাজারে তাণ্ডব চালিয়ে রিয়েলমি প্রবেশ করেছে বাংলাদেশেও। অফিসিয়ালি বাংলাদেশে রিলিজ পেয়েছে রিয়েলমির নতুন মোবাইল, যেটির মডেল নম্বর হচ্ছে রিয়েলমি সিক্স আই (Realme 6i). ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা, চার গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট মেমোরি সমৃদ্ধ রিয়েলমি সিক্স আই ফোনটির দাম রাখা হয়েছে ১৬৯৯০ টাকা, তবে অনলাইন মার্কেটপ্লেস দারাজের ফ্ল্যাশ সেল থেকে এখন সেটি ১৫৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। এগিয়ে চলোর টেকি দুনিয়ার টুকিটাকিতে আজকে থাকছে রিয়েলমি সিক্স আই ফোনটির বিস্তারিত। 

পাওয়ারফুল প্রসেসর

রিয়েলমি সিক্স আই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি৮০ চিপসেট। মিডিয়াটেক শুনেই অনেকে নাক কুঁচকে নিতে পারেন, তাদের জন্য বলে রাখা ভালো, মিডিয়াটেকের জি সিরিজের চিপসেটগুলো মূলত গেমিং এবং হাই পারফম্যান্সের জন্যেই বানানো, কাজেই স্ন্যাপড্রাগনের মিড-রেঞ্জের প্রসেসরের চেয়ে মোটেও পিছিয়ে থাকছে না এটি। মালি জি-৫২ জিপিউর সঙ্গে মিলে স্মুদ গেমিং এক্সপেরিয়েন্স উপহার দেয়ার পুরো সামর্থ্য আছে এই ফোনের। পাবজি, মরটাল কমব্যাট বা অ্যাসফল্ট নাইনের মতো হেভি গেমগুলোও খেলা যাবে অনায়াসেই। 

রিয়েলমি সিক্স আই

দুর্দান্ত ক্যামেরা

রিয়েলমি সিক্স আই এর ব্যাক ক্যামেরায় কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যেটা রিয়েলমির এর আগেকার বেশ কিছু ফোনেও দেখা গেছে। প্রাইমারী সেন্সর হিসেবে থাকছে ৪৮ মেগাপিক্সেলের একটি লেন্স। এর পাশাপাশি ৮ মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেলের ব্ল্যাক এন্ড হোয়াইট ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপথ লেন্স (পোট্রেট মুডে ছবি তোলার জন্য) থাকছে এতে।

রিয়েলমির দাবী, উন্নত অ্যাপারচার, অ্যালগরিদম এবং সুপার নাইটস্কেপ-এর সুবিধায় অন্ধকারেও ওয়াইড অ্যাঙ্গেলে সুন্দর ডিটেইলের উজ্জ্বল ছবি তোলা যাবে এই ফোনে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, মাল্টি-ফ্রেম এবং অ্যান্টি-শেক প্রযুক্তির কারণে খালি হাতেই ডায়নামিক রেঞ্জের ছবি তোলা যাবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোর্ট্রেট লেন্সে ৫টি ইউনিভার্সাল মোডে পোর্টেট তুলতে পারবেন ব্যবহারকারীরা। আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে সাধারণের তুলনায় ৪ গুণ বেশি ওয়াইড ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব বলে জানিয়েছে রিয়েলমি। এছাড়া ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে ১৬ মেগাপিক্সেলের লেন্স। 

ব্যাটারি, ডিসপ্লে, ডিজাইন

রিয়েলমি সিক্স আই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। কাজেই ব্যাটারি লাইফ নিয়ে ইউজারদের চিন্তা না করলেও চলবে। একবার ফুল চার্জ দিলে দেড়-দুইদিন অনায়াসে পার হয়ে যাবে, আর হেভি গেমিং করলেও একদিনে চার্জ জিরো হবার চান্স নেই। মোবাইলের সঙ্গে ১৮ ওয়াটের ফার্স্ট চার্জার দেয়া হচ্ছে রিয়েলমি সিক্স আই'তে, কাজেই চার্জিং স্পিড নিয়েও চিন্তা করার কিছু নেই।

রিয়েলমি সিক্স আই-তে আছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি

ডিসপ্লে হিসেবে ৬.৫ ইঞ্চির এলসিডি স্ক্রিন ব্যবহার করা হয়েছে, বাজেট ফোনগুলোতে যেটি হরহামেশাই দেখা যায়। মোবাইলটির বডির ৮৯.৯% ই স্ক্রিন। এই ডিসপ্লে'র আই কেয়ার মোড চোখের ওপর অতিরিক্ত চাপ ছাড়াই দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করতে সাহায্য করবে। প্রোটেকশনের জন্যে আছে কর্নিং গরিলা গ্লাস থ্রি টেকনোলজি, ছোটখাটো স্ক্র‍্যাচ থেকে যেটি স্ক্রিনকে রক্ষা করবে। তবে কমতি যেটা, সেটা হচ্ছে স্ক্রিন রেজুলেশন। ৭২০ পিক্সেল রেজুলেশনের এইচডি স্ক্রিন ব্যবহার করা হয়েছে ডিসপ্লেতে, এখানে ১০৮০ পিক্সেলের ফুল এইচডি রেজুলেশন ব্যবহার করা হলে গ্রাহকের মধ্যে আরও বেশি আকর্ষণ তৈরী করা সম্ভব হতো। 

ম্যাট ফিনিশের ব্যাক ডিজাইনের এই ফোনটির উচ্চতা ৬.৪৭ ইঞ্চি, পুরুত্ব ৯ মিলিমিটার। কাজেই এক হাতে ফোনটি ব্যবহারে কোন অসুবিধাই হবার কথা নয়। বড়সড় ব্যাটারি থাকা স্বত্বেও ফোনের ডিজাইনে কোথাও ছাড় দেয়নি রিয়েলমি। জাপানি বিখ্যাত ইন্ডাসট্রিয়াল ডিজাইনার নাওতো ফুকাসাওয়ার ক্ল্যাসিক নকশার অবলম্বনে এই ফোনটির ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছে রিয়েলমি। হোয়াইট মিল্ক এবং গ্রীন টি- দুটি রঙেই ফোনটি চমৎকার মানিয়েছে। 

এক বিন্দু হতাশা

রিয়েলমি সিক্স আই ফোনটি ভারতের বাজারে এসেছে রিয়েলমি নারজো টেন (Realme Narzo 10) নামে। সেখানে ৪/১২৮ ভার্সনের দাম রাখা হয়েছে ১১৯৯৯ রূপি, বাংলাদেশী টাকায় যেটা সাড়ে চৌদ্দ হাজার টাকার মতো। বাংলাদেশে রিয়েলমি সিক্স আই এর দাম পনেরো হাজার টাকার মধ্যে হলে এই মোবাইলটি আরও অনেক বেশি ক্রেজ তৈরী করতে পারতো বলে আমাদের ধারণা। ভবিষ্যতে রিয়েলমি যে ফোনগুলো বাংলাদেশের বাজারে আনবে, সেগুলোর দামের ক্ষেত্রে তারা নিশ্চয়ই এই ব্যাপারটা মাথায় রাখবে।

গতবছর দিওয়ালিতে গোটা ভারতে রিয়েলমি তিনদিনে এক মিলিয়ন ইউনিটেরও বেশি মোবাইল বিক্রি করেছিল। কম দামে দারুণ স্পেসিফিকেশন সমৃদ্ধ মোবাইল সরবরাহের কারণে মধ্যবিত্ত ভোক্তাশ্রেনীর কাছে ভরসার আরেক নাম হয়ে উঠেছে রিয়েলমি। যাত্রা শুরুর দেড় বছরের মাথায় ভারতের মতো বিশাল দেশের মোবাইল মার্কেটের ১৪.৩ শতাংশ মার্কেট শেয়ার নিজেদের দখলে নেয়াটা তো চাট্টেখানি অর্জন নয়। বাংলাদেশেও রিয়েলমি তাদের এই সাফল্য অব্যহত রাখবে, মধ্যবিত্তের হাতের নাগালে নিয়ে আসবে ভালো ফোন, এটাই আমরা আশা করি...


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা