শিপ্রা, মানবিক আবেগকে মূল্যায়ন করুন, ইউটিউবের বেল আইকনকে নয়
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
শিপ্রা দেবনাথের মনে রাখা উচিৎ, মেজর সিনহা খুন হয়েছে। শিপ্রা যে দলে ছিলেন সেই দলের প্রধান সদস্যকে খুন করা হয়েছে। এটাই লিড নিউজ। ইউটিউব চ্যানেল আলোচনার অনুষঙ্গ, মূল বক্তব্য নয়। মূল ভাবনা, মেজর সিনহা খুনের সুষ্ঠু বিচার নিশ্চিত করা, ইউটিউব চ্যানেলের উদ্বোধনের সময়টা এখন নয়...
শিপ্রা দেবনাথের Just Go চ্যানেল কেন্দ্রিক ভিডিওটি দেখলাম এবং দারুণ আশাহত হলাম। আশাহত হলাম কারন ভিডিও শুরু থেকে শেষ অবধি শিপ্রা দাস নিজের ব্র্যন্ডিংটাই করে গেলেন।
শিপ্রা ডিরেক্টর ছিল, সেই স্ক্রিপ্ট করেছে, ভিজুয়ালাইজ করেছে, প্রেজেন্টেশনে ছিল আর সিনহা ছিল প্রোডিউসার। শিপ্রা, আপনার ডিরেক্টশনে ইউটিউব চ্যানেল প্রডিউস করতে কেউ সেনাবাহিনীর সম্মানজনক মেজর পদমর্যাদার চাকুরী ছাড়ে না। মেজর সিনহা স্বপ্নবাজ তরুন ছিলেন। তিনি স্বাধীনচেতা মুক্ত পাখির মতো যে কিনা যাপিত জীবনের বাইরে গিয়ে নতুন কিছু করতে চেয়েছিল, সিনহা চেয়েছিল বিশ্বটাকে ঘুরে দেখতে।
সিনহার এই কথাগুলো আমরা জানতে পেরেছি মেজর সিনহার মায়ের মুখ থেকে। সিনহার খুব কাছের বন্ধু ও সহকর্মীদের জবানীতে আমরা জানতে পেরেছি সামরিক প্রশিক্ষণে সেরাদের সেরা মেজর সিনহার এডভেঞ্চার নেশার কথা। অথচ শিপ্রা দাসের ভিডিও বক্তব্যে তিনি মেজর সিনহাকে এলেবেলে হিসেবেই যেন তুলে ধরলেন আর প্রচার করলেন নিজেকে। বলে গেলেন নিজের স্বপ্নের কথা। সেখানে মেজর সিনহা অনেকাংশেই অনুপস্থিত। সিফাতের সাথে সংবাদ সম্মেলনেও বারবার সিফাতের মুখ থেকে শিপ্রার কথা কেড়ে নেয়াটা দৃষ্টিকটু ছিল।
শিপ্রা দেবনাথের মনে রাখা উচিৎ, মেজর সিনহা খুন হয়েছে। শিপ্রা দেবনাথ যে দলে ছিলেন সেই দলের প্রধান সদস্য (বয়স, অভিজ্ঞতার বিবেচনায়) কে খুন করা হয়েছে। এটাই লিড নিউজ। ইউটিউব চ্যানেল আলোচনার অনুষঙ্গ, মূল বক্তব্য নয়। মূল ভাবনা, মেজর সিনহা খুনের সুষ্ঠু বিচার নিশ্চিতকরন। এ মুহুর্তের সবচাইতে গুরুত্বপুর্ন আলোচনা হওয়া উচিৎ ছিল শুধুমাত্র এইটাই। ইউটিউব চ্যানেল, জাস্ট গো বাকি সবই আপাতত গৌণ।
দলের সদস্য হিসেবে শিপ্রা দেবনাথের উচিৎ ছিল এই সময়ে সিনহা হত্যার বিচারের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাওয়া। শিপ্রা, সিফাত সাক্ষী। এই হত্যার বিচারে ওদের দুজনের খুবই বড় ভূমিকা পালন করবার আছে। ইউটিউব চ্যানেলের উদ্বোধনের সময়টা এখন নয়। চ্যানেলের নাম হাতছাড়া হয়ে যাচ্ছে বলে ভয় পাওয়ার কিছু নেই। মেজর সিনহা হত্যার বিচার নিশ্চিত হলে বিজয়ের খুশিতে এই দেশের মানুষই আপনাদের ইউটিউব চ্যানেলকে মাথায় তুলে নিবে। এখন যেমন আপনার সাবক্রাইব ভিক্ষাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে।
সিনহা হত্যার এতোবড় গুরুত্বপূর্ণ মামলায় সামান্য বেফাঁস উক্তি অনেক বড় ক্ষতির কারন হতে পারে। তদন্তাধিন মামলার অন্যতম সাক্ষী হিসেবে শিপ্রা দেবনাথের আরও অনেক দায়িত্বশীলতার এবং বিচক্ষনার পরিচয় দিতে হবে। দিতেই হবে। যদি সে মেজর সিনহা হত্যার বিচার চায়, তবে।
শিপ্রা, আপনার মুক্তির জন্য সমগ্র দেশের সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছিল, আওয়াজ উঠিয়েছিল। আপনারা দ্রুততম সময়ে জামিন পেয়েছেন। টেলিভিশনে মেজর সিনহা'র মায়ের দু চোখের অশ্রু দেখে কেঁদেছিল বহু মা। সন্তান হারানোর কষ্ট তারা প্রত্যেকে অনুভব করেছিল। শিপ্রা, আপনি সেই অকৃত্রিম আবেগকে মূল্যায়ন করুন, ইউটিউবের বেল আইকনকে নয়।
*
প্রিয় পাঠক, চাইলে এগিয়ে চলোতে লিখতে পারেন আপনিও! লেখা পাঠান এই লিংকে ক্লিক করে- আপনিও লিখুন