যে দেশে মানুষ খুন করেও ধরাছোঁয়ার বাইরে থাকা যায়, সেদেশে তো হিরো আলমই নায়ক হবেন!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
ভাবছেন সিলেটের ওই এসআই'র বিচার হবে? নোয়াখালী'র ধর্ষক দেলোয়ারের বিচার হবে? এইতো আর কয়টা মাস কিংবা বছর, তারপর এরাও হয়ত হিরো আলমের মতো 'হিরো' হয়ে ঘুরে বেড়াবে। আপনি বরং মনের আনন্দে 'সাহসী হিরো আলম' সিনেমা'টা দেখুন...
সিলেটে রায়হান নামের ছেলেটা'কে পুলিশ ফাঁড়ি'তে তুলে নিয়ে গিয়ে পুলিশের যে এসআই হত্যা করেছে; তাকে আজ পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। শুনতে পাচ্ছি সে নাকি পলাতক!
এদিকে নোয়াখালী'র ধর্ষণ ঘটনায় দায়ী দেলোয়ারকে নাকি এলাকার মানুষ অনেক আগে'ই একবার গণপিটুনি দিয়ে পুলিশের কাছে দিয়েছিল। পুলিশ তাকে ছেড়ে দিয়েছে!
সিলেট শহরের মেয়রকে টেলিভিশনে সরাসরি জিজ্ঞেস করা হয়েছিলো
-আপনি কি জানতেন না, পুলিশের অনেক সদস্য এমন কাজ করে বেড়ায়?
অসহায় এই মেয়র কি উত্তর দিয়েছে জানেন?
-জেনে লাভ কি? কারো কোন শাস্তি হয়নি। এক জায়গায় থেকে আরেক জায়গায় বদলি করে শুধু। আমি আজকে অবৈধ স্থাপনা উঠিয়ে দিলে, ওরা পুলিশকে টাকা দিয়ে কালকেই আবার বসে পড়ে! আমি বরং জাতির বিবেকের কাছে ছেড়ে দিলাম এইসব!
একজন এসআই জলজ্যান্ত একটা মানুষকে হত্যা করে প্রকাশ্য দিবালোকে পালিয়ে গেল! বাহ কি চমৎকার ব্যাপার সেপার! তাকে পালিয়ে যেতে কারা সাহায্য করেছে? নিশ্চয় তার প্রাণ প্রিয় অন্য পুলিশ সদস্যরা? এখন অন্য পুলিশ সদস্যদেরও বিচার চাইব? তাহলে কে, কাকে ধরবে? নিজেরা নিজেরাই তো! আহা, বড্ড চমৎকার ব্যাপার সেপার!
এদিকে পত্রিকা পড়ে জানতে পারলাম আগামীকাল ১৬ অক্টোবর থেকে দেশের সিনেমা হল গুলো আবার চালু হচ্ছে করোনা আতংকের পর।
দেশের নামকরা পত্রিকা প্রথম-আলো শিরোনাম করেছে
"হিরো আলম বললেন, আমি'ই এগিয়ে এলাম।"
রিপোর্ট পড়ে যা বুঝলাম- করোনা'র কারনে এতদিন বন্ধ থাকার পর কাল যখন হল গুলো খুলছে; কেউ সিনেমা মুক্তি দিতে চাইছে না। তাই হিরো আলম এগিয়ে এসছে তার সিনেমা নিয়ে।
সিনেমার নামটা কী জানেন? "সাহসী হিরো আলম!" সিনেমা প্রসঙ্গে হিরো আলম কি বলেছেন জানেন?
-‘গল্পে আমি সাহসী, কোনো কিছুতেই ভয় পাই না। তাই সিনেমার নামও রেখেছি ‘সাহসী হিরো আলম’
সেই হিরো আলম; যে কিনা নিজের বউ'কে নিয়মিত নির্যাতন করতো। যার জন্য তাকে জেল হাজতেও যেতে হয়েছে। এরপর? তিনি এখন "হিরো আলম" থেকে "সুপার হিরো আলম" হবার পথে। আমাদের দেশ সেরা পত্রিকা প্রথম আলো বড় করে শিরোনাম করেছে তার সিনামা মুক্তি পাচ্ছে দেশ জুড়ে! সেই রিপোর্ট আমি আবার হাজার মাইল দূরের উত্তর মেরু'র ছোট্ট একটা দেশে থেকেও পড়ে ফেলেছি।
বুঝতে পারছেন তো- কারা এই সমাজে হিরো হিসেবে আবির্ভূত হয়? শত হোক, সিনেমা শিল্প বাঁচাতে তিনি এগিয়ে এসছেন! কী? আপনারা ভাবছেন সিলেটের ওই এসআই'র বিচার হবে? নোয়াখালী'র ধর্ষক দেলোয়ারের বিচার হবে?
অপেক্ষা করুন। এইতো আর কয়টা মাস কিংবা বছর। এরপর এরাও হয়ত হিরো আলমের মতো "হিরো" হয়ে আমাদের আশপাশে ঘুরে বেড়াবে। এর চাইতে বরং মনের আনন্দে "সাহসী হিরো আলম" সিনেমা'টা দেখুন। সিনেমায় হিরো আলমের সঙ্গে তিনজন নায়িকা আছে। ঠিক বুঝতে পারছি না- একজন কম কেন! চারজন হলে ভালো হতো।
যা হোক, সিনেমাটা দেখুন। নিজে শান্তি'তে থাকুন। সেই সঙ্গে দেশের সিনেমা শিল্প'কে বাঁচান। হিরো আলম'কে "সুপার হিরো" হতে সাহায্য করুন!
*
প্রিয় পাঠক, চাইলে এগিয়ে চলোতে লিখতে পারেন আপনিও! লেখা পাঠান এই লিংকে ক্লিক করে- আপনিও লিখুন