নিজেদের মসজিদে নিজেরাই ভাঙচুর চালাচ্ছে তাবলিগ জামাত!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
নিজেদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে, তাই বলে নিজেদের মসজিদে নিজেরাই ঢিল ছুঁড়ে মারবে? ভাঙচুর করবে? এ কেমন আচরণ?
আল্লাহর ঘর ভেঙে দিচ্ছে আল্লাহর বান্দারা। শিরোনামটা চমকে ওঠার মতোই। নিজেদের মসজিদ নিজেরা কেন ভাঙতে যাবে তাবলিগ জামাত? এই মানুষগুলো আসলে কী চায়? খুব সহজ প্রশ্ন। কিন্তু উত্তর পাবেন না। কারণ তারা নিজেরাই জানে না তারা কী চাচ্ছে। জানেনা বলেই এমন কাজ করতে পেরেছে।
গতকাল বুধবার, ২৬শে ফেব্রুয়ারি (২০২০) মাগরিবের নামাজের পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে তাবলিগ জামাত নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে সাদ ও জোবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার তারাবো এলাকার মারকাজ মসজিদে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মারকাজ মসজিদের চারপাশের জানালার কাঁচ ও মসজিদের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়। ঘটনায় দুই পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছে বলে জানা গেছে। এদিকে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ চার কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মাওলানা সাদপন্থীদের সঙ্গে বিরোধী পক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। বুধবার রাত ৯টার দিকে সাদ গ্রুপের সদস্যরা বিশ্বরোড জামে মসজিদে তাবলিগ জামাত নিয়ে আলোচনা করছিলো। এসময় বিরোধী পক্ষের সদস্যরা এসে বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এসময় দুই গ্রুপের সদস্যরা উভয়পক্ষকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে মারে। চালানো হয় মসজিদে ভাঙচুর। পরে পুলিশ এসে দুই পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিজেদের মধ্যে মতবিরোধ হতেই পারে, তাই বলে নিজেদের মসজিদে নিজেরাই ঠিল ছুঁড়ে মারবে? এ কেমন আচরণ? তারা কি বুঝতে পারছেন না, এ আচরণে নিজেদের ক্ষতিটাই বেশি হচ্ছে! তাবলিগ জামাতের এই অন্তর্কোন্দল কি আজ থেকে নতুন হচ্ছে? প্রতিবছর ইজতেমা আসলেও কিন্তু ব্যাপারটা মাথাচাড়া দিয়ে উঠছে। কিছুদিন আগে ইজতেমার সময় আমরা নিজেরা দেখেছি। এরা ইজতেমার ময়দানকেও ছাড় দেয়নি। এছাড়া এলাকাভিত্তিতে নিজেদের ভেতর কোন্দল তো আছেই।
তাবলিগ জামাতের আচরণ কি রাজনৈতিক দলগুলোর মতো হয়ে যাচ্ছে না? আমাদের দ্বীনের পথ দেখানোর দায়িত্ব নিয়েছেন যারা, তারাই যদি এভাবে অন্ধকার পথে পা বাড়ান তবে এর সুদূরপ্রসারী প্রভাব সম্পর্কে আন্দাজ করতে পারছেন? এই তাবলিগ জামাতের অনুসারী কি দুই একজন? অবশ্যই না। আমাদের মধ্যেই একটা বিশাল জনগোষ্ঠী এর সাথে জড়িত। সময় এসেছে এই বিবাদ মিমাংসা করার। নতুবা এই উপমহাদেশের ইতিহাস কিন্তু খুব নোংরা ইঙ্গিতই দেয়।