দেখতে দেখতে কেটে গেল চারটি বছর। পথচলার এই দিনগুলোতে প্রায় ১০ হাজার কন্টেন্ট তৈরি করেছি আমরা। স্মৃতির ডানায় চড়ে পেছনে তাকিয়ে দেখতে চাইছি ফেলে আসা সময়টাকে, আর তাই এগিয়ে চলোর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ এই আয়োজন- 'ফিরে দেখা চার বছর'। এই পর্বে থাকছে এগিয়ে চলোতে প্রকাশিত ট্যাবু ভাঙার সেরা পাঁচটি লেখা।
পিরিয়ড, প্যাড ও ব্যাড-ম্যানদের উদ্দেশ্যে
আমার ছোট মেয়ের প্রথম মিন্সট্রুয়েশন হয়েছে, ট্রাউজার রক্তে ভেজা। ভয় পেয়ে বাবা-মার ঘরে আসছে। আমি গাড়ি রেখে পায়েপায়ে হেঁটে গলির সামনের দোকানে গেলাম। ভালোমানের ন্যাপকিন কিনলাম।
লেখাটি পড়ুন এই লিংকে ক্লিক করে
স্তন ক্যান্সার: এবার তবে ভাঙ্গুক ট্যাবু!
স্তন ক্যান্সার থেকে কি আমরা বাঁচতে পারবো? আমি সেটার উত্তর দিব না। আমি শুধু বলবো, আমরা চেষ্টা করতে পারি। আর সেই চেষ্টার জন্য রয়েছে কিছু ধাপ। আমি খুব করে চাইবো, আমাদের মায়েরা, আমাদের মেয়েরা প্রত্যেকে নিয়ম মেনে এই ধাপগুলো পালন করবেন।
লেখাটি পড়ুন এই লিংকে ক্লিক করে
'হিউম্যান মিল্ক ব্যাংক' কি ইসলামে হারাম?
"বিয়েতে গিট্টু পাকিয়ে যাবে" - বিষয়টাকে এইভাবে না দেখে বরং "লাখে লাখে শিশুর প্রাণ রক্ষা সম্ভব" এইভাবে দেখতে শিখুন। তাহলেই দেখবেন কুরআন সুন্নাহ অনুযায়ীই সমাধান আছে।
লেখাটি পড়ুন এই লিংকে ক্লিক করে
প্রথম সহবাসের সময় রক্তপাত না হলেই সেই মেয়ে অসতী?
একটি মিথ ব্যাপকভাবে প্রচলিত, আপনি যেকোনো নারীর সতীত্ব আছে কিনা তা প্রমাণ করতে পারবেন, যদি তার প্রথম মিলনে রক্তপাত হয়। এটি কি আসলেই সত্য?
লেখাটি পড়ুন এই লিংকে ক্লিক করে
পুরুষ নির্যাতন: বদলে যাওয়া সমাজের নতুন ব্যাধি!
নারী নির্যাতন নিয়ে অনেক কথা হয়, নির্যাতনবিরোধী আইনও আছে। কিন্ত সংখ্যায় অল্প হলেও অন্তপুরে আমাদের পুরুষেরা যেসব নির্যাতন আর অত্যাচার সহ্য করেন, সেগুলোর কথা কেউ মুখ ফুটে উচ্চারণ করেন না কেন?
লেখাটি পড়ুন এই লিংকে ক্লিক করে
(বিঃদ্রঃ সেরার মানদণ্ড হিসেবে আমরা বিবেচনা করেছি দুটি ফ্যাক্টর- পাঠকপ্রিয়তা এবং লেখার মান। এর বাইরেও দুর্দান্ত অনেক লেখা প্রকাশিত হয়েছে এগিয়ে চলোতে। কিন্ত স্থান সংকুলানের অভাবে সেগুলোকে এই তালিকায় জায়গা দেয়া সম্ভব হয়নি)