মূলত 'সাকিবস'কে পেছনে ফেলে নিজের 'দম ফুঁক' রেস্টুরেন্টকে আরো বেশি জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এই লাইভ শো'কে বেছে নিয়েছেন তামিম। আর, চিটাগং এর ঐতিহ্যবাহী মেজবানী গরুর মাংসকে করেছেন মূল হাতিয়ার!

বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালকে চেনেন না, এমন মানুষ কমই আছে বাংলাদেশে। এতোদিন সবাই তাকে শুধু ক্রিকেটার হিসেবে চিনে আসলেও করোনাজনিত লকডাউনের এই সময়ে তামিম দেখা দিয়েছেন ভিন্ন রূপে।

নিজের ইন্সটাগ্রাম একাউন্ট ও ফেসবুক পেজ থেকে করেছেন একের পর এক শো। যা থেকে বেরিয়ে এসেছে তার সাবলীল উপস্থাপনার নতুন দক্ষতা। তবে খোলা চোখে এসব অনুষ্ঠানকে নিছক বিনোদন মনে হলেও একটু গভীর দৃষ্টিতে তাকালে বের হয়ে আসে শিউরে ওঠার মত ইঙ্গিত!

ক্রিকেটপাড়ায় জোর গুঞ্জন, মূলত জাতীয় দলের সতীর্থ ও সাবেক বেস্টফ্রেন্ড সাকিব আল হাসানকে টেক্কা দিতেই তামিমের এতোসব আয়োজন। আর মূল উদ্দেশ্য সাকিবকে ব্যাবসায়িকভাবে ক্ষতিতে ফেলা।

মিঃ হাইজিন: জীবাণুমুক্ত হাতের প্রতিশ্রুতি

হেঁয়ালি না করে আসুন মূল ঘটনা খুলে বলি। আপনারা অনেকেই জানেন ক্রিকেটের বাইরে সাকিবের আয়-রোজগারের অন্যতম উৎস হচ্ছে তার ভাতের হোটেল 'সাকিবস'। অন্যদিকে 'দম ফুঁক' নামে একইরকম একটা ভাতের হোটেল চালান তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল, যেখানে তামিমেরও উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার আছে।

মূলত 'সাকিবস'কে পেছনে ফেলে 'দম ফুঁক' রেস্টুরেন্টকে আরো বেশি জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এই শো'কে বেছে নিয়েছেন তামিম। আর, চিটাগং এর ঐতিহ্যবাহী মেজবানী গরুর মাংসকে করেছেন মূল হাতিয়ার।

তাই লক্ষ্য করলে দেখবেন তামিম তার লাইভে সুযোগ পেলেই খাবার-দাবারের প্রসঙ্গ টেনে এনেছেন। আর গতকাল মাশরাফি, মুশফিক ও মাহমুদউল্লাহকে নিয়ে আয়োজিত শেষ এপিসোডে চেলেছেন মাস্টারস্ট্রোক।

সাকিবের এই আঙুল উঁচিয়ে কথা বলা মেনে নিতে পারেননি তামিম

সাকিবের চিরশত্রু ও বাংলাদেশ দলে তামিমের সেরা বন্ধু মাশরাফির মুখ দিয়ে করিয়ে নিয়েছেন গরুর মাংসের তীব্র প্রশংসা। মাশরাফিও জানিয়ে দিলেন ডায়েটের চিন্তা ভুলে গরুর মাংস আর কোকাকোলার নেশায় বুঁদ হয়ে আছেন তিনি। যাতে স্বাভাবিকভাবেই দেশব্যাপী তাদের ভক্তরা মেজবানি গরুর মাংসের দিকে ঝুঁকে পড়ে আরো বেশি ভীড় জমায় তামিমদের রেস্টুরেন্টে। আর ব্যাবসায়িকভাবে মার খায় সাকিবের রেস্টুরেন্ট। আর কোকাকোলার কাছ থেকে বিশেষ স্পন্সরশিপ পাবার পথ সুগম হয় তামিমদের।

আর এই এপিসোডটি করলেন একদম রমজানের শেষ মুহূর্তে, ইদের ঠিক আগে আগে। বুঝতে পারছেন কেমন হিসাব-নিকাশ করে চালগুলো চেলেছেন তামিম?

আর এসব কিছু আগে থেকেই আঁচ করতে পেরে তামিমের শো'তে আসতে অস্বীকৃতি জানিয়েছেন সাকিব! তবে কি বাংলাদেশ ক্রিকেটের চেয়ে পারিবারিক ব্যাবসা ও সাকিববিদ্বেষই বড় হয়ে উঠলো তামিমের কাছে? এ কী করছেন তামিম?

রিপোর্টার: আহাদ তরফদার, নিউজপেপার: নিউ গেস

বিশেষ দ্রষ্টব্য- এটি একটি স্যাটায়ারধর্মী লেখা, হাস্যরসের ছলে ব্যাঙ্গ করাটাই এই লেখার একমাত্র উদ্দেশ্য, কারো অনুভূতিতে আঘাত দেয়া নয়। তবুও যদি কেউ আঘাত পেয়ে থাকেন, সেই দায়ভার লেখক, এগিয়ে চলো বা তামিম-সাকিব কারোরই নয়। 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা