জনপ্রিয় নায়ক থেকে জেলখাটা আসামী: বিদায় তাপস পাল!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

নিজের সময়ের জনপ্রিয় নায়ক ছিলেন, ছিলেন সুপারস্টার। সেই মানুষটাই রাজনীতিতে এলেন, দুর্নীতির কাদা লাগলো তাঁর গায়ে, খাটতে হলো জেল। 'গুরুদক্ষিণা' খ্যাত অভিনেতা তাপস পাল সবকিছুর ঊর্ধ্বে উঠে গেছেন আজ ভোরে...
এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রনাম...'
ভারতীয় বাংলা সিনেমার এই গানটি ছোটবেলায় শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছিল। 'গুরুদক্ষিণা' সিনেমা দেখেন নি এমন বাঙালী দর্শক পাওয়া দুষ্কর হয়ে যাবে, এই সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করে দর্শকদের কাঁদিয়ে জনপ্রিয় হয়েছিলেন তাপস পাল।
তখনকার ভারতীয় বাংলা চলচ্চিত্রে নিরীহ নায়কের চরিত্রে তিনি যেন আইডল হয়ে গিয়েছিলেন, শুরুটা ও হয়েছিল তেমনি 'দাদার কীর্তি' দিয়ে, এরপর অনুরাগের ছোঁয়া, ভালোবাসা ভালোবাসা, সুরের ভুবনে, আপন আমার আপন, আবিষ্কার, মঙ্গলদ্বীপ, চোখের আলোয় সহ অনেকগুলো হিট ছবির নায়ক তিনি। নাম ভূমিকায় অভিনয় করা আরেক বিখ্যাত ছবি 'সাহেব' এতটাই সাড়া জাগিয়েছিল যে বলিউড, তামিল থেকে বাংলাদেশে অব্দি এই সিনেমা রিমেক করেছিল। 'বউ' সিরিজের মেজ বউ, সেজ বউ, সুন্দর বউ ছবিতেও তিনি ছিলেন। নারীপ্রধান সিনেমা 'কড়ি দিয়ে কিনলাম' থেকে বুদ্ধদেব দাশগুপ্তের উত্তরা- সব সিনেমাই করেছেন।

ক্যারিয়ারে অনেকগুলো জনপ্রিয় গান আছে। পতি পরমগুরু সিনেমার 'নও তুমি একা নও' গানটাতো এক কথায় মাইলফলক,রবীন্দ্র সংগীত 'চরনো ধরিতে দিয়েগো মোরে'র অনুপম ব্যবহার তাঁর কন্ঠেই মিলিয়েছিল। সুরের আকাশে সিনেমার 'কথা দিলাম' অন্যতম সেরা রোমান্টিক গান, অনুরাগের ছোঁয়ার 'আমি যে কে তোমার' তো আছেই। মহুয়া,দেবশ্রী থেকে শতাব্দীদের মত সুন্দরীতমা নায়িকাদের নায়ক হয়েছেন তিনি। বীরেশ চ্যাটার্জীর আস্থাভাজন নায়ক ছিলেন। বলিউডের সুপারস্টার নায়িকা মাধুরীর দীক্ষিতের অভিষেক তাঁর সাথেই 'অবোধ' সিনেমায়। বাংলাদেশের সাথে যৌথ প্রযোজনায় 'রঙিন প্রান স্বজনী' করেছিলেন।
অনেক গুলো হিট ছবির নায়ক হওয়া স্বত্ত্বেও কোথাও যেন কমতি ছিল। একপর্যায়ে এসে তিনি ম্লান হতে থাকলেন, নিজেকে আর বদলাতে পারেন নি। এক সময় পার্শ্ব চরিত্রে অভিনয় করা শুরু করেন। রাজনীতিতে এসে অত:পর সাংসদ হলেন, সেলুলয়েডের সেই নিরীহ ভালো মানুষ নায়ক বাস্তবে হয়ে গেলেন বিতর্কিত একজন, শেষ পর্যন্ত দুর্নীতির দায়ে জেল খাটা অপরাধী!
শৈশবে যার বহু সিনেমা দেখে সময় কেটেছে সেই তাপস পাল আজ ভোরে মারা গেলেন, অনেকদিন অসুস্থ ছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করি। ওপারে ভালো থাকবেন তাপস পাল!