আপনারাই বলুন, ওয়াজের নামে যেই লোক এত্ত এত্ত মিথ্যা, আজগুবি ও বানোয়াট গল্প সাজিয়ে বলে সাধারণ মানুষকে ধোকা দিতে পারে? আপনারা কি কোনভাবে সেই লোক অর্থাৎ এই তারেক মনোয়ারকে খাঁটি হুজুর দাবী করে তাকে অনুসরণ করতে পারেন?

ইয়াসিন শুভ: সেই নিষিদ্ধ তারেক মনোয়ার, যে কিনা একদা প্রবাসে বসে দাবী করেছিল, আল্লামা আহমদ শফি নাকি স্বপ্নে দেখেছেন, কাদের মোল্লা বেহেশতে রাসুল (সাঃ) এর সাথে মোসাবাহ করতেছেন? অথচ আহমদ শফি এমন আজগুবি কথা কবে কখন কোথায় কাকে বলেছিলেন? আজ পর্যন্ত তারেক মনোয়ার সে ব্যাখ্যা দিতে পারেননি।

বিস্তারিত: https://youtu.be/uxAzGxTT6d0

কিছুদিন পর তাকে বলতে দেখলাম, সৌদিআরব রিয়াদের এক ঈমাম সাহেব নাকি তাকে বলতে এসেছিল, "উনি সাঈদী হুজুরকে চাঁদে দেখেতে পেয়েছেন?" অথচ ঐ ইমাম সাহেব এমন কথা কবে কখন কোথায় কাকে বলেছিলেন? আজ পর্যন্ত তারেক মনোয়ার সেই ব্যাখ্যা দিতে পারেনি।

বিস্তারিত: https://youtu.be/7uvqX92WdN4

এখন আবার বলে বেড়াচ্ছেন, সে নাকি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনবার সেরা শিক্ষক নির্বাচিত হয়েছে!? এমনকি তার এতবড় খ্যাতির বিষয়টি নাকি পরিবারের সদস্যদেরও অজানা? হুজুর সেরা শিক্ষকের প্রমাণ দেখাতে হবেনা! আপনি যে অক্সফোর্ডের শিক্ষক ছিলেন! শুধু এতটুকু প্রমাণ দেখাতে পারলেই চলবে।

বিস্তারিত: https://www.facebook.com/378401235627540/posts/1783360285131621/

সে বলছে, বিশ্বের সেরা ধনী বেল গ্রেড নাকি আইফোনের মালিক দেখতে টিকটিকির মতো? তার সাথে নাকি দেখা করতে এসেছে? বিল গেটস কি আইফোনের মালিক? হুজুর কোথায় পাইছেন এমন গাঁজাখুরি গল্প?

বিস্তারিত: https://www.facebook.com/mdabu.nizam/videos/2703267089959441/

 

তারিক মুনাওয়ার

সে বলছে, সে নাকি ১৯৯০ সালে ইংলিশ লীগে ফুটবল খেলে প্রচুর টাকা কামাই করেছিল? আবার ব্যাডমিন্টন খেলায়ও নাকি দেশের সেরা প্লেয়ার ছিল? হুজুর আপনে ১৯৯০ সালে ইংলিশ লীগের খেলোয়াড় ছিলেন? কোন মহাদেশের লীগ এইটা? এন্টার্কটিক মহাদেশের নয়তো?

বিস্তারিত: https://youtu.be/Z3v4QXcldVI

সে বলছে, আজ পর্যন্ত কোনদিন আফগানিস্তানে নাকি একটা বোমাও ফুটে নাই? সব বোমা নাকি অলি আউলিয়ারা হাত দিয়ে ধরে ধরে নদীতে ফেলে দিতো? এমন দৃশ্য নাকি মার্কিন সৈন্যরা বিমান থেকেও দেখতে পেতো? অথচ আমরা মিডিয়ায় দেখি, মার্কিন হামলায় এপর্যন্ত আফগানিস্তান প্রায় ধ্বংশের শেষপ্রান্তে এসে পৌঁছেছে। আর আপনি বলছেন সেখানে মার্কিনীদের ছোড়া একটি বোমাও ফুটেনি?

বিস্তারিত: https://www.facebook.com/100007996383168/videos/2563063077303547/

এইবার আপনারাই বলুন, ওয়াজের নামে যেই লোক এত্ত এত্ত মিথ্যা, আজগুবি ও বানোয়াট গল্প সাজিয়ে বলে সাধারণ মানুষকে ধোকা দিতে পারে? আপনারা কি কোনভাবে সেই লোক অর্থাৎ এই তারেক মনোয়ারকে খাঁটি হুজুর দাবী করে তাকে অনুসরণ করতে পারেন? জেনেশুনে যেই লোক মিথ্যা কথা বলতে পারে! সেই লোকের ঈমান আকিদা আদৌ আছে বলে কি আপনাদের মনে হয়?

আরও পড়ুন- আইফোনের মালিক 'বেলগ্রেড' ও ওয়াজের নামে বিনোদনের আসর!


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা