তারেক মুনাওয়ার, অক্সফোর্ড, ইংলিশ লিগ, বেলগ্রেড, নাশা ও অন্যান্য...
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
কত কত সালে তিনি এই শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন? অক্সফোর্ডে কোন বিষয়ে তিনি শিক্ষকতা করেন বা করতেন? এই অক্সফোর্ড কোন অক্সফোর্ড- ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়? ধামরাইয়ের অক্সফোর্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল? শনিরআখড়ার অক্সফোর্ড অ্যাকাডেমিক কোচিং সেন্টার?
আখতারুজ্জামান আজাদ: বিভিন্ন ওয়াজ মাহফিলে প্রদত্ত বক্তব্যে তারিক মুনাওয়ার নামক একজন প্রৌঢ় ভদ্রলোক দাবি করেছেন যে, পরপর তিনবার তিনি অক্সফোর্ডের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। কত কত সালে তিনি এই শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন? অক্সফোর্ডে কোন বিষয়ে তিনি শিক্ষকতা করেন বা করতেন? এই অক্সফোর্ড কোন অক্সফোর্ড- ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়? ধামরাইয়ের অক্সফোর্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল? শনিরআখড়ার অক্সফোর্ড অ্যাকাডেমিক কোচিং সেন্টার?
মুনাওয়ার আরো দাবি করেছেন— নব্বইয়ের দশকে ইংল্যান্ডের বিভিন্ন লিগে তিনি ফুটবল খেলেছেন, দলগুলো অর্থের বিনিময়ে তাকে ভাড়া করে নিত। তিনি ইংলিশ লিগের কোন কোন দলে খেলেছেন? কত কত সালে খেলেছেন? কয় ম্যাচে তিনি মোট কয়টি গোল নিজে করেছেন, কয়টি গোলে অ্যাসিস্ট করেছেন এবং তিনি কোন পজিশনে খেলতেন? মুনাওয়ার দাবি করেছেন যে, বাংলাদেশে ব্যাডমিন্টনে তিনি জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি কত সালে এই চ্যাম্পিয়নশিপ অর্জন করেছিলেন? সেই টুর্নামেন্টের নাম কী ছিল? আরো তিন-চারটা খেলা তিনি ভালো পারেন বলে দাবি করেছেন। ফুটবল ও ব্যাডমিন্টন বাদে সেই অন্য খেলাগুলো কী কী?
তারিক মুনাওয়ার বলেছেন— টিভিতে একজন ব্রিটিশ মেজরকে তিনি বলতে শুনেছেন যে, মেজরটি রাত তিনটায় আকাশে বসে আফগানিস্তানে বোমা নিক্ষেপ করছিলেন কিন্তু শাদা পাগড়ি পরা একদল লোক বোমাগুলো ধরে-ধরে নদীতে ফেলে দিচ্ছিল। পরে মাটিতে নেমে এসে এক ইমামের মাধ্যমে মেজরটি জানতে পেরেছেন পাগড়ি পরিহিত ঐ লোকগুলো ফেরেশতা। ঘটনাটা কত সালের? টিভি শোটা কত সালের? কোন চ্যানেল? কেউ লিংক দিতে পারবেন কি? ঐ ব্রিটিশ মেজরের নাম কী? ঐ আফগান ইমামের নাম কী? মুনাওয়ারের দাবি অনুসারে, ঐ মেজর আফগানিস্তানে অলমাইটিকে/আল্লাহকে দেখেছেন। কোনো মানুষের পক্ষে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আল-আমিনকে দেখা সম্ভব কি?
বেশ কয়েকবার নাশায় (নাসায়) যাওয়ার অভিজ্ঞতার কথা ওয়াজে বর্ণনা করেছেন মুনাওয়ার। নাশায় তিনি ঠিক কী কারণে কবে গিয়েছিলেন? গিয়ে কী করেছেন? কোনো গবেষণার জন্য গিয়েছিলেন? সেই গবেষণাপত্র নাশার কোনো জার্নালে প্রকাশিত হয়েছিল কি? হলে তা কোন জার্নালে?
মুনাওয়ার দাবি করেছেন যে, বিশ্বের সবচাইতে পয়সাওয়া ব্যক্তি বেল গ্রেডের (বিল গেটস) সাথে তার দেখা হয়েছে এবং গ্রেডকে তার কাছে মনে হয়েছে একটা টিকটিকি। গ্রেডের সাথে মুনাওয়ারের কবে কোথায় দেখা হয়েছিল? তারা কী উপলক্ষে দেখা করেছিলেন? একজন আদমসন্তানকে টিকটিকির সাথে তুলনা করা ইসলামসম্মত কি?
মুনাওয়ার আরো দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে তার কয়েকবার দেখা হওয়ার পরিস্থিতি হয়েছিল, একই সময়ে তাফসির মাহফিল পড়ে যাওয়ায় ট্রাম্পকে সময় না দিয়ে তিনি মাহফিলেই যোগ দিয়েছেন। ট্রাম্প কবে কেন কী উদ্দেশ্যে মুনাওয়ারের সাথে দেখা করতে চেয়েছিলেন? মুনাওয়ার সাক্ষাৎ না দেওয়ায় ট্রাম্প কী প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন এবং এর প্রেক্ষিতে ট্রাম্পের কী কী ক্ষতি হয়েছিল?
যদি তারিক মুনাওয়ারের এই দাবিগুলো সত্য হয়ে থাকে, তো খুবই ভালো। তা হলে তাকে নিয়ে আমাদের গর্বিত হওয়া উচিত, এমন একজন সব্যসাচীর পাশে থাকা উচিত, রাষ্ট্রীয়ভাবে তাকে সংবর্ধিত করা উচিত। আর যদি মিথ্যে হয়ে থাকে, তা হলে তার এই সিরিয়াল মিথ্যাচারের কারণ কী? ইসলামে এমন মিথ্যাচারের শাস্তি কী কী? পরকালে তিনি কী কী ধরনের শাস্তির মুখোমুখি হতে পারেন? শরিয়া আইন অনুযায়ী ইহকালে মুনাওয়ার সাহেবের কী কী শাস্তি প্রাপ্য? ইসলামি বেশভূষা পরিধান করে পবিত্র কোরানের তাফসির মাহফিলে এ ধরনের মিথ্যাচার (যদি মুনাওয়ারের বক্তব্যগুলো মিথ্যে হয়ে থাকে) ইসলাম অবমাননার বা ধর্মানুভূতিতে আঘাতের আওতায় পড়ে কি? পড়ে থাকলে দেশের প্রচলিত আইন অনুযায়ী এর শাস্তি কী কী?