দেখতে দেখতে কেটে গেল চারটি বছর। পথচলার এই দিনগুলোতে প্রায় ১০ হাজার কন্টেন্ট তৈরি করেছি আমরা। স্মৃতির ডানায় চড়ে পেছনে তাকিয়ে দেখতে চাইছি ফেলে আসা সময়টাকে, আর তাই এগিয়ে চলোর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ এই আয়োজন- 'ফিরে দেখা চার বছর'। এই পর্বে থাকছে এগিয়ে চলোতে প্রকাশিত ট্রাভেলের সেরা পাঁচটি লেখা।
নৌপথে কুড়িগ্রাম থেকে সেন্টমার্টিন!
সেন্টমার্টিন যাওয়ার এ কেমন নতুন রুট! অনেকের কাছেই পাগলামি মনে হতে পারে। নৌপথে কুড়িগ্রাম থেকে সেন্টমার্টিন! এও কি সম্ভব? হ্যাঁ সম্ভব! ট্রাই করে দেখবেন নাকি?
লেখাটি পড়ুন এই লিংকে ক্লিক করে
মায়াময় থানচি- নেটওয়ার্কহীন এক আলাদা জগতের গল্প!
অদ্ভুত একটা জায়গা, এখানে আপনি যদি মোবাইলটা হাতে নেন, কথা বলতে পারবেন না। বাঁশের মাথায় মোবাইল রেখেই, বাঁশের গোড়ায় বসে ডায়াল করে লাউডস্পিকার অন করে কথা বলতে হবে। এক ইঞ্চি সরালেই নেটওয়ার্ক গায়েব।
লেখাটি পড়ুন এই লিংকে ক্লিক করে
ঢাকা টু কাশ্মির: এ জার্নি বাই মোটরসাইকেল!
লাল রঙ এর পালসার বাইক, কাশ্মীরে যার নাম্বার ঢাকার! কীভাবে সম্ভব? বাইক নিয়ে কেউ কাশ্মীর গিয়েছে এটিই সত্যিই একটি ভিন্নধর্মী ঘটনা, হরহামেশাই তো আর এ ধরণের ঘটনা চোখে পড়ে না, পড়বে না...
লেখাটি পড়ুন এই লিংকে ক্লিক করে
উঠে পড়ুন জলের রকেটে!
শুধু রকেট স্টিমারে চড়তেই প্রতিবছর হাজার হাজার বিদেশী পর্যটক ছুটে আসেন বাংলাদেশে! অথচ আমাদের দেশের মানুষ এই প্যাডেল স্টিমারগুলোর ঐতিহ্যের ব্যাপারে জানেও না!
লেখাটি পড়ুন এই লিংকে ক্লিক করে
ট্রাভেলিং থেকে পরিচয়, অতঃপর প্রণয়-বিয়ে!
আরব সাগরে ডুবে যাওয়া সূর্য, নরওয়ের আকাশের অরোরা, আফ্রিকার দূর্গম বনজঙ্গল, পৃথিবীর স্বর্গ কাশ্মীর কিংবা এভারেস্টে প্রিয় মানুষটার হাতে হাতটা রেখে হারিয়ে যাওয়া যায়, এর চেয়ে বড় সুখ আর কী হতে পারে! আপনার প্রিয় শখ আর প্রিয় মানুষের সাথে একসাথে প্রতি সেকেন্ড বেঁচে থাকা যায়, এর চেয়ে বড় সুখ আর কী হতে পারে!
লেখাটি পড়ুন এই লিংকে ক্লিক করে