
সেনোরার এক বিজ্ঞাপনের পরই শুরু হয়েছে নানান রকমের অসুস্থ মেন্টালিটির কথাবার্তা।
সেনোরার বিজ্ঞাপনে বোনের জন্য ভাই প্যাড কিনে, সেটা দেখানো হয়েছে। আর এতেই কিছু কিছু মানুষের ছি ছি শুরু হয়েছে। কেউ কেউ জিনিসটাকে এতই হালকা পর্যায়ে নিয়ে গেছে যে, ছেলেদের স্বপ্নদোষ আর মেয়েদের পিরিয়ড দুইটাই পার্সোনাল ইস্যু- এইভাবে গুলিয়ে ফেলেছে।
এখন বিষয়টা হচ্ছে সবকিছুতে শুধু যৌনতা খুঁজলে আর অন্যের বেদনা না বুঝলে মানুষ হয়ে বা লেখাপড়া শিখে লাভ নাই। এই পিরিয়ড, যা মেয়েদের শরীরের স্বাভাবিক প্রক্রিয়া এটার সাথে ব্যথা-বেদনা জড়িত। কারো শরীরের তীব্র ব্যথা-বেদনা নিয়ে তো আর হাসার কিছু নাই। ব্যাপারটাকে সহজভাবে দেখারও কিছু নাই। পুরা জিনিসটা এক্সট্রেমলি পেইনফুল।

তো এই যে মেয়েটা এক্সট্রেমলি পেইনফুল বিষয়টার উপর দিয়ে যাচ্ছে, আপনি তার ভাই, তার বাপ, তার হাজবেন্ড হয়ে সহযোগিতা করবেন না? ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন। আপনার ছোট বাচ্চার সামান্য ব্যথাতেই আপনি কাতর হয়ে যান, তো আপনার মেয়ে বাচ্চার স্বাভাবিক জীবনে তো পিরিয়ড আসবেই।
এই 'এক্সট্রেমলি পেইনফুল' এর সাথে জড়িত থাকে মুড সুইং আর বিহ্যাভিরিয়াল ইস্যু। যেহেতু আমরা দিন দিন শিক্ষিত জাতি হওয়ার চেষ্টা করছি, এই জিনিসগুলাও বুঝার চেষ্টা করলে পারি। অজ্ঞতা আপনাকে কোনদিন কিছু দেয় নাই, দিবেও না।
একজন আরেকজনের সমস্যা বুঝলেই সমঝোতা আসবে, ভালোভাবে থাকা সম্ভব হবে। আপনার মেয়ের যত্ন নিন, বোনের যত্ন নিন, আপনার মাধ্যমে অন্য ছেলেরাও শিখবে। আপনার মেয়ে বা বোনের জীবনে যখন যে সঙ্গী আসবে, সেও তখন যত্ন নিবে। পুরো ব্যাপারটাই তখন স্বাভাবিক হয়ে আসবে।