সিনেমা হলের গলি

কতশত গলির দেখা মেলে জীবন নামের এই মহাসড়কে! সিনেমা হলের গলিটা একটু ভিন্ন আর সব গলি থেকে। এখানে প্রাণোচ্ছল এক রূপালি জগৎ আছে, আছে একাকীত্বের সুনসান নীরবতাও। আর এসব কিছু নিয়েই আয়োজন এই 'সিনেমা হলের গলি' সেগমেন্টের। গলিটির সার্থক নামকরণ ইশতিয়াক ভাইয়ের। কেন যেন ভাই এই গলির শেষ মাথার ল্যাম্পপোস্টের নিচে হুমায়ুন মামার বানানো চা খেতে ভীষণ ভালোবাসেন!