মেমোরি লেন

আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? বাকি আছে। ধূসর সব স্মৃতি যখন মানসপটে উঁকি দেয়, নিজের অজান্তেই ঘুরে আসি সাদাকালো স্মৃতির গলি-উপগলিতে; মুহুর্তেই জীবন হয়ে ওঠে রঙিন। আহা, জীবনটা কতই না সুন্দর ছিল!