শেকল ভাঙার গান

অদৃশ্য এক বাধার দেয়াল। এটা নিয়ে বলা যাবে না, সেটা সম্পর্কে জানা যাবে না! অজ্ঞতা আর ধর্মান্ধতার নিষেধাজ্ঞার বেড়াজালে বন্দী হয়ে রইলে, সচেতন না হলে কীভাবে এগোবে বাংলাদেশ?